***No Spoilers***
The Curious Case of Benjamin Button (2008)
Gnr: Drama, Fantasy, Romance
Imdb: 7.8
২ঘন্টা ৪৫ মিনিটের রোমান্টিক জনারের মভি। আড়াই ঘন্টার উপরও এ মভির রান টাইম, অনেক সময় লম্বা বটে কিন্তু স্লো নয়। স্টোরি লাইন যে খুব ফাস্ট সেটা বলতে কোনো সন্দেহ নেই। প্রায় ৩ ঘন্টার এ মভিটি সত্যিকার অর্থেই খুব দারুণ উপভোগ্য। সাবটাইটেল অনুবাদক “নাজমুল হোসেন শুভ”এর সুন্দর একখান বাংলা সাবটাইটেলও আছে।
★ এই মভি থেকে ভাল লাগা একটি ডায়লগঃ ??

? “কখনও তুমি পাগল কুকুরের মতো হয়ে যাবে। কখনও ওয়াদা করবে, কখনও ভাগ্যের দোষ দেবে। কিন্তু যখন পৃথিবী থেকে চলে যাবার সময় হবে, তোমাকে চলে যেতেই হবে।”
★ প্লটঃ বেঞ্জামিনের জন্মকালে তার মায়ের মৃত্যু হয়। তার বড়লোক ব্যবসায়ী বাবা তাকে অতিরিক্ত জঞ্জাল মনে করে দূরের এক বাসার সিঁড়িতে ফেলে দিয়ে আসে। কারণ সে জন্ম কালে কোনো স্বাভাবিক শিশু ছিল না। বেঞ্জামিনের জন্ম হয় বৃদ্ধ মানুষের চামড়া ও চুল নিয়ে দেখতে অবিকল বৃদ্ধদের মত। ঐ বাসার বাসার সিঁড়ি থেকে কুড়িয়ে পায় কুইনি নামের এক মমতাময়ী মহিলা তাকে মায়ের স্নেহ দিয়ে কুলে তুলে নেয়। এ শিশু বেঞ্জামিনের পরর্বতি জীবন গল্পের সাথে ছবির গল্প এগিয়ে যেতে থাকে। তারপর বেঞ্জামিনের জীবন কিভাবে এগিয়ে যায়? কিভাবে সে তার আসল বাবা মা সম্পর্কে জানতে পারে? বাদ বাকি স্টোরি জানতে কি করবেন???? ছবি দেখতে বসে পড়েন। কথা দিলাম, এ মভি দেখতে বসার পর আপনার গফ আপনাকে কয়টা কল বা কয়টা মেসেজ দিয়েছে তার একটু টের পাবেন না। ?

এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হবেন না। বাসায় থাকুন, নিরাপদ থাকুন। করোনাভাইরাস থেকে বেঁচে থাকোন।  বাসায় বসে ভাল ভাল মভি দেখুন। ধন্যবাদ
সৌজন্যে:
#MovieFreakBlog

 

6 thoughts on "The Curious Case of Benjamin Button (2008) অস্কারজয়ী হলিউড – মুভি রিভিউ"

  1. Uzzal Mahamud Pro Author says:
    ভাই এটা কোনো মুভি রিভিউ হলো.???

    কোনো screen shot নেই

    1. Oliur Rahman Author Post Creator says:
      ঠিক আছে, পরবর্তী রিভিউ থেকে স্ক্রিনশট সহ মুভি রিভিউ। কমেন্টের জন্য ধন্যবাদ
  2. Mostake Contributor says:
    মুভিটা ভাল, দেখতে ধরলে খারাপ লাগবেনা।
  3. Rasel Contributor says:
    ডাইনলোড লিংক কই???

Leave a Reply