✓ Name: Chi La Sow 2018
✓ Genres: Comedy Romance
✓ Hindi dubbed available on YouTube

এক কথায় বললে ওয়াও। গত বছর এই মুভিটা ভারতে বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতে ন্যাশনাল ফ্লিম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। সাধারণ গল্পের মুভিটা অ্যাক্টিং ও মেকিং এর জন্য এমন অসাধারণ হয়েছে। মুভিটিতে নায়ক হিসেবে সুশান্ত নায়িকা হিসেবে রুহানি শর্মাসহ সাপোটিং রলে কমেডি অভিনেতা ভ্যানিলা কিশোর। মুভিটিতে অভিনয়ে তারা সবাই তাদের সেরাটা দিয়েছে। কোন অ্যাকশন নাই তাই যাদের একশন মাসালা ছাড়া মুভি ভালো লাগেনা তারা এমুভি দেখতে যাবেন না।
প্লট:
অন্য দিকে বিয়ের জন্য তার বাবা-মা বন্ধবান্ধব উঠেপড়ে লেগেছে। চলছে মেয়ে দেখাও। কিন্তু অর্জুন বার বার বিয়েতে রাজি না এবং মেয়ে পছন্দ হয়নি বলে রিজেক্ট করে দিচ্ছে। সর্বশেষে অর্জুনের মা ছেলেকে রাজি করান শেষ বারের মত মেয়ে দেখতে। এখান থেকে মূল গল্পের শুরু। শেষ মেয়ে দেখে কি অর্জুন বিয়েতে রাজি হয়েছিল বা তার জিবনের কি হয়েছিল…. তা ছবির গল্পই বলে দিবে।
ছবির গল্প জানতে আপনাকে ছবি দেখতে তাই দেরি না করে বসেপড়েন। আশাকরি সময়ের অপচয় হবে না। হিন্দী ডাব আছে ইউটিউবে এছাড়াও বাংলা সাবটাইটেল আছে।
ভাল থাকুন সুস্থ থাকুন বেশি করে সুন্দর সুন্দর মুভি দেখুন। আর ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ – অলিউর রহমান
???সৌজন্যে: MovieFreakBog ???
2 thoughts on "চমৎকার একটি রোমান্টিক কমেডি হিন্দি ডাব তেলেগু মুভির রিভিউ"