হ্যালো বন্ধুরা কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছেন।
বাংলাদেশি নাটক নিয়ে এটাই আমাদের প্রথম পোষ্ট, এই ঈদে মুক্তি পাওয়া যতগুলো নাটক -টেলিফিল্ম আমরা দেখেছি তার মধ্যে থেকে আমাদের চোখে সেরা ১০ নাটকের তালিকা করা যাক?
চলুন শুরু করি থাকুন পোষ্টের শেষ মুহূর্ত পর্যন্ত।

শুরু করা যাক বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা শাফায়েত মনসুর রানার শর্ট ফিল্ম মশাল নিয়ে,


১। মশাল
করোনাকালীন অসুস্থ রোগীদের পাশে দাঁড়াবার জন্য নিজের জীবন বিপন্ন করা স্বেচ্ছাসেবকদের গল্প, ঘরে বসে না থেকে তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেবার জন্য।
রক্তের জন্য ছুটে চলেছেন নানা প্রান্তে, পারিবারিক বাধা উপেক্ষা করে তারাই জ্বালিয়ে যাচ্ছেন মশাল অসাধারণ এই বিষয়গুলো তুলে ধরার জন্য নির্মাতাকে শুভেচ্ছা জানাচ্ছি। অনুপ্রেরণা মূলক এই গল্পে ইয়াশ রোহানের অভিনয় আপনাকে কিছুটা হলেও জাগ্রত করবেই।
মশাল দেখার ইউটিউব লিংক: https://youtu.be/RYF0UbEzeH0


২। অক্সিজেন
করোনাকালীন এক বাবা মেয়ের জীবনের গল্প, বাবা অসুস্থ হলে তাকে নিয়ে হাসপাতালে দ্বারে দ্বারে ঘুরতে হয়, কিন্তু করোনাভাইরাস ভেবে কেউ ভর্তি নিতে চায় না। এক অক্সিজেনের জন্য মেয়ের প্রিয় বাবার জীবন নিভে যাচ্ছে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফির শট ফিম অক্সিজেন প্রচারের পর থেকে ভীষণ আলোচিত।
মূল চরিত্রে জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজের সেরা অভিনয় করেছেন একথা যে কেউ স্বীকার করবেন। সেইসাথে এর সাউন্ড মিক্সিং দুর্দান্ত,

অক্সিজেন ইউটিউবে দেখার লিংক: https://youtu.be/9BMmq2H8EI8


৩। অযান্ত্রিক
করোনার কারণে স্কুল বন্ধ তবে চলছে অনলাইনে পড়াশোনা কিন্তু আগের শিক্ষকেরা কি এই প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে পারবেন?
আরো আছে অনলাইনে ক্লাস নেওয়ার বিরূপ প্রভাব এই নিয়ে আশরাফ নিপুনের করোনো জয়ের গল্প অযান্ত্রিক। স্কুলশিক্ষককের চরিত্রে ছিলেন সোলায়মান খোকা অনেক বছর ধরে অভিনয় করলেও, এই প্রথম মূল চরিত্র পেয়েছেন তিনি মেয়ের চরিত্রে ছিলেন সাবিলা নূর।
অযান্ত্রিক ইউটিউবে দেখবেন https://youtu.be/Ymulse-T-ZE এই লিংকের মাধ্যমে।


৪। জানবেনা কোনোদিন।
ঢাকা শহরের এক নব দম্পতির গল্প করোনাকালীন সময় দুজনই গৃহবন্দী, করোনাকে স্বামী খুব একটা পাত্তা না দিলেও কিন্তু স্ত্রী করোনা পজিটিভ ধরা দেয়।
সাহস যোগাতে স্বামী জানান দুইজনেরই করণা পজিটিভ বউয়ের পাশে থাকতে যেয়ে সত্যিই স্বামীর করোনা পজিটিভ ধরা পড়ে, তারপর মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় হৃদয়বিদারক গল্প ফুটিয়েছেন এই নাটকে।
অপূর্ব এবং তাসনিয়া ফারিনের অনবদ্য অভিনয় সাথে সময়োপযোগী কনটেন্ট এবারে পুরো খাপে খাপ।
ইউটিউব লিংক:
https://youtu.be/xn43myRCmeE


৫। কেন
আশির দশকের চট্টগ্রামে বেড়ে ওঠা দুই তরুন- ভালোবাসার গল্প, শৈশবের তৎকালীন রক্ষণশীল আত্মার মাঝেও দুইজন দুইজনকে ভালোবেসে ছিলেন।
কিন্তু ছেলে ফিরিয়ে দিয়েছিলেন মেয়েকে কিন্তু কেন? বড় বেলায় অনেক বছর পর আবার তাদের দেখা মেয়ের মনে সেই একই প্রশ্ন কেন তাকে ফিরিয়ে দিয়েছিল।

গীতিকার আসিফ ইকবাল এর রচনায় এই ঈদের অন্যতম আলোচিত নাটক “কেন” প্রচারের আগ থেকেই ছিল দর্শকদের আগ্রহের শীর্ষে।
মূল চরিত্রে মেহজাবিন ও তৌসিফ মাহবুব এর নজরকাড়া অভিনয় সঙ্গে বড় বেলায় আফরান নিশোর পাশাপাশি ঈশিতার উপস্থিতি আমাকে বেশ অবাক করছে।
কেন ইউটিউবে দেখার লিংক: https://youtu.be/dRhXSUV-o34

Paypal ,Skrill, Neteller, Bitcoin সহ ইত্যাদি ডলার কেনা বেচা করুন ১০০% নিরাপদে এই ফেসবুক পেজ থেকে !

পোস্টটি ভাল লাগলে লাইক করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন! পোস্টটি দ্বিতীয় পর্ব চাইলে কমেন্ট বক্সে লিখবেন।
আজকের মতো এই পর্যন্তই ভাল থাকুন আল্লাহ হাফেজ।

3 thoughts on "এ সময়ের সেরা ৫টি নাটক | যেগুলো দেখতে বসলে নড়েচড়ে বসতে ভুলে যাবেন।"

  1. Abdus Sobhan Author says:
    uniqe post topic jai hok kisu funny natoker nam bolte paren?
  2. Mazharul Contributor says:
    অসাধারণ পোষ্ট।

Leave a Reply