আসসালামু আলাইকুম

কেমন আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন।আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি,বরাবরের মত আবারো নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, আশা করি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যায় মূল পোস্টে।

Navana CNG Limited- এ এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম– Shift Engineer / Jr. Shift Engineer

পদসংখ্যা– ০৬ জন

শিক্ষাগত যোগ্যতা–

Diploma in Mechanical
Diploma in Electrical

দায়িত্ব –

গ্যাস রিফিউয়েলিং স্টেশন চালানোর জন্য সমস্ত সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে হবে।
প্রয়োজনীয় সামগ্রীর লগ বই এবং বিদ্যুতের বিল মেইনটেইন করতে হবে।

পর্যায়ক্রমে স্টেশনগুলির খুচরা যন্ত্রাংশের প্রতিবেদন এবং ব্যয়ের প্রতিবেদন বজায় রাখতে হবে।
রক্ষণাবেক্ষণ টিমের সাথে প্রয়োজনে কাজ করতে হবে।
স্টেশনটির পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্যকরণের কাজ তদারকি করতে হবে।
প্রতিবেদন তৈরি, ডেটা বিশ্লেষণ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় এবং অপারেশন সম্পর্কিত সমস্যার সমাধান সংক্রান্ত কাজগুলি করতে হবে।
সাইটের অপারেশনগুলির জন্য প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।
প্রয়োজনীয় কাজের জন্য সুপারভাইজারকে সহায়তা করতে হবে।
সিস্টেমগুলির যথাযথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দলের সদস্যদের পরিচালনা ও অনুপ্রাণিত করতে হবে।
ইউটিলিটির পারফরম্যান্স মেট্রিকগুলির বিকাশ, রক্ষণাবেক্ষণ এবং প্রতিবেদন জমা দিতে হবে।
সুপারভাইজারের নির্দেশমত যখন প্রয়োজন তখন অন্য কাজ সম্পাদন করতে হবে।
অন্যান্য প্রয়োজনীয়তা –

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

কাজের ধরণ – ফুল টাইম

বেতন – আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ –

মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি (Gratuity), ওভার টাইম
বেতন পর্যালোচনা – বাৎসরিক

উৎসব বোনাস – ২টি
আবেদনের সময়সীমা – ২৫ সেপ্টেম্বর, ২০২০

আবেদন পদ্ধতি:

বিডিজবস এ নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে আবেদন করতে পারবেন।
সিভির সাথে অবশ্যই আপনার ছবি সংযুক্ত করুন।

আজ আর নয়। আমার লেখাতে কোন ভুল থাকলে ক্ষমা করে দিবেন। পোস্ট টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন,পজিটিভ কমেন্ট করে author দের উৎসাহিত করবেন,পোস্টে কিছু না বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন , আমি চেষ্টা করবো সাথে সাথেই সমাধান দিতে,আর একটি কথা আজেবাজে কমেন্ট করে author দের পোস্ট করার মানসিকতা নষ্ট করে দিবেন না কারন একটি পোস্ট লিখতে কতটা কষ্ট হয় সেটা একজন পোস্ট রাইটার ই ভালো করে বোঝেন। মনোযোগ দিয়ে পোস্ট পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।,খোদা হাফেজ

Leave a Reply