সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি মুভি। মুভিটি ইতালি ভাষায় তৈরি। বর্তমানে মুভিটির IMDB রেটিং 8.6 এবং IMDB তে শীর্ষ মুভির মধ্যে এর রেঙ্ক ২৬ তম।বুঝতেই পারছেন এটি কত জনপ্রিয়তা পেয়েছে।

মুভিটি মূলত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের হলোকস্টের ধারনা নিয়ে তৈরি। হিটলারের নাৎসি বাহিনীর নির্মম হত্যাকান্ডের মধ্যেও বাবা এবং ছেলের অসাধারণ ভালোবাসার চিত্র ফুটে উঠেছে।পুরো মুভির মজা পেতে হলে অবশ্যই আপনাকে মুভিটি দেখতে হবে।

মুভিটি ডাউনলোড করার জন্য প্রথমত গুগল প্লেস্টোর থেকে utorrent ডাউনলোড করে নিন। আর পিসি হলে গুগলে সার্চ করুন utorrent লিখে তারপর তাদের অফিসিয়াল সাইটে ঢুকে সফটওয়্যারটি ডাউনলোড করুন। কারণ আমি টরেন্টের লিঙ্ক দিয়েছে তাই utorrent না থাকলে ডাউনলোড হবে না। utorrent ডাউনলোডের পর নিচের download now তে ক্লিক করে ফাইলটি utorrent অ্যাপে খুলুন।ব্যাস কাজ শেষ।

Download Now

মুভিটি ইতালি ভাষায় তাই bangla subtitle ডাউনলোড করে নিন।আশা করি মুভিটা আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডির সাথে থাকুন।

 

4 thoughts on "Life is beautiful মুভি ডাউনলোড করুন সাথে রয়েছে বাংলা সাবটাইটেল।"

  1. Lipon Islam Author says:
    ভাই এটা কি রিভিউ ছিল…?
  2. Shakib Prodhan Contributor says:
    The pursuitr of happiness er link ta diben bhai 300-400 mb er modde
    1. Farhan Monsur Author Post Creator says:
      ঠিক আছে। চেষ্টা করবো।
  3. এইটা কিভাবে রিভিউ হলো???
    আর যারা টরেন্ট থেকে ডাউনলোড করতে পারেন না তারা FilmyBRO থেকে ডাউনলোড করতে পারবেন

Leave a Reply