দূর সম্পর্কের এক আত্মীয়র সঙ্গে প্রেম করায়
নিজের বোনের শিরশ্ছেদ করলো ভাই।
অপরাধের শাস্তি হিসেবে শুধু শিরশ্ছেদই
করা হয়নি, বোন ফুল জাহানের সেই রক্তাক্ত
মাথা নিয়ে সারা গ্রাম ঘুরে দুই ভাই গুল
হাসান ও নানে হাসান।
ভারতের উত্তরপ্রদেশের পারাউর থানার
অন্তর্গত শাহজাহানপুর জেলার বামানি
চৌকি গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, অনেকদিন ধরেই ফুল জাহান
প্রেম করছিল তার সম্পর্কিত এক ভাইয়ের
সঙ্গে। এমনকি সেই ভাইকে বিয়ে করার

জন্যও সিদ্ধান্ত নেয় ফুল। কিন্তু কিছুতেই তা
মেনে নিতে পারেনি তার দু’ভাই গুল ও
নানের।
তারা প্রথমে বোনকে এই সম্পর্ক থেকে বিরত
থাকার নির্দেশ দেন। কিন্তু বোন সে কথা
কানে নেয়নি। গত সোমবার দুপুরে ফুলকে
ছেলেটির বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে
দেখে। তারা এও জানতে পারে, মেয়েটি
রাত কাটাবে ছেলেটির সঙ্গে।
আর এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতেই দুই
ভাই বোনকে সেখান থেকে বের করে এনে,
তার শিরশ্ছেদ করে। তারপর সেই রক্তাক্ত
মাথা নিয়ে সারা গ্রাম ঘুরে বেরিয়ে
গ্রামবাসীকে দেখায় এবং চিত্কার করে
বলতে থাকে, ‘এই নাও সবাই দেখো প্রেমের
শাস্তি হলো এটাই।’
তবে পুলিশ দুই ভাইয়ের কারও বিরুদ্ধেই
কোনো চার্জ গঠন করেনি। এমনকি তাদের
গ্রেপ্তারও করেনি।
৯ ভাইয়ের মধ্যে ফুল ছিল একমাত্র বোন। এর
মধ্যে ছয় ভাই কাজ করেন দিল্লিতে। অবশ্য
ঘটনার দিন তাদের বাবা-মা উপস্থিত ছিলে
না।

Sponsed : TUNERWEB.TK

Leave a Reply