আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন । আমি কথা বাড়াবোনা সরাসরি চলে যাব মূল পোস্টে আজকের পোস্টের মূল বিষয় হচ্ছে::
Raven Agro Chemicals Limited Job Circular 2020
Electrical Engineer
পদের নাম – Electrical Engineer
পদসংখ্যা – অপ্রকাশিত
শিক্ষাগত যোগ্যতা – Diploma in Electrical
দায়িত্ব –
কাজের পদ্ধতি এবং উত্পাদনশীলতার উন্নতি করতে পারে এমন উপযুক্ত সরঞ্জাম এবং সরঞ্জাম সনাক্তকরণ।
অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সার্ভিসের দায়িত্ব নিতে হবে।
প্রকল্পে সমস্যা ও ব্যর্থতা বিশ্লেষণকরণ এবং সমস্যা আর পুনরায় না ঘটে তা নিশ্চিতকরণ।
সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করার জন্য অন্যান্য রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তির সাথে সমন্বয় করতে হবে।
কাজের অগ্রগতি এবং বাজেটের বিষয়ে কর্তৃপক্ষকে রিপোর্ট করতে হবে।
কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করতে হবে।
বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক্সে আইডিয়া থাকতে হবে।
সাব – স্টেশন, জেনারেটর এবং ফায়ার ফিটিং সরঞ্জামগুলির রক্ষণাবেক্ষণ করতে হবে।
বৈদ্যুতিক সামগ্রী অনুমানের কাজ করতে হবে।
অভিজ্ঞতা –
ন্যূনতম ১ বছর।
সদ্য পাশকৃতরাও আবেদন করতে পারবে।
অন্যান্য প্রয়োজনীয়তা –
বয়স ২০ থেকে ২৮ বছর।
শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
ফ্রেশারদেরও আবেদন করতে উত্সাহ দেওয়া হচ্ছে।
আবেদনকারীদের মধ্যে “বৈদ্যুতিক এবং যান্ত্রিক ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে” অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
যোগাযোগের ভালো দক্ষতা থাকতে হবে।
প্রার্থীদের চাপের মধ্যে কাজ করতে হবে।
কাজের ধরণ – ফুল টাইম
কর্মস্থান – অফিস
কর্মক্ষেত্র – নারায়ণগঞ্জ
বেতন – আলোচনা সাপেক্ষে
সুবিধাসমূহ –
মোবাইল বিল, ট্যুর ভাতা, ওভার টাইম ভাতা
বেতন পর্যালোচনা – বাৎসরিক
উৎসব বোনাস – ২টি
আবেদনের সময়সীমা – ২৭ নভেম্বর, ২০২০
সিভির সাথে অবশ্যই আপনার ছবি সংযুক্ত করুন।
Company Information–
Raven Agro Chemicals Limited Address : Corporate Office : Principal Park , Dkaka Nibash ( 6th ,7th floor), 11/7G, Free School Street < Kathal Bagan < East Dhanmondi ,Dhaka-1205. Tel : 9632181 ,9632182 ,9677026 . Email : [email protected] . In font of Boshundhara City . Dhaka- 1205
Web : www.ravengroupbd.com
এছাড়া বিডিজবস প্রোফাইল থেকেও আবেদন করা যাবে।
3 thoughts on "Raven Agro Chemicals Limited Job Circular 2020 – Raven Agro Chemicals Limited – এ ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে।"