Bleach এনিমে রিভিউ
DETAILS
Name:Bleach
Writer: Tite Kubo
Genre:Action, Comedy, Shounen, Super Power, Supernatural.
Episodes:366
Duration:20-24 Minutes
Language: Japanese, English
Rating: 8.1/10
BANGLA REVIEW
SPOILER ALERT
কুরোসাকি ইচিগো নামে একজন 15 বছর বয়সী কিশোর পেত্নী/ ভূত / মৃত্যু দূত দেখার ক্ষমতা রাখে। যাত্রা শুরু হয় যখন ইচিগো প্রথম শিনিগামি (সোল রিপার) রুকিয়া কুচিকির সাথে দেখা করেন। আসল বিশ্বে তার লক্ষ্য হ্যাওল নামক দুষ্ট আত্মার সন্ধান করা, তারপরে সেগুলি ধরা।
রুকিয়া যখন ইচিগোয়ের সাথে প্রথম সাক্ষাত করে, তখন সে দেখতে পায় ইচিগোর নিজের আত্মার মধ্যে একটি দুর্দান্ত ক্ষমতা রয়েছে। ঘটনা ক্রমে (হওল) এর পেছনে যাওয়ার সময় রুকিয়া কুচিকি আহত হয়ে পড়ে এবং একই সময় নিজেদের বাঁচাতে রুকিয়া কুচিকি তার (সোল রিপারের) পাওয়ার কুরোসাকি ইচিগো কে দিয়ে দেয়। রুকিয়া কুচিকি তার পাওয়ার বেক না পাওয়া পর্যন্ত কুরোসাকি ইচিগো এর সাথেই পৃথিবীতে বসবাস করতে থাকে।
গল্পটির শেষ এখানেই নয়, (সোল রিপার) দের দুনিয়াতে রুকিয়া কুচিকির খোঁজ হতে থাকে এবং পৃথিবীতে আরো ২ জন (সোল রিপার) পাঠানো হয়, (সোল রিপার) দের নিয়ম অনুসারে কেউ যদি তার পাওয়ার অন্য কাউকে দেয় তবে তাকে পেতে হবে মৃত্যু দ্বন্দ্ব এর মত কঠিন শাস্তি। কি হবে? যখন নতুন (সোল রিপার) ২ জন জানতে পারবে রুকিয়া কুচিকির পৃথিবীতে এসে তার পাওয়ার দিয়ে দেয়ার কাহিনী।
গল্পটি বাঁকানো এবং ঘুরানো, উত্তেজনা এবং ইমোশন, বন্ধুবান্ধব এবং শত্রু এবং সর্বোপরি গুরুত্বপূর্ণ, সিরিজের প্রত্যেকটিতেই অনেকরকম সুপার পাওয়ার রয়েছে ।
ওয়ান পিস দেখেন ৯৬৯ এপিসোড চলে এখন
2.fullmetal alchemist BH
3.Erased
4.Gintama
5.elfen lied
6.one piece
7.Attack on titan
8.death note