মানুষের কষ্টের গণ্ডি বড় হতে হতে একটা সময় পর সেই কষ্টের আর কোন গ্রন্ডি থাকেনা । ঘন ঘন আসা জ্বর যেমন প্যারাসিটামল খেলে সারে না। তেমনি এই ধরনের কষ্টের কোন ওষুধ থাকে না। কষ্ট পাওয়াটাই তখন অবধারিত হয়ে যায়।
আচ্ছা দুটো প্রশ্ন করি এক তোমার সেই মানুষগুলোর কথা মনে আছে যাদের তুমি অনেক ভালোবেসেছিলে। তোমার পরিবারের কেউ ছিল বা তোমার খুব কাছের কোন বন্ধু যিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাকে চাইলেও আর কোনদিনও তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাকে চাইলেও আর কোনদিনও তুমি দেখতে পাবে না। তোমার মনে আছে তার কথা মনে পড়ে তার কথা?
দুই তোমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে। হুম্ম তোমার ছোটবেলার কথা। যখন তুমি প্রথম হাঁটা শিখলে অথবা তুমি প্রথম সাইকেল চালানো শিখলে। বেশামাল হয়ে সাইকেল থেকে পড়ে যাওয়ার সময় হাত পা কেটে গেছিল তারপর খুব কেঁদেছিলে হাঁটতে গিয়ে পড়ে গেছিলেন তখনো কেঁদেছিলেন আসলে খেয়াল করে দেখেছো যে তখন শুধুমাত্র সাইকেল চালানো হাঁটা তাই তুমি শেখো নি তার পাশাপাশি তুমি শিখেছ কি করে কষ্ট পেতে হয় কষ্ট পাওয়ার অনুভূতি টা কিরকম তুমি সেটা শিখেছো। কষ্ট পেলে ঠিক কিরকম লাগে তুমি শিখেছো। ব্যথা পেলে ঠিক কি রকম লাগে তুমি শিখেছ ভেবে দেখেছো কখনও আসলে আমি মনে করি ব্যথা পাওয়ার প্র্যাকটিস কষ্ট পাওয়ার প্র্যাকটিসটা তখন থেকেই শুরু হয়ে গেছে আমাদের তারপর থেকে আমরা কষ্ট পাওয়ার প্র্যাকটিসে বেঁচে আছি এবং একটা কষ্টদায়ক ভালো থাকা নিয়ে বেঁচে আছি.
কোন একজন মানুষের পরিবারের কেউ মারা গেলে কয়েক বছর বাদে যখন থেকে জিজ্ঞাসা করা হয় কেমন আছো। দেখবে সে দিব্বি উত্তর দেয় ভালো আছি। আসলে কিন্তু তার কষ্টের বোঝা বেড়েই চলেছে দিন দিন। তাও সে ভালো আছে কারণ ভালো থাকতে হয়। আজকে আমি এমন কয়েকটা কথা বলব যে কথাগুলো হয়তো আমাদের লাইফে অনেক চেইঞ্জ আনতে পারে এই লিখাটিতে এমন কিছু ছোট ছোট কথা আমি বলব যে কথাগুলো হয়তো তোমাদেরকে অনেকটা ভাবাবে যারা শেষ পর্যন্ত থাকবে তারা তাদের দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাবে।
আল্লাহ হাফেজ।
Erokom aro chai vai educative……
আমি আমার যথা সাধ্য চেষ্টা করবো।