নিজের শারীরিক চাহিদা গুলোকে পূরণ করবার জন্য যেই মানুষটা অন্য একজন মানুষের ইমোশন কে নিয়ে খেলে। যে মানুষটা অন্য একজন মানুষের জীবনকে নিয়ে খেলে। সে মানুষটার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। মানে হতেই পারে একটা মানুষের অন্য একজন মানুষের প্রতি ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকতেই পারে। এরকম ন্যাচারাল একটা বিষয় এবং এই বিষয়টা যখন এরকম পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে একজন মানুষ অন্য একজন মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেয়। যে আমার তোমায় ভালো লাগে আমি তোমায় ভালবাসি আমি তোমায় বিয়ে করতে চাই ইত্যাদি এবং উল্টো দিকের মানুষটা যখন এই মিথ্যে প্রতিশ্রুতি তে পা বাড়ায়। তারপর যখন একজন মানুষ তাকে ব্যবহার করে সময় মতো তাকে ছেড়ে দিয়ে ইউজ করে ফেলে দিয়ে চলে যায়। তখন সে মাবুষটার থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ হয় না। মানে তুমি ভাবো একজন তো নিজের সেল্ফ স্যাটিসফ্যাকশন এর জন্য। নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য অন্য একজন মানুষকে ব্যবহার করলো। কিন্তু যাকে ব্যবহার করল তার অবস্থাটা কীরকম সে কি কি হারালো? সে কী কী হারালো দেখো সে তো তার জীবনের মূল্যবান সময় হারালো যেটা সে কোনদিনও তা ফেরত পাবে না। দুই নম্বর সে তার শক্তি হারালো। তিন নম্বর বিশ্বাস হারালো মানুষের উপর থেকে এবং মানুষের উপর থেকে বিশ্বাস যখন একবার তোমার হারিয়ে যাবে তখন সে বিশ্বাস কে আবার ফিরে পাওয়া বড় কঠিন বিষয়। একজন মানুষের বিশ্বাস ভেঙে চলে যাওয়ার পর আরো দশটা মানুষকে বিশ্বাস করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তখন মনে হয় পৃথিবীর সব মানুষ একইরকম সবাই। মানে এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহ ঘুরে বেড়াচ্ছে। এই ধরনের ঘটনা তোমার আশেপাশে বহু রয়েছে। অনেকে প্রকাশ করেছে অনেক মানুষের প্রকাশ করতে লজ্জা পেয়েছে যে তাকে একজন ব্যবহার করে চলে গেছে। কিন্তু এ ধরনের ঘটনা অহরহ অনেক আমাদের চারপাশে। এই যে ঘটনা এই ঘটনাটার মেইন প্রবলেমটা কোন জায়গায়? এই সমস্যাটিকে আজকে আমরা খুজে বের করব এবং এই প্রবলেমটা কে কিভাবে সলিউশন বের করা যায় প্রবলেমটার সেটার ভেতরে যাবো। এই কথা গুলো অবশ্যই শেয়ার করবে তোমার আশেপাশের বন্ধু-বান্ধব তোমার ভাই-বোন প্রত্যেকের সাথে। যাতে তাদের মধ্যে এই প্রবলেমের সলিউশন ঢোকে এবং আজকে  কিন্তু একটা অন্যরকম সলিউশনের কথা বলব। আজকের যে সলিউশন টা তোমাদেরকে খুব ব্রণ্ড মেন্টালিটি নিয়ে খুব ব্রড মাইন্ডে শুনতে হবে ওকে মন দিয়ে কথা গুলো শুনুন এবং তারপর বিচারকরো। এই প্রবলেম টার সলুউশানটা কোথায়? সলুউশানটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ চেঞ্জিং পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করে লাইফের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করা যায়।  প্রচুর যেকোন সমস্যার সমাধান তুমি পয়েন্ট চেঞ্জ করে পারবে পরে কথা বলব এইটা নিয়ে।

এই ক্ষেত্রে কি করে পয়েন্ট অফ ভিউ চেঞ্জ টাকে আমরা কাজে লাগাবো। এই থিয়রিটিটাকে কিভাবে কাজে লাগাবো। প্রথমতো জানতে হবে What is sex. খুব ক্লিয়ার খুব পানির মতো স্বচ্ছ একটা আইডিয়া রাখতে হবে। এবং হোয়াট ইজ সেক্স এটার পানির মতো স্বচ্ছ আইডিইয়া কী? একই যেরকম ভাবে তোমার বাথরুম পেলে তুমি বাথরুম যাও। ঠিক যেরকম ভাবে তোমার খিদে পেলে তুমি খাও এমন সেক্স একটা শারীরিক কার্যকলাপ। আর কিছু না এটা একদম পানির মতো স্বচ্ছ একটা কনসেপ্ট যেটা তোমার বেঁচে থাকবার জন্য একটা বেসিক নিড খাদ্যের মতোই। এবার নিড যখন বললাম তাহলে নিড থেকে আর একটা কথা আছে সেটা কি নিড আর ওয়ান্ট মধ্যে ডিফারেন্স। নিড কি জিনিস তোমার বেঁচে থাকবার জন্য যে জিনিস টা প্রয়োজন সেটা হচ্ছে তোমার নিড। আর ওয়ান্ট কি জিনিস তুমি দিব্যি বেঁচে আছো তাও তুমি তোমার বেঁচে থাকাটাকে আরো রঙিন করতে চাও তখন তুমি যেই জিনিস গুলো চাইছো সেগুলো হচ্ছে তোমার ওয়ান্ট।

মানে নিড ছাড়া তুমিবেঁচে থাকতে পারবে না। বাট ওয়ান্ট ছাড়া কিন্তু তুমি বেঁচে থাকতে পারো। তো মানুষের মধ্যে যখন এই কনসেপ্টটা ক্লিয়ার থাকেনা যে সিক্স ইজ এ নিড এ্যান্ড ইট ইজ নট মাই ওয়ান্ট। তখন এই ধরনের সমস্যা আমাদের সমাজে বাড়ে। একজন মানুষ যে আমি তার নিজের self-satisfaction এর জন্য নিজেকে এক্সপ্লোর করবার জন্য আমি  অন্য একজনকে ব্যবহার করতেই পারি। আমি অন্য একজনের মন নিয়ে খেলতে পারি আমি তার সাথে ৫ দিন একটা সম্পর্ক রেখে কয়েকমাস একটা সম্পর্ক রেখে আমি তাকে ছেড়ে দিয়ে চলে যেতেই পারি। আমার নিজেরতো self-satisfaction হয়ে গেলো। এটার মেন প্রবলেমটা এই বেসিক শিক্ষাটা তে যে এটা নিড ওয়ান্ট নয়। তাই জন্যই অনেক মেসেজ আসে যায় অনেকের কাছে সেন্ড মি নুড পিকচারস। এ ধরনের এসএমএস এখনো পর্যন্ত টাইমলাইন টাইমলাইন ইনবক্স ইনবক্স ঘুরে বেড়ায়। বুঝতে পেরেছো বেসিক প্রবলেমটা কোথায়?

বেসিক প্রবলেমতা সোশাইটি লেভেলে শিক্ষার লেভেলের। এই প্রবলেমের সলিউশন টা কোথায় সেকেন্ড সলিউশন টা হচ্ছে আমাদের সোসাইটি এবং আমাদের সোসাইটি কিভাবে এই বিষয়টাকে দেখছে যদি আমরা ছোটবেলা থেকে একটূ সেক্স এডুকেশন আমাদের পড়ানো হতো আমাদের যদি ছোটবেলা থেকে পড়ানো হতো যে।  কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ। তাহলে আমাদের দেশে এত রেপ হতো না। তাহলে আমাদের দেশে নিজের অজান্তেই এত মেয়ে ছোটবেলায় তার বড়দের কাছে রেপ হতে হতো না তাকে। এরকম ঘটনা আমাদের সমাজে অনেক। এটা সমাজের একটা অন্ধকার দিক। যে জিনিসটাকে নিয়ে লোকে কথা বলতে চায় না যে জিনিসটাকে লোকে এড়িয়ে যেতে চাই। খালি নিউজ পেপারে হেডলাইন হয় । খেয়াল করে দেখবে আমাদের সোসাইটিতে এই বিষয়টাকে নিয়ে কথা বললেই সবাই কেমন একটা মুখ ছিটকে বেরিয়ে যায় সবাই কেমন একটা থাক থাক এসব আলোচনা বন্ধ কর। হ্যা এই ব্যাপার টা নিয়ে কথা বলতে আমরা অদ্ভুত ব্যবহার করে থাকি। ঐ যে বললাম বেসিক সমস্যা শিক্ষায়। এটা একটা সিম্পল জিনিস মানুষের বেচে থাকার জন্য। এই ব্যাপারটাকে বুঝতে হবে। একটা বাচ্চার সামনে একটা গোটা সোশাল মিডিয়া খোলা। আরে ভাই তোমার সামনে সোশ্যাল মিডিয়াতে সমস্ত নোংরামী রয়েছে সেখানে বাচ্চার সামনে যখন খোলা সেতো স্ক্রল করতে করতে সবকিছু। ভালো জিনিস গান শুনছে যেমন তেমন সে একটা নোংরা জিনিস দেখছে তাইনা। যখন ফ্যামিলির সাথে সে টিভি দেখতে বসছে ছিনেমা দেখতে বসছে হিন্দি সিনেমাতে কী কোনো ধরনের সেক্সুয়াল সিন থাকে না? এগুলো কেউ দেখছে না আমরা জানি সবাই। সবাই আমরা জানি যে সবাই সবকিছু জানে না কিন্তু আমরা ভান্ডামী করি কী রকম যে আমরা কেউ কিছু জানিনা। তোমার সামনে দাঁড়িয়ে একজন কন্টিনিউ তোমাকে মিথ্যা কথা বলে যাচ্ছ তুমি সত্যিটা জানো কেমন একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তুমি বলতো।

এটা নয় যে খুল্লাম খুল্লা ব্যাপারটা চলবে। মানে ব্যাপারটা হচ্ছে যে ব্রড মেন্টালিটি নিয়ে ভাবতে হবে। ওপেন মাইন্ডে থাকতে যেই জিনিসটা নেচারাল সেটাকে নেচারাল ভাবে জানতে হবে। তাহলে অনেক ধরনের প্রবলেম সমাজ থেকে চলে এবং এই ন্যারাল ভাববে কী করে সমাজ। আমরা প্রত্যেকে যখন ন্যাচারাল ভাবে ভাবতে শুরু করবো। তখন সমাজ ব্রড মেন্টালিটি নিয়ে ভাবতে শুরু করবে। তাছাড়া পারবে না। কোনদিনও হবে না।

থার্ড প্রবলেমের সলিউশন টা কি থার্ড সলিউশন টা হচ্ছে রেসপন্স। একজন মানুষ যখন কিছুদিনের সম্পর্কে তাকে যখন ইউজ করছে। ফিজিক্যালি তার সাথে সম্পর্কে যেতে চেষ্টা করছে একজন মানুষকে তো এক বছরে চেনাই যায় না। উল্টো দিকের মানুষ টার সাথে হ্যা মিলিয়ে তালে তাল মিলিয়ে চলে গেল তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবার হ্যাঁ ধোর ব্যাপারটা এমন হল যে দুটো মানুষ দুটো মানুষের মধ্যে সম্মতি আছে একজন মানুষ বলছে হ্যা আমার জাস্ট এইটুকুনি চাই অন্য একজন মানুষ বলছে জাস্ট এইটুকু নিয়ে যাই তখন ব্যাপারটা অন্যরকম। তখন ব্যাপারটা তাদের দুজনের ব্যাপার । এডাল্ট মানুষ তাদের ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার । সেটা তো আমাদের কারো কিছু বলার নেই। আমরা কেনই বা বলব তাদের ব্যক্তিগত ব্যাপার সেগুলো । কিন্তু আমার বক্তব্য যখন একজন মানুষ অন্য একজন মানুষের ইমোশন কে নিয়ে খেলছে ইউজ করে ছেড়ে দিচ্ছে। এই পুরো ভিডিওটাই তার উপর ছিল ক্লিয়ার। তাহলে এক নম্বর পয়েন্ট অফ ভিউ চেঞ্জ। দুই নম্বর সোসাইটিকে আরো ব্রড মাইন্ডেড হতে হবে এবং তিন নম্বর রেসপন্স বুঝে করতে হবে। এক মাসের সম্পর্কে যদি তোমাকে বলে দিল সে তোমাকে ভালোবাসে তোমার সাথে ফিজিক্যাল হতে হয়ে গেলে। এখন ছেড়ে চলে গেল তুমি তখন দুঃখ পেলে এগুলো করলে হবেনা। তোমাকে একটা ডিসিশনে আসতে হবে আমি যাবে না মানে যাবে না। আর তুমি যদি চাও যে আমি যাবো চলে যাবো। পরে গিয়ে আর কিছু করতে পারবে না সেখানে সেটা নিয়ে। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে প্রবলেম সলিউশন

আল্লাহ হাফেজ।

15 thoughts on "সেক্স(SEX) নিয়ে স্বচ্ছ ধারনা থাকা জরুরি। Bengali Motivational Speech"

  1. HASAN BEN Contributor says:
    valo lekhesen fahad sir !!
    Thank You!!
    1. From Fahad Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  2. From Fahad Contributor Post Creator says:
    আল্প বয়সি কাদের বলছেন?
    যারা অল্প বয়সি তারা এই ওয়েব সাইট এ আসতো না । আর যারা আসে তারা কিছু শিখার জন্যই আসে।
    আর এই বিষয়টা সবারই জানা উচিত। আর আমি এই লিখা গুলোতে খারাপ কিছু বলিনি।
  3. ww3w Contributor says:
    hm apni thik bolecen.amio kom boyoser moddhe ekjon.sokale jokhon ami post er title dekhlam amio kharap post vebe eriyegecilam.but pore mone holo trickbd te tw kharap post deya nised tai porlam.
    1. Mizu Author says:
      Thik Blecen, Ami Tai Comment Kre Feleclam. Kintu Trickbd’r J Emno Visitor Ace, Jara Manuske NirdidhaTe Bina Bakke Omanus Ble Felte Pare, Ta Ekhn Dkhlam.
  4. Taufik Hasan Contributor says:
    Khub valo hoice.
    1. From Fahad Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  5. kawsar Contributor says:
    এটা ওদের জন্যই দেওয়া হয়েছে । আপনি কি পুরোটা পড়েছেন? না পড়লে পড়ে নিন। আর যদি পড়েই মন্তব্য করেন তাহলে বলব আপনি আর জীবনেও মানুষ হবেন না।
  6. Akondo Subscriber says:
    বাজে প্যাঁচাল
  7. hcryt Contributor says:
    খুব ভালো লাগলো। আমাদের সমাজে আপনার মতো আরো ব্রড মাইন্ডেড মানুষ দরকার। আমি চাই ট্রিকবিডি ও অন্যান্য মাধ্যমে এই সেক্স এডুকেশন নিয়ে বেশি বেশি পোস্ট হোক আর আমাদের শিক্ষাব্যাবস্থায় সেক্স এডুকেশনকে গুরুত্বের সাথে বাচ্চাদের শিখানো হোক।
  8. SM MUNNA Author says:
    English content google theke Bangla translate kore pst kore dichen?
    1. From Fahad Contributor Post Creator says:
      ভাইয়া এটা কোন ইংলিশ কন্টেন্ট লিংকটা একটু দিবেন।
  9. ishan Contributor says:
    sm munna translate কই’রে ছা’ইরে দিছে নিকি!!
    পুরা,ই বে’চা’রা
  10. From Fahad Contributor Post Creator says:
    আমি এই লিখাটা ইংরেজী কোনো আর্টিকেল থেকে কপি করে দিই নি। SM MUNNA ভাই আপনি যেই লিংকটা দিয়েছেন সেই এই লিখাটি Trickbd থেকে কপি করেছে। আর Ishan ভাই সম্পুর্ন ভালোভাবে জেনে কিছু বলবেন।
    আসা করি Trickbd সাপোর্টটিম বিষয়টি দেখবে।

Leave a Reply