আমার দেখা টপ ২১ টা কোরিয়ান মুভি নিয়ে আমি এই লিস্টটা করেছি। সবগুলো মুভিই হাইলি রিকমান্ডেট।

 

~সীমিত স্পয়লার এলার্ট~

 

21: Fabricated City(2017)

PR: 7.5/10

G: Hacking,thriller

একটা সিন্ডিকেট সাধারণ মানুষের বিভিন্নরকম তথ্য সংগ্রহ করে তাদের মার্ডার এর আসামি বানিয়ে মেইন আসামিদের বাচিয়ে দেয়।নায়ক তাদের জালে জড়িয়ে পড়ে।তারপর?

 

20: A Bittersweet Life(2005)

PR: 7.5/10

G: Gangster,Action,thriller

নায়ক তার বসের প্রেমিকাকে ভালোবেসে ফেলে। তারপর?

 

19:A Man From Nowhere(2010)

PR:8/10

G:Action,thriller

একটা বাচ্চা মেয়েকে একটা গ্যাং কিডন্যাপ করে একজন সাবেক ডিফেন্স কর্মকর্তা একাই তাকে উদ্ধার করতে পুরো গ্যাং এর সাথে লড়াই করে।

 

18: A Dirty Carnival(2006)

PR: 8/10

G: Gangster,Action,thriller

বড় কিছু করতে হলে গ্যাংস্টারদের মত সাহস থাকতে হয়।এই মুভিতে পাবেন হুটহাট আর উরাধুরা সব একশন।

পাবেন ছোট থেকে বড় গ্যাংস্টার হয়ে উঠার গল্প ও তার করুণ পরিণাম।

 

17:Gangnam Blues(2015)

PR:8/10

G:Gangster,Action,thriller

‘????? ????? ?? ?????, ????? ?? ?????—??? ????? ????? ?? ?????, ????? ?? ? ?????’দুইজন নিঃস্ব অনাথ বন্ধুর গ্যাংস্টার হয়ে উঠার গল্প। এই সিনেমার অন্য আকর্ষণ হল গ্যাং ফাইট।

 

16:The Gangster The Cop The Devil(2019)

PR:8.2/10

G:Gangster,Action,thriller

সাইকো সিরিয়াল কিলার মাফিয়া বসকে মারতে গিয়ে ব্যার্থ হয়। পরে তাকে ধরতে পুলিশ ও মাফিয়া গ্রুপ একসাথে কাজ করে। শেষ পর্যন্ত কি পারে তাকে খুজে বের করতে!

 

15:The Outlaws(2017)

PR:8.2/10

G:Gangster,action

এই মুভিতে নায়ক Don-Lee আর ভিলেন yoon kye-sang এদের এটিটিউড আর একশন সম্পর্কে তো সবাই জানেন। মুভিটা পুরো টাইম প্রচুর ভায়োলেন্সে ভরপুর।

 

14:The Handmaiden(2016)

PR:8.2/10

G:thriller

মুভিটা তিনটা প্লটে করা হয়েছে। প্রতিটা প্লটে আলাদা আলাদা স্পয়লার পাবেন। তবে কিছু ১৮+ জায়গা রয়েছে।

 

13:The Chaser(2008)

PR:8.5/10

G:thriller

একজন সাইকো সিরিয়াল কিলার বিভিন্ন জায়গা থেকে ১০+ মেয়ে যৌনকর্মদের ভাড়া করে নিয়ে গিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। পুলিশের কাছে ধরা পড়লে সে সব সত্য বলে দেয় তবে কেউ তা বিশ্বাস করে না এবং প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দেয়। শেষ পর্যন্ত কি প্রমান আসবে পুলিশের হাতে!

 

12:Miracle In Cell No 7(2013)

PR:8.5/10

G:Drama

খুব ইমোশনাল মুভি। একজন মানুষিক প্রতিবন্ধী বাবা ও তার ছোট মেয়ের কাহিনি। বাবাকে মিথ্যা হত্যা মামলায় ফাঁশির আদেশ দেওয়া হয়।লাস্ট ক’দিন কারাগারে তাদের কাহিনি আপনার চোখে পানি নিয়ে আসবে।

 

11:Parasite(2019)

PR:8.5/10

G:thriller,drama

অস্কার জয় করা মুভি। ধনী গরীবের জীবন যাপনের ভিন্নতা তুলে ধরা হয়েছে। গরীবের স্বপ্ন তুলে ধরা হয়েছে।

 

10:Ode To My Father(2014)

PR: 9/10

G: drama

বাবাকে হারানোর পরে একটা দরিদ্র পরিবারের বড় ছেলে ছোট বেলা থেকেই তার পরিবার চালাতে ভাইবোন কে মানুষ করতে নিজের চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে কতো কষ্ট করতে পারে তা দেখানো হয়েছে। নিঃসন্দেহে ভালো লাগার মতো একটা মুভি।

 

9: Train To Busan(2016)

PR: 9/10

G:Horror,Action

এই মুভি সম্পর্কে সবাই জানেন।পুরো শহর জোম্বি তে পরিনত হয়। বাঁচতে হলে বুসান যেতে হবে। তবে বুসানগামী ট্রেনেও জোম্বি ঢুকে পড়ে। ট্রেন কি পারে বুসান যেতে? জোম্বি মুভি লিস্টে ১ নাম্বারে থাকবে এই মুভিটা।

 

8:Forgotten(2017)

PR:9/10

G: thriller

এই মুভি নিয়ে কিছু বললে দেখে মজা পাবেননা।শুধু বলবো টুইস্ট এর উপর টুইস্ট তার উপর আবার টুইস্ট মাথা পুরো নষ্ট হয়ে যাবে

 

7:A Moment To remember(2004)

PR:9.2/10

G:Romance

আমার দেখা সেরা রোমান্টিক মুভি এইটা।সুখের জীবনের মধ্যে হটাৎ একটা রোগের কারনে নাইকা বর্তমান সব ভুলে যেতে থাকে এমনকি তার প্রেম করে বিয়ে করা জামাইকেও?

 

6: The Wailing(2016)

PR:9.2/10

G:horror,thriller

এই মুভিতে আপনি ভুত খুজতে খুজতে পাগল হয়ে যাবেন। পুরো পুলিশ টিমের মাথা নষ্ট হয়ে যায় কে আসলে ভুত তা খুঁজে বের করতে।মুভির শেষ পর্যন্ত ও আপনি ভুত খুজে নাও পেতে পারেন তখন আবার দেখবেন

 

5:New World(2013)

PR:9.5/10

G:Gangster,Action,thriller

কোরিয়ান মাফিয়া মুভি গুলোর মধ্যে এইটা আমার সবথেকে প্রিয় মুভি। অনেক বড় একটা মাফিয়া সিন্ডিকেট নেতৃত্ব শুন্য হয়ে যাওয়ার পরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে প্রধানের স্থান আদায় করার লড়াই।সাথে আছে পুলিশের সংগঠন টাকে কন্ট্রোল করার মিশন। মাস্টওয়াচ ❤

 

4:I Saw The Devil(2010)

PR:9.5/10

G:thriller

একজন সাইকো সিরিয়াল কিলার যার মনে কোন মৃত্যু ভয় নেই সে একজন র-এজেন্টের প্রেগন্যান্ট বৌকে খুন করে। স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে সেই কিলারকে খুজে বের করে তাকে একবারে না মেরে প্রতিদিন একটু একটু করে মারে এমন একটা সময় আসে সাইকো কিলারকে মৃত্যু কতোটা ভয়ংকর টা ফিল করিয়ে ছাড়ে।

 

3:Memories Of Murder(2003)

PR:10/10

G:thriller

এইটা একটা মাস্টারপিস। রাতে বৃষ্টি হলেই বেতারে কেউ একজন একটা গান প্লে করার রিকোয়েস্ট করে পরদিনই একটি মেয়ের বিভৎস লাশ পাওয়া যায়।কিছু দিন পর পরই এমন হতে থাকে পুলিশ খুনিকে খুজতে খুজতে পাগল প্রায় তারা কি পারবে খুনিকে খুঁজে বের করতে নাকি এটি একটি অমীমাংসিত মামলা হিসাবে থেকে যাবে???

 

2:Oldboy(2003)

PR:10/10

G:Action,thriller

প্রতিশোধ কতোটা ভয়ংকর ভাবে নেওয়া যায় তা এই মুভি না দেখলে আপনি কল্পনা ও করতে পারবেন না। ১৫ বছর একজনকে একটা রুমে আটকে রেখে তারপর ছেড়ে দেওয়া হয় তবে প্রতিশোধ এইটা নয় প্রতিশোধ নেয় তাকে ছেড়ে দেওয়ার পরে। কি ছিলো সেই প্রতিশোধ???

 

1:No Mercy(2010)

PR:❤/10

G:thriller

একজনের রিকোয়েস্টে এই মুভিটা দেখি তার পর থেকে আমার জীবন যৌবন কোরিয়ান ইন্ডাস্ট্রি।

অন্য কোরিয়ান মুভির মত এই মুভিতে জায়গায় জায়গায় স্পয়লার নেই ঠান্ডা মুভি তবে খেলা দেখাইছে লাস্ট ১০ মিনিটে এমব এক স্পয়লার দিসে আমি ২ দিন পৃথিবীতেই ছিলামনা মহাকাশে চলে গেছিলাম ?।

 

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। খোদাহাফে।

11 thoughts on "আমার দেখা টপ ২১, কোরিয়ান মুভি"

  1. Nishat Contributor says:
    movie link……?
    1. ফাহাদ Author Post Creator says:
      I will published all thoose movie link with review one by one..untill that wait
  2. H. M. Mozammal Hoque Contributor says:
    No Mercy Movier ki Hindi Dubbed ace??
    Ami Khujcilam onk age.
    Pai nai.
    Tai r dekha hoy nai
    1. ফাহাদ Author Post Creator says:
      Vai bangla subtitle diye dekte paren..
    2. H. M. Mozammal Hoque Contributor says:
      Vai.
      No Mercy Obosheshe Bangla Subtitle diyei dekhe feleci.
      Eta Dekhar por Mobile ta Ek pashe raikha onekkhon dhore shudhu vabci.
      Ki Holo eta??
      No Mercy Bujhlam.
      Tai eto govir No Mercy.
      Asholei Kono khoma Kore nai.
      Ektuo na.
    3. H. M. Mozammal Hoque Contributor says:
      Ekdom Last e jeta Hoice.
      Etar jonno ekebarei prostut cilam na.
      Tar Meyer Kahini ta
  3. Abedin Contributor says:
    The villainess….aita kibabe miss korlen….osthir akta movie ?????
    1. Abedin Contributor says:
      Commitment movie tao joss
    2. ফাহাদ Author Post Creator says:
      Hmm..
    1. ফাহাদ Author Post Creator says:
      Thanks

Leave a Reply