আসসালামুআলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

প্রতিবারের মতো আবারো নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে।

আমরা সকলে জানি, জন্মসনদ কত টা গুরুত্বপূর্ণ। অনেকে আছে জন্মসনদ কতটা গুরুত্বপূর্ণ সেটা জানে না। আজকের পোস্ট পুরোটা মনোযোগ দিয়ে পড়লে আপনি জন্মসনদ কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে পারবেন,এবং কি কি কাজে লাগে এই জন্মসনদ জানতে পারবেন।

একটি শিশু জন্মের ৪৫ দিন এর মধ্য জন্মনিবন্ধন করা উচিৎ।

জন্মনিবন্ধন এর মাধ্যমে জন্ম সনদ অর্জন করা প্রত্যেক নাগরিকের অধিকার। একটি দেশের নাগরিকের সে দেশের সকল সুযোগ-সুবিধা ভোগ করার জন্য জন্ম নিবন্ধন অবশ্যক।

এবার জেনে নেয়ে যাক, জন্মসনদ না করলে যে যে সমস্যায় পড়তে হয়ঃ

১) স্কুলে ভর্তিঃ-

শিশুর প্রাথমিক স্কুল থেকে শুরু করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বয়স প্রমাণের জন্য জন্ম সনদের প্রয়োজন পড়ে। জন্ম সনদ না থাকায় অনেকে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে না।

২) জাতীয় পরিচয়পত্র তৈরিঃ-

জাতীয় পরিচয়পত্র বা ভোটার হতে বয়স প্রমাণের জন্য আবেদন ফর্মের সাথে জন্ম সনদ জমা দিতে হয়। জন্ম সনদ ছাড়া একজন কখনো ভোটার হতে পারেনা। ভোটার হতে না পারলে একজন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

৩) পাসপোর্ট তৈরি করতেঃ-

পাসপোর্ট করতে গেলে আবেদন করতে জন্ম সনদের ফটোকপি জমা দিতে হয়। পড়াশোনা,চাকরি,ব্যবসা ভ্রমণ এগুলোর জন্য আমাদের বিদেশ যেতে হয়। জন্ম সনদ না থাকলে পাসপোর্ট এ আবেদন করা যাবে বা। আমরা এগুলো থেকে বঞ্চিত।

৪) ড্রাইভিং লাইসেন্স করতেঃ-

অনেকের ড্রাইভিং লাইসেন্স করতে যায়,কিন্তু জন্ম সনদ না থাকলে কোনো ভাবেই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যায় না। ড্রাইভিং শেখার জন্য বয়স হয়েছে কিনা জন্ম সনদ থেকে তা যাচাই করা হয়।

৫) চিকিৎসা সেবাঃ-

অনেক ক্ষেত্রে শিশু ভ্যাকসিন, ও অন্যান্য চিকিৎসা সেবা পেতে জন্ম সনদের প্রয়োজন পড়ে। সরকার কর্তৃক বিভিন্ন ভ্যাকসিন পেতে জন্ম সনদের প্রয়োজন পড়ে।

৬) সরকারি চাকুরির ক্ষেত্রঃ-

বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিতে বয়স হয়েছে কিনা যাচাই বাছাই করতে জন্ম সনদের প্রয়োজন পড়ে।

৭) সম্পত্তি ক্রয় বিক্রয় করতেঃ-

জমি ক্রয়-বিক্রয় করতে জন্ম সনদের প্রয়োজন পড়ে। জন্ম সনদ ছাড়া জমির রেজিস্ট্রেশন হয়না।

৮) বিয়ের নিবন্ধনঃ-

বিয়ের নিবন্ধ করতে গেলে জন্মসনদের প্রয়োজন পড়ে।দেশের নিয়ম অনুযায়ী বয়স হয়েছে কিনা তা জন্মসনদ দেখে যাচাই করে থাকে।

আশা করি সকলে বুঝতে পেরেছেন, জন্মসনদ কতটা গুরুত্বপূর্ণ। তাই সকলের উচিৎ জন্ম সনদ অতি দ্রুত করে নেয়া।

আজকে এ পযন্ত, পরবর্তী পোস্ট এর জন্য অপেক্ষা করুন।

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি-

ধন্যবাদ।

 

14 thoughts on "জন্ম সনদ তৈরি না করলে যে যে সমস্যার সম্মুখীন হতে হয়।[সকলের জানা অত্যান্ত জরুরি]"

  1. TAHER Author says:
    ভালো পোস্ট ?
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ। ?
  2. Sk Shipon Author Post Creator says:
    ধন্যবাদ। ?
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ। ?
  3. Shahriyar Raz Contributor says:
    আমার জন্ম নিবন্ধন নাই কিন্তু এন আই ডি আছে। সমস্যা হবে? জিজ্ঞেস করেন না কিভাবে নিবন্ধন ছাড়া এন আই ডি পেলাম?
    1. Sk Shipon Author Post Creator says:
      আগের সময় হয়ত করা যেত জন্মনিবন্ধন ছাড়া এন আই ডি, এখন করতে পারবেন না৷ ধন্যবাদ।
    2. birth certificate onek somoy dorkar hoy.
    3. Sadaq Contributor says:
      জন্ম নিবন্ধনটা করে রাখেন, কিছু কিছু জায়গায় খুব ঝামেলা করে। যেমন, আমি দেখেছি বাচ্চার জন্ম নিবন্ধনের অ্যাপ্লিকেশন করার সময় বাবা মায়ের নিবন্ধন না দিতে পারলে জমা নিতে চায় না।
  4. Mohammad Hasan Contributor says:
    ধন্যবাদ
    1. Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ। ??
  5. abrno34 Author says:
    গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন।
  6. abrno34 Author says:
    ধন্যবাদ। আপনাকে।

Leave a Reply