• আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। Trickbd এর সাথে সবাই নিয়মিত থাকবেন,যাতে সকল প্রকার আপডেট পেতে পারেন।

আমরা অনেক সময় ডাঃ এর পরামর্শ ছাড়া ওষুধ সেবন করে থাকি৷ এতে আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে থাকে। অনেকে আছে মোবাইলে ওষুধ এর নাম দেখে সে অনুযায়ী ওষুধ সেবন করে থাকে। আজকে আপনাদের জানাব চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করলে কি সমস্যা হতে পারে৷ তাই আপনারা সম্পন্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন।

ওষুধ সেবন করে নাই, এমন লোক আসলে খুজে পাওয়া অসম্ভব। যে কারো কোনো না কোনো অসুখ হয়েছে এবং ওষুধ সেবন করেছেন। অনেকে আছে যে ডাঃ এর পরামর্শ ছাড়া সে নিজেউ ডাঃ এর ভুমিকা পালন করে ওষুধ খাচ্ছেন৷ আপনি কি জানেন যে আপনি বড় বিপদে পড়ে যাচ্ছেন। আপনি হয়তো জানেন না যে দরকারী ওষুধ ছাড়া ওষুধ সেবন আপনার জন্য কতটা ভয়াবহ এমনকি মৃত্যু পযন্ত হতে পারে৷ আমাদের একটু জ্বর, ঠান্ডা, মাথা ব‌্যাথা, প্রেশার, ঘুম কম, এই সমস্যা গুলো হলে, আমরা নিজেরাই ডাঃ এর ভুমিকা পালন করে থাকি। আমরা আমাদের ইচ্ছামত ওষুধ কিনে খেয়ে থাকি। প্রত্যেক জিনিসের একটা নিয়ম বিধি আছে। সে নিয়ম গুলো মেনে চলা উচিত। 

খাবার যেমন নিয়ম মতো খেতে হবে, বেশি বা খারাপ খাবার খেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। ঠিক তেমনি ওষুধ ও পরিমান ও চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে আমরা অনেক সমস্যায় পড়তে পারি। আমরা হয়তো ডাঃ এর পরামর্শ ছাড়া নিয়মিত ওষুধ সেবন করে যাচ্ছি, কিন্তু এমন এক সময় আসবে, যে দিন আমাদের দেহের অস্থ গুলো আর কাজ করবে না, কিচ্ছু করার থাকবে না তখন। ডাঃ এর পরামর্শ ছাড়া আপনি যদি নিয়মিত ওষুধ সেবন করে থাকেন, এমনকি ক্যান্সার ও হতে পারে। 

ঘাড়ে ব্যাথা,হাটু ব্যাথা ইত্যাদি রোগে আমরা ক্যালসিয়াম খেয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি? বেশি ক্যালসিয়াম আমাদের শরীরে ব্যাপক ক্ষতি করে। অনেকে ডাঃ এর পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খেয়ে থাকে, ঘুমের ওষুধ নিয়মিত খেলে শরীরের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। তাই আমাদের ডাঃ এর পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিৎ নয়।

আমাদের মনে রাখতে হবে ওষুধ হলো অসুখ সারানোর জন্য৷ কিন্তু অসুখ ছাড়া বিষ। আমাদের উচিৎ ভাল ডাঃ এর সাথে পরামর্শ করা। কখন কি হয়ে যায় আমরা পরে বুঝতে পারি৷ আগে থেকে আমাদের সকলের সতর্ক হওয়া উচিৎ। 

ওষুধের মধ্য বিভিন্ন ধরনের ক্যামিক্যাল দিয়ে থাকে, আমরা যদি ডাঃ এর পরামর্শ ছাড়া ওষুধ সেবন করে থাকি তাহলে সে ওষুধ আমাদের কাজ না করে বরং আমাদের কঠিন বিপদে ফেলবে। 

তাই, আমাদের উচিৎ আমাদের জর,মাথা ব্যাথা,ইত্যাদি যেকোন রোগ হোক,ভাল কোনো ডাঃ এর সাথে পরামর্শ করে তারপর ওষুধ সেবন করা।

আজকে এপযন্ত, আবারো দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে।
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

  • যেকোন প্রয়োজনে,
  • ফেসবুকে আমিঃ-

Sk Shipon

  • ধন্যবাদ। 


23 thoughts on "চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবনের ভয়াবহতা।"

  1. Avatar photo Ashraful Author says:
    Shei jonne andaje oushodh khete nei.
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      hmm. thik
  2. mrfarhanisrak Levi Author says:
    Napa,Ace এগুলো পরামর্শ ছাড়া খাই।?
    1. Avatar photo Shamim Author says:
      এই জ্বর সর্দি প্রাথমিক এর মধ্যে পরে খেতে পারবেন ৷
      তবে তীব্র জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হবে ৷
    2. mrfarhanisrak Levi Author says:
      হালকা জ্বর,সর্দি হলে খাই।?
    3. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ডাঃ এর সাথে পরামর্শ করে খাওয়া উচিৎ।
    4. mrfarhanisrak Levi Author says:
      জ্বী।
  3. Avatar photo Shamim Author says:
    একটা প্রশ্ন আপনি কি জ্বর,সর্দি,কাশি, হলে ডাঃ পরামর্শ নেন ?
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      পরামর্শ নেয়া উচিৎ
  4. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    আমি সব সময় মেনে চলি নিয়ম
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে।
  5. অনেক ভালো বিষয় সম্পকে জানলাম।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে।
  6. Avatar photo Nafis Fuad Contributor says:
    vitamin capsule khaile kisu hote pare ??
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      অতিরিক্ত খেলে অবস্যই সমস্যা হতে পারে। ডাঃ এর সাথে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ।
  7. Avatar photo M+S Author says:
    ডাক্টার না হয়ে চিকিৎসা দিতে গেলে; অঘটন ঘটা টা অস্বাভাবিক কিছু নয়।
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      ,ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
  8. Avatar photo ishan Contributor says:
    দেশে যেই না চিকিসক,চর্বি হলে ;বলে গ্যাস্টিক
    অসুখ হয় একটা বলে আরেকটা,এটা তো মহা বিপোজন্নক ?️
    1. Avatar photo Sk Shipon Author Post Creator says:
      এমন ই অবস্থা।
  9. Avatar photo Abubokor Neo Contributor says:
    ওষুধ হলো অসুখ সারানোর জন্য৷ কিন্তু অসুখ ছাড়া বিষ।
  10. Avatar photo MD Shakib Hasan Author says:
    আমাদের এলাকায় কিছু লোক আছে জ্বর হলেই বলে Napa, Napa Extra খেয়ে নে

Leave a Reply