স্বাগতম!



✔ খুব সহযে যেভাবে ওজন বাড়াবো। ✔ খুব তারাতারি যেভাবে ওজন বাড়াবো। ✔ খুব তারাতারি যেভাবে ওজন বাড়ানো যায়। ✔ খুব সহযে যেভাবে ওজন বাড়ানো যায়। ✔ যে খাবারগুলো খেয়ে খুব তারাতারি ওজন বাড়াবো। ✔ ওজন বাড়াতে যে খাবারগুলো ভূমিকা রাখে।
আপনি যদি উপরের বিষয়গুলোর কোনো একটি খুজতেছেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।



প্রতিটি মানুষের আদর্শ ওজন থাকা জরুরি। অতিরিক্ত ওজন যেমন ভালো নয়, স্বাভাবিকের চেয়ে কম ওজন থাকাও ঠিক নয়। ওজন বাড়াতে স্বাভাবিকের চেয়ে কম ওজনের ব্যক্তিদের প্রয়োজন পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা এবং সঠিক জীবনযাপন পদ্ধতি।

পড়তে থাকুন->⤵️

জন কমাতে যেখানে অনেক মানুষের চেষ্টার কমতি নেই, সেখানে কিছু মানুষ আবার চান ওজন বাড়াতে। তবে ওজন বাড়ানো কিন্তু ওজন ঝড়ানোর মতোই কঠিন। অবশ্য কিছু কিছু খাবার রয়েছে যা সময় মত খেলে অল্প সময়ের মধ্যেই বাড়বে ওজন। যারা ওজন হিনতায় ভুগছেন তারা নিচে দেওয়া চার্ট অনুসরণ করুন।

সকাল ৮টায়ঃ

(১) হাফ লিটার পানি।

(২) একটি সিদ্ধ ডিম।

(৩) দুই স্লাইস পাউরুটি।

(৪) একটি গাজর/কলা।

(৫) এসময়ে চা বা কফি পান না করাই ভালো।

সকাল ১০টায়ঃ

ভাত বা রুটি সবজি যা আপনি নিয়মিত খেয়ে থাকেন।

দুপুর ১২টায়ঃ

(১) একটি কলা।

(২) এক গ্লাস ফলের জুস বা গ্লুকোজ পানি।

(৩) একমুঠো বাদাম।

দুপুর ২টায়ঃ

আপনি নিয়মিত যা দুপুরে খান। তবে খেয়াল রাখবেন সবজি এবং মাছ/মাংস যাতে থাকে। দুপুরে খাবারের পর যেকোনো একটি ফল খাবেন।

বিকাল/সন্ধ্যার নাস্তাঃ

(১) এক চামচ ঘি।

(২) এক বাটি সিদ্ধ নুডুলস (নুডুলডে ওজন খুব বাড়ে)।

(৩) চারটি আমলকী।

রাত ৯টায়ঃ

সাধারণত যা খেয়ে থাকেন আপনি তাই খাবেন। খাবারের পর একটি কলা, একমুঠো বাদাম ও ২৫০গ্রাম দুধ খাবেন।

কিছু প্রয়োজনীয় কথাঃ

১. দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতে হবে।

২. সকাল অথবা বিকেলে আধা ঘন্টা হাঁটতে হবে।

৩. রাতে ৮ঘন্টা ঘুমাতে হবে।

৪. শাকসবজি, ফলমূল, ডিম ফরমালিন মুক্ত খেতে হবে।

একেকজনের শরীরের গড়ন একেকরকম। কারো জলদি ওজন বাড়বে, কারো আস্তে আস্তে বাড়বে। তবে এই চার্ট অনুসরণ করলে গড়ে মাসে দুই থেকে তিন কেজি বাড়বে।

কিছু প্রয়োজনীয় পরামর্শ

■ প্রতিদিন ৮-১০ গ্লাস পানি পান করতে হবে। তবে খাওয়ার আগে পানি পান করা যাবে না।

■ প্রোটিনযুক্ত খাবার আগে এবং শাকসবজি শেষে গ্রহণ করুন।

■ ঘুমানোর আগে একটা স্বাস্থ্যকর উচ্চ ক্যালরির স্ন্যাকস খাওয়ার চেষ্টা করুন।

■ বড় থালায় খাবার খেতে হবে।

■ ধূমপান বর্জন করতে হবে।

ওজন বাড়াতে নিম্নোক্ত কৌশলগুলো বেশ সহায়ক।

১. অতিরিক্ত ক্যালরির খাবার গ্রহণ: শরীরে যে পরিমাণ ক্যালরি প্রতিদিন ক্ষয় হয়, তার চেয়ে ৫০০–৭০০ ক্যালরি খাবার বেশি খেতে হবে। ভাত, মাছ–মাংস, ডাল, বীজ, শাকসবজি, ফলমূল, ডিম, দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খেতে হবে।

২. উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্যতালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার রাখতে হবে। এ ধরনের কিছু খাবার হলো কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট, পেস্তাবাদাম, চিনাবাদাম, খেজুর, কিসমিস, আলুবোখারা, ননিযুক্ত দুধ, ফুলক্রিম দই, পনির, ক্রিম, মুরগির মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, ছাগলের মাংস ও কলিজা, আলু, মিষ্টি আলু, চকলেট, কলা, আ্যভোকাডো, পিনাট, মাখন ইত্যাদি।

৩. দিনে পাঁচ–ছয়বার খাবার গ্রহণ: যাঁদের ওজন কম, তাঁদের তিন–চার ঘণ্টা পরপর খাবার খেতে হবে। দীর্ঘসময় পেট খালি রাখা চলবে না। পুষ্টিকর উচ্চ ক্যালরির খাবার যদি বারবার গ্রহণ করা হয় এবং প্রতিদিনের ক্যালরির চাহিদা যদি পূরণ করা যায়, সে ক্ষেত্রে দ্রুতই ওজন বাড়ানো সম্ভব।

৪. শর্করাজাতীয় খাবার: অনেকেই শর্করা একেবারে কম গ্রহণ করেন। এটা মোটেও ঠিক নয়। যাঁদের ওজন কম, তাঁদের অবশ্যই মোট ক্যালরির শতকরা ৫০-৬০ ভাগ শর্করা গ্রহণ করতে হবে। দিনে তিনবার প্রধান খাবার হিসেবে শর্করা গ্রহণ করতে হবে। এ ধরনের খাবারের মধ্যে আলু, আটা, চাল, পাস্তা অন্যতম।

৫. আমিষযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি। শরীরের প্রতি কেজি ওজনের জন্য ১ দশমিক ৫ থেকে ২ দশমিক ২ গ্রাম আমিষ নিয়মিত গ্রহণ করতে হবে। ডিম, দুধ, মাছ, মাংস, ডাল, বীজজাতীয় খাবার আমিষের ভালো উৎস।

৬. ব্যায়াম: পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। ওজন বাড়ানোর পাশাপাশি ব্যায়াম ক্ষুধা বাড়াতে, খাবার ভালোমতো হজম করতেও সাহায্য করে।

৭. জীবনযাপন: ওজন বাড়াতে চাইলে জীবনযাপন পদ্ধতিও স্বাস্থ্যকর হতে হবে। গভীর রাত পর্যন্ত জেগে থাকা চলবে না। প্রতিদিন আট ঘণ্টা ভালো ঘুম হতে হবে। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে।


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

ভালো থাকুন সুস্থ থাকুন । 

আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।
একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।

সৌজন্যেঃ Today Result











25 thoughts on "যেভাবে খুব সহযে আপনার ওজন বাড়িয়ে নিবেন। দেখেনিন রুটিন এবং খাদ্যতালিকা। যারা ওজন বাড়াতে চাচ্ছেন অবশ্যই দেখুন।"

    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      thanks
  1. Avatar photo Technical Asmaul Contributor says:
    থাক আর ওজন বাড়াবো না। বড় লোকদের খাবার তালিকা দিয়ে দিয়েছেন। ??
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      কিছু কিছু ফলো করুন। সকালে পানি খান, হালকা নাস্তা খান,,, ইত্যাদি
  2. mrfarhanisrak Levi Author says:
    ওজন কমানো দরকার।
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      এ নিয়েও পোস্ট থাকবে ব্র।
    2. mrfarhanisrak Levi Author says:
      করেন।?
    3. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      Bro apnar fb id link ta den… Kotha bolbo
    4. mrfarhanisrak Levi Author says:
      কি কথা বলবেন? FB দেই না কাউকে।টেলিগ্রাম লাগলে বলেন।
  3. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    ধন্যবাদ ভাই
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকেও
  4. Avatar photo TAHER Author says:
    এত নিয়ম মেনে ওজন বাড়ানো অনেক কষ্ট ?
    Anyway good post
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Avatar photo TAHER Author says:
      স্বাগতম ❤️
  5. Avatar photo sojol Contributor says:
    Goribz vy
    1. Avatar photo SK Chandon Ray Author Post Creator says:
      Thanks
  6. Avatar photo pradip Contributor says:
    ওজন কমানোর কার্যকরি পোষ্ট করেন
  7. Avatar photo MD Shakib Hasan Author says:
    ভালো পোস্ট কিন্তু মেনে চলা কষ্ট কর
  8. juel mondal Contributor says:
    Totally awesome, tnx a lot
  9. Asif Contributor says:
    ভালো লিখেছেন । কিন্তু অনেক বড় তালিকা ।
  10. Md Manik Subscriber says:
    Online new earnings finder sites https://bn-earn.blogspot.com/

Leave a Reply