আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
মানুষ এর জীবনে চলার পথে সঙ্গী প্রয়োজন। বলা হয় মানুষ সঙ্গী ছাড়া একাকী সবসময় পথ চলতে পারে না।
জীবনের কোনো না কোনো সময় একজন সঙ্গীর প্রয়োজন পড়ে মানুষের।
দেখা যায় অনেক ভালোবাসা_ঘাত প্রতিঘাতের পরে মানুষের একত্রে পথ চলা শুরু হয়। কিন্তু দেখা যায় কিছুদিন পরেই সেই ভালোবাসা এর মধ্যে চিড় ধরতে শুরু করে।
দেখা যায় সঙ্গী এর প্রতি তার ওপর সঙ্গী টান অনুভব করছে না বা হুটহাট তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকছে।
আজকের পোস্টে জেনে নিন কেনো বিয়ে সাদীর পর সঙ্গী এর প্রতি আকর্ষণ কমে যায়।
অতিরিক্ত আবেগ প্রবন হলে
:কথায় আছে আবেগ দিয়ে সংসার চলে না , আবার আবেগ ছাড়া ভালোবাসাও হয় না। কিন্তু আবেগ নামক জিনিসটাকে নিয়ন্ত্রন এর মধ্যে রাখতে হবে
এটা যদি মাত্রাতিরিক্ত হয় তাহলে দেখা যাবে সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যাবে। এবং সম্পর্কে আসতে আসতে অবনতি ঘটবে।
পারস্পরিক শ্রদ্ধবোধ না থাকলে
ভালোবাসার মধ্যে সবচেয়ে বড় কথা হলো পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ। যদি ২ জনের মধ্যে এই শ্রদ্ধাবোধ না থাকে এক পর্যায়ে দেখা যাবে সঙ্গীর প্রতি বিরক্তিভাব এসে যাবে।
এবং ফলস্বরূপ দেখা যাবে যে ২ জনের মধ্যে দূরত্বের সৃষ্টি হবে।
জোর করে কিছু করার চেষ্টা করলে
জোর করে কোনো কিছু আদায় করা সম্ভব না, আর যাইহোক কখনো সম্পর্ক জোর করে টিকিয়ে রাখা যায় না । ভালোবাসা নামক বিষয়টা টিকিয়ে রাখার জন্য পারস্পরিক টান থাকা দরকার।
এই জন্য দরকার পরস্পরের সম্মতিবোধ এবং শ্রদ্ধাবোধ ।
অতিরিক্ত সন্দেহবাতিক হলে
বিশেষ করে মেয়েরা একটু সন্দেহবাতিক বেশি হয় ,ছেলেরাও কম নয়। তবে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দরকার পরস্পর সম্মান এবং বিশ্বাসের।
যদি দেখা যায় কোনো কারণে এই ২ টির একটু ব্যতিক্রম ঘটে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয় না।
অভাববোধ
কথায় আছে সংসারে অভাব প্রবেশ করলে ,ভালোবাসা জানলা দিয়ে পালায়। কথাটা নিছক একটি প্রবাদ হলেও এটাই কিন্তু বাস্তব।
সুতরাং স্ত্রীকে বা সঙ্গীকে যদি আপনি তার প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করে না দেন দেখা যাবে সেই সম্পর্ক চিরস্থায়ী হবে না।
এই বিষয়গুলো এর জন্য মূলত সম্পর্ক নস্ট হয় সুতরাং সকলে এই বিষয় গুলো মাথায় রেখে যদি চলেন তাহলে দেখা যাবে সম্পর্কের অবনতি ঘটবে না কখনো।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ Trickbd এর সাথেই থাকুন
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
9 thoughts on "সম্পর্কে অবনতি কেনো ঘটে জেনে নিন!!"