আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
আমরা বিভিন্ন কাজে বা প্রয়োজনে হোটেলে গিয়ে থাকি রুম বুকিং এর জন্য।
হয়তো অনেকে ঘুরতে গিয়ে হোটেল বুক করেন বা অন্য কোনো ক্ষেত্রে বুকিং করেন, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে গ্রাহকের গোপনীয়তা বজায় থাকে না হোটেল রুম গুলোতে।
যা নিয়ে অনেকেই শঙ্কাই থাকেন হোটেলে রুমে ক্যামেরা লাগানো আছে নাকি,,
আজকে আমি আপনাদের দারুন কিছু টিপস দিবো, যার ফলে সহজেই আপনারা সনাক্ত করতে পারবেন হোটেল রুম গুলোতে ক্যামেরা আছে নাকি,,
রুমের বিশেষ আসবাব পত্র
হোটেল রুমে প্রবেশ করেই যদি দেখেন কিছু কিছু আসবাব পত্র সঠিক জায়গা মত নেই,, ঠিক তখন বুঝবেন কিছু একটা সমস্যা আছে,,
তখন আপনারা সেই সব আসবাব পত্র গুলো ভালো মত চেক করে নিবেন, , হতেও পারে সেখানে গোপন ক্যামেরা লাগানো আছে নাকি
পুরো ঘর পর্যবেক্ষণ
ঘরে প্রবেশ করেই প্রথমত পুরো ঘরটি ভালো মত দেখে নিন,, বিশেষ করে ল্যাম্প পোস্ট বা টিভি এর আসে পাশে ফাঁকা জায়গা গুলো দেখে নিন।
কারণ এইসব জায়গা গুলোতে ক্যামেরা লাগানো থাকে যা আপনার ব্যাক্তিগত গোপনীয়তা এর জন্য ক্ষতিকর হতে পারে।
ঘরের লাইট বন্ধ করে দিন
যদি আপনার ঘরে প্রবেশ করে মনে হয় কিছু তো একটা সমস্যা আছে ঘরে,, কিন্তু আপনি সেটা খুজে পাচ্ছেন না,
এই সময় ঘরের সব আলো বন্ধ করে দিন, কারণ সব ক্যামেরা তে লেন্স থাকে এবং প্রায় সব ক্যামেরা থেকে সূক্ষ্ম আলোর রস্নি বের হয়।
যা আপনারা আলো বন্ধ করলে সহজেই দেখতে পারবেন।
অ্যাপস দিয়ে ক্যামেরা চেক করুন
গোপন ক্যামেরা লাগানো যদি থাকে আপনি চাইলে অ্যাপস দিয়ে আপনার ঘরে কোনো গোপন ক্যামেরা লাগানো আছে নাকি চেক করতে পারবেন।
অনলাইনে এইসব অনেক অ্যাপস রয়েছে, যা দিয়ে সহজেই চেক করতে পারবেন আপনার রুমের ভেতর কোনো ক্যামেরা আছে নাকি।।
হোটেল রুমে প্রবেশ করে এইসব বিষয় গুলো যদি একবার মাথায় রাখেন তাহলে আপনার ব্যাক্তিগত গোপনীয়তা রক্ষা পাবে।
তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য,trickbd এর সাথেই থাকুন।
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
2 thoughts on "হোটেল রুমে যেভাবে চেক করবেন গোপন ক্যামেরা লাগানো আছে নাকি!!"