আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের এই পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ১২টি মাস আছে, কিন্তু প্রায় সব মাস ৩০দিন এবং ৩১দিন করে আছে।

কিন্তু ফেব্রুয়ারি মাস এর মধ্যে আলাদা এর মধ্যে ২৮ টি দিন রয়েছে, কিন্তু ৪ বছর পর পর সেটি ২৯ দিন হয়।

যাকে আমরা লিপ ইয়ার বা অধিবর্ষ নামে চিনি,যা ৪ বছর পর পর লক্ষ্য করা যায়।

জানেন কি কেনো ফেব্রুয়ারি মাস ২৮ দিন হয় বেশি হয় না? এর জন্য এক ইতিহাস আছে যেই জন্য ফেব্রুয়ারি মাস ২৮ দিন হয়।

আমরা যেই ক্যালেন্ডার ব্যবহার করি সেটি মূলত গ্রীক এর সমকাল এর ক্যালেন্ডার। রোমানরা ৩০৩ দিনে বছর এর হিসেব করতো।

তাদের সময় জানুয়ারি, ফেব্রুয়ারি মাস ছিল না, তারা সরাসরি মার্চ মাস থেকে বছর হিসেব করতো।

সেই সময় রাজা নুমা ক্যালেন্ডারে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস যোগ করেন, এবং নতুন পঞ্জিকা এর সৃষ্টি করেন।

কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারি কে বছরের শেষ মাস ধরা হতো,, পরে আস্তে আস্তে সেটি পরিবর্তন হয়ে সামনে চলে আসছে।

সেই সময় জানুয়ারি এবং ফেব্রুয়ারি ২ মাস কেই ৩১ দিন করে হিসেব করা হতো,, যার ফলে প্রচুর সমস্যা দেখা দেই।

মূলত আবহাওয়া এবং বছরের পরিবর্তন এর সাথে অমিল দেখা দিচ্ছিল, পরে রোমের নতুন রাজা আসার পরে এই ২ টি মাস কে নতুন করে সাজানোর পরিকল্পনা করে

,তখনকার সময় বছরের সাথে তাল মেলানোর জন্য জানুয়ারি মাস ৩১ দিন এবং ফেব্রুয়ারি কে ২৮ দিন নির্ধারণ করা হয়।

সেই থাকে আজ পর্যন্ত ২৮ দিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস এর প্রচলন হয়ে আসছে।

তবে প্রতি বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিন হয় না সূর্যের চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘন্টা। সেই হিসাবে প্রত্যেক ৪ বছর পর ২৪ ঘন্টা,

অর্থাৎ একটি দিন অতিরিক্ত থেকে যায়। সেই দিনটি যোগ করা হয় ফেব্রুয়ারি মাসে। তাই চার বছর পর ফেব্রুয়ারি মাসের দিনসংখ্যা দাঁড়ায় ২৯ দিন।

এইভাবে মূলত ফেব্রুয়ারি মাস ২৮ এবং ২৯ দিন হয়।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। Trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

2 thoughts on "ফেব্রুয়ারি মাস ২৮ বা ২৯ দিনে কেন শেষ হয়!! জেনে নিন"

  1. Kawsar Miya Contributor says:
    এত কঠিন বাক্য খুজবেন কেন? আপনি যে সালে অবস্থান করছেন, সে সাল’কে ৪ দ্বারা ভাগ করেন। ভাগ করার ফলে অবশিষ্ট থাকলে ফেব্রুয়ারী মাস ২৮ দিনে শেষ হবে। আর ভাগ করার ফলে অবশিষ্ট না থাকলে ফেব্রুয়ারী মাস ২৯ দিনে শেষ হবে। সহজ হিসাব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!????????????????????????????????
    1. Kashem Shaikh Contributor says:
      এটা সবাই জানে। কিন্তু অথর ভাই অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। ধন্যবাদ অথর ভাইকে

Leave a Reply