আসসালামু আলাইকুম। সবাইকে রামাদান মুবারাক।
আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলেই এলো। নানা আনুষ্ঠানিকতার মাঝে আমরা সেহরি/ইফতারের সময় নিয়ে একটু ঝামেলায় পড়ি একটু। বিশেষ করে ঢাকার বাইরের মানুষরা। তাদের জন্য আজকে একটা সাইট নিয়ে এলাম। এখানে জাস্ট দুইটা ইনপুট দিয়েই আপনার এলাকার ইফতার ও সেহরির সময়সূচি জানতে পারবেন।তো চলুন সাইট টা সম্পর্কে জেনে আসি।

প্রথমেই চলে যাবেন ramadan.kiron.dev সাইট টিতে,
সাইট এ প্রবেশ করার পরে এমন Screen আসবে।

এরপর প্রথম Box থেকে আপনি আপনার জেলা সিলেক্ট করে নিন

No description available.

আমি রাজশাহীর টা দেখতে চাই, তাই এখানে রাজশাহী সিলেক্ট করলাম

এবং দ্বিতীয় Box থেকে চাইলে তারিখ পরিবর্তন করতে পারবেন, তবে এটি Default ভাবে আজকের তারিখ দেখাবে।

‘দেখুন’ বাটনে ক্লিক করুন আর দেখে নিন ইফতারের সময়সূচি।

ব্যাস, এভাবে খুব সহজেই দেশের ৬৪ টি জেলার সেহরি ও ইফতারের সময়সূচি আপনার হাতের নাগালের মধ্যেই থাকবে।
আশা করি এই পোস্টটি আপনাদের কাজে আসবে, আজকের আমাদের মুল কন্টেন্ট এই পর্যন্তই।

৩০ পারা কোরআন তেলাওয়াত ডাউনলোড করতে: এখানে ক্লিক করুন

 

SPONSOR CONTENT

আমরা সবাই জানি, সাম্প্রতিক সময় গুগল তাদের সার্ভিস সমূহ সীমিত করে ফেলছে। যেমন গুগল মিট আগে ছিল আনলিমিটেড বর্তমান সেটা লিমিটেড করে দিয়েছে পাশাপাশি পূর্বে একসাথে ১০০ জন মেকআপ করা গেলেও বর্তমানে সেটা করা যায় না।
এই সকল সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করতে পারেন গুগল ওয়ার্কস্পেস সাবস্ক্রিপশন।

এই সাবস্ক্রিপশন নিলে আপনারা পাবেন গুগল মিট আনলিমিটেড (১০০ জন রিয়েল টাইম ২৪ ঘন্টা), ৩০ জিবি ক্লাউড স্টোরেজ এবং গুগলের যত ফিচার সবকিছু এক সাথে।

বিস্তারিত তথ্যের জন্য Visit করুনঃ Suite.com.bd

 

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook এ আমি: https://www.facebook.com/Official.Sobhan762426

 

3 thoughts on "সেহরি/ইফতারের সময়সূচি জানুন খুব সহজেই একটি সাইটের মাধ্যমে"

  1. Faiyad Bhuiyan Author says:
    Kiron ভাইকে ট্রিকবিডিতে দেখতে চাই?
    1. Abdus Sobhan Author Post Creator says:
      Ache to, author hoini akhono.

Leave a Reply