এখন ডিজিটাল উদ্যোক্তা হওয়া আরও সহজ!

প্রতিনিয়ত ডিজিটাল বিজনেস সেক্টরের উদ্যোক্তা,সেলার এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, একই সাথে এইসব উদ্যোক্তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণভাবে অবদান রাখছে।

বিশেষ করে বাংলাদেশের এ ই-কমার্স ইন্ডাস্ট্রির বাজার সাইজ – ৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৭ এ ১৫.২৪ বিলিয়ন মার্কিন ডলারে রুপান্তর হবে। সবদিক বিবেচনা করলে দেখা যাবে, এই ইন্ডাস্ট্রি ক্রমাগত রকেটের গতিতে বাড়ছে কিন্তু এইসব লক্ষ লক্ষ ডিজিটাল উদ্যোক্তার জন্য এখন পর্যন্ত কোন প্রকার নিয়ম-নীতিমালা,সেবা নেওয়া & দেওয়া নিয়ে তাদের জন্য বিশেষ প্লাটফর্ম তৈরি হয় নি কিংবা যারা নতুন তাদেরকে বিনা কাগজপত্রের বাহিরে পেইমেন্ট সিস্টেম দেওয়া।

এমন হাজারো প্রশ্নকে সামনে রেখে এইসব বিষয়কে অনুসন্ধান & গবেষণা করে বাংলাদেশের ডিজিটাল উদ্যোক্তাদেরকে আরও এগিয়ে নেওয়ার জন্য “উদ্যোক্তা পে” এর যাত্রা শুরু হয়।

উদ্যোক্তা পে – হচ্ছে একটি সেল্ফ হোস্টেড পেইমেন্ট সিস্টেম, যার লক্ষ্য & উদ্দেশ্য স্টার্টআপ & ছোট ও মাজারি পর্যায় উদ্যোক্তাদের স্বপ্নের যাত্রাকে সহজ & সুন্দর করা।

 

যেখানে পারসনাল বিকাশ /নগদ একাউন্ট নাম্বার দিয়েও পেইমেন্ট গ্রহন & ভেরিফিকেশন সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।একই সাথে ব্যাংক পেইমেন্ট নেওয়ার জন্য পেইজ আছে, বিকাশের পি আর এ / মার্চেন্ট একাউন্ট থাকলেও এই সেল্ফ হোস্টেড সিস্টেমে যুক্ত করে নিজের মতো করে পেইমেন্ট গেটওয়ের মতো সব কিছু সাজাতে পারবেন।

সুবিধা সমুহ:
১.কোন ধরনের লেনদেনে এ ফি নেই,
২.আপনার টাকা আপনার একাউন্ট এ জমা হবে
৩.ড্যাশবোর্ডের সাহায্য এ নিজেদের পেইমেন্ট এনালাইসিস করতে পারবেন
৪.আপনার কাস্টমারকে পেইমেন্ট ইনভয়েস পাঠাতে পারবেন যা অটোমেটিক পেইমেন্ট কালেকশন করতে সাহায্য করবে
৫.যে কোন ওয়েব সাইট / এপ্লিকেশন এ ইন্ট্রিগ্রেশন করতে পারবেন।
৭.নিজের প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং করতে পারবেন
৮. উদ্যোক্তা পে ব্যবহার করতে কোন ধরনের অতিরিক্ত যাচাই-বাছাই নেই
৯.আপনার কাস্টমার / ইউজারের তথ্য নিজের সার্ভারে থাকবে & পরিচালনাও আপনার সার্ভারে হবে তাই সব কিছু নিরাপদ & দ্রুতগতিতে হবে
১০.২৪/৭ টিকেট, সাপোর্ট সিস্টেম আছে এতে কোন প্রকার সমস্যাতে সাপোর্ট টিম সাথে সাথেই সহায়তা করবে।

যেভাবে “উদ্যোক্তা পে”তে একজন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করবেন –
uddoktapay.com এ আপনার পছন্দের প্যাকেজ দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
২.এর পর “প্যানেল” থেকে যাবতীয় সেটাপ করে নিতে হবে যেমন – ডোমেইন কানেকশন & লাইসেন্স সচল করা,স্কিপ্ট ইন্সটল করা ইত্যাদি
৩. নিজের ডোমেইনে স্কিপ্ট টি ইন্সটল করতে হবে
(pay.yourbrand.com) এ অথবা ইচ্ছে মতো যে কোন সাব-ডোমেইনে, তাই উদ্যোক্তা পে কে সেল্ফ হোস্টেড বলা হয়ে থাকে।
৪.এইবার নিজের মোবাইলে ( এসএমএস ভেরিফিকেশনের জন্য উদ্যোক্তা পে এপ্লিকেশন ইন্সটল করতে হবে)

৫. হয়ে গেছে! আপনার ডিজিটাল বিজনেসের জন্য নতুন মাত্রার যাত্রা শুরু।

আর যদি একজন ওয়েব / এপ্লিকেশন ডেভেলপার হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে “API & Documentation” ফিচার, যা দিয়ে নিত্য নতুন প্রজেক্ট এ কোন ধরনের অতিরিক্ত কাজ ছাড়াই ইন্ট্রিগ্রেশন করতে পারবেন & সাথে টেস্টিং নেওয়ার সুযোগ ও আছে।

অর্থাৎ আমাদের দেশের অনান্য পেইমেন্ট গেটওয়ে যেভাবে তাদের প্রতিষ্ঠান একাউন্ট দিয়ে লেন-দেন করে এবং পরবর্তিতে মার্চেন্টদের একাউন্টে তা প্রদান করে থাকে। এতে মার্চেন্ট হওয়ার জন্য ফি,লেন-দেনের উপর ফি, সময় নিয়ে ঝামেলা কিংবা যাচাই-বাছাই থেকে রক্ষার জন্য এই সেল্ফ হোস্টেড পেইমেন্ট সিস্টেম দেশিও উদ্যোক্তাদের পছন্দের তালিকায় সবসময়ই।

তাই আপনি এই সুযোগ লুফে নিতে দেরি করবেন না। আমাদের টিম সবসময়ই চেষ্টা রাখছে আপনার সব কিছু সহজ & বহন যোগ্য রাখার।

Leave a Reply