আসসালামু আলাইকুম প্রিয় পাঠক।  আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরা প্রায় অনেকেই কোনো না কোনো বয়সে গিয়ে ব্রণের সমস্যায় পড়ি। এসময় মুখে প্রচুর ব্রণ উঠে, কি করবো বুঝে উঠতে না পেরে আমরা সেটাতে নখ লাগিয়ে বিষাক্ত করে ফেলি, পরিশেষে ব্রণগুলো থেকে কালো দাগের সৃষ্টি হয়, যেটা দেখতে খুব বিশ্রী লাগে এবং মুখের উজ্জ্বলতা ও স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়..।


তাই আপনাদের জন্য এমন একটি ট্রিকস নিয়ে এসেছি যেটা সবারই খুব কাজের আসবে। এটা একটু জেলি টাইপের ক্রিম, ট্রিকস বলার কারণ হলো _এটা মূলত মেয়েদের মুখের ক্রীম, কিন্তু ছেলেরাও এটা ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার নিয়মটাও আলাদা,সেজন্য কিছু ট্রিকস ফলো করতে হবে।  আপনারা আপনাদের এলাকার কসমেটিকস এর দোকানে গেলে এটা পেয়ে যেতে পারেন, অথবা অনলাইন থেকে কিনতে পারবেন। মূল্য মাত্র ১৫০-২০০ টাকা, (এলাকাভিত্তিক মূল্য কম বা বেশি হতে পারে)

Brolite জেলি মুখের ব্রণ ও দাগ নিরাময়ের কার্যকরি একটি ঔষধ।  ব্রণ সমস্যায় আপনারা অনেকেই অনেক ধরণের ক্রীম-ফেসওয়াশ ব্যবহার করেছেন এবং সন্তোষজনক কোনো ফলাফল পাননি।  Brolite ব্যবহার করে দেখুন আশা করি হতাশ হবেন না।

Brolite শুধু মুখে ব্যবহারযোগ্য, দাগের নিরাময় ভেবে দেহের অন্যান্য জায়গায় ব্যবহার করবেন না। এটি সাধারণত মেয়েরা ব্যবহার করে তাদের ফেসওয়াস হিসেবে। সেক্ষেত্রে তারা এটা মুখে লাগিয়ে ৫ মিনিট পর অ্যালোভেরা দিয়ে ধুয়ে ফেলে, এর ফলে মুখ থাকবে সফট এবং মোলায়েম।

সব ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আপনি এটার যথাযথ ব্যবহার করতে জানলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবেনা,,
আমরা ছেলেরা যখন ব্যবহার করবো তখন আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি,
যেমন ধরুনঃ
*_প্রতিদিন একবার করে মুখে লাগাবেন।
*_ব্যবহারের পূর্বে মুখ ভালোভাবে ধুয়ে নেবেন।*_সকালে/রাতে যেকোনো সময়ে লাগাতে পারবেন।
*_মুখে লাগানোর সময় ভালোভাবে ঘষে সব জায়গায় দিবেন।
*_আঙুলে অল্প পরিমান নিয়ে মুখে লাগাবেন, যত অল্প পরিমাণ লাগাবেন ততই ভালো হবে,
*_মুখে লাগানোর ৩০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলবেন।
*_দিনে ব্যবহার করলে কয়েক ঘন্টা বাইরে যেতে পারবেন না,
*_রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন, ভালো ফলাফল পাবেন।


সাবধানতাঃ
*_ফেইস(মুখ) ব্যতিত অন্য জায়গায় দেওয়া যাবেনা।
*_চোখে-মুখে যাতে কেনোভাবেই না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে।
*_১টা ক্রিম ১মাস ব্যবহার করবেন, পরবর্তীতে আবার আরেকটা কিনে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
*_মুখে লাগানোর পর আপনার হাতকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেবেন,
*_মুখ ভিজে যায় এভাবে বেশি করে লাগাবেন না,
*_একটু ঠান্ডা জায়গায় রাখুন, নাহয় গরমে গলে গিয়ে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে।

শেষ কথাঃ দুনিয়াতে আমরা কেওই পারফেক্ট নই_সেটা অন্যান্য সকল বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য । এই ঔষধ ব্যবহারে আপনার সমস্যা বা রোগ একেবারে নিরাময় হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তবে এটা ভালোই কাজ করবে। ১ মাস নিয়মিত ব্যবহারের পরে ফলাফল যা পাবেন তা নিয়ে সন্তুষ্ট থাকুন।
বিঃদ্রঃ  ভুল-ক্রুটি ক্ষমা করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন।

আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার হাজির হবো অন্য কোনো পোস্ট নিয়ে,অন্য কোনো টপিক নিয়ে।  সে পর্যন্ত সবাই ভালো থাকুন_সুস্থ থাকুন।  সবার জন্য দোয়া রইলো আমার জন্যও দোয়া করবেন।  আল্লাহ হাফেজ...@

20 thoughts on "ব্রণ ও ব্রণের দাগ নিরাময়’কারী ঔষধ/ক্রীম। মাত্র ৩০ দিনেই ফলাফল! বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।"

  1. Avatar photo sojol Contributor says:
    Choker niche kali pore gece er jnno ki kichu hbe ?
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      হুম, নেক্স আর্টিকেলটি আপনার জন্য লিখবো। সমাধান পেয়ে যাবেন, ধন্যবাদ
  2. Asif5 Contributor says:
    সত্যিই কি কাজ করবে?
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      আমি নিজে ব্যবহার করেছি, ট্রাই করে দেখুন, অবশ্যই পরিবর্তন আসবে
  3. Avatar photo eren Contributor says:
    শুধু ব্রণের জন্য feiz soap সাবানটি ব্যবহার করতে পারেন। এটি অনেক কার্যকরী সাবান।
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      হুম, ক্রিম’টা ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে,
  4. Avatar photo MD Rifat Hassan Contributor says:
    Hmm vai thek bolsan bron and bron ar dag ar jonno 100% karjokare ami use korselam aga
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      Ji. Thanks,,, ami nijeo ata use korachi.
  5. Avatar photo Ferdous Ahmed Author says:
    কনুইয়ের কালো স্পট দূর করতে কোন ক্রিম আছে.
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      ক্রীম আছে কিনা আমার জানা নেই, তবে ঘরোয়া/প্রাকৃতিক উপায়ে এই দাগ নির্মূল করা সম্ভব, উক্ত বিষয় নিয়ে একটি আর্টিকেল লেখার চেষ্টা করবো, তাতে ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন,,, ধন্যবাদ
  6. Avatar photo ShimantoBest Contributor says:
    ভাই মুখের এলাজি,মুখের অয়েলিভাব দূর করবো কিভাবে?
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      নেক্সট কোনো পোস্টে আপনার সমস্যা’টির সমাধান পাবেন ইনশাআল্লাহ,,,
  7. Avatar photo ShaKil Contributor says:
    ভাই, ঠোঁটের কালচে কালো দাগ আর ঘাড়ের কালো দূর করবো কিভাবে?
    1. Avatar photo mithu8099 Author Post Creator says:
      ঘরোয়া উপায় অবলম্বন করে কালো দাগ দূর করতে পারবেন, আমি শীঘ্রই এই টপিক নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করবো। আপনাদের সবার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবো,, ধন্যবাদ
  8. Avatar photo bappi banik Author says:
    বাইক accident এ হাতের দাগ দুর করার কোন ক্রিম আছে কি কার ও জানা থাকলে একটু জানাবেন প্লিজ।
    1. Avatar photo Unknown Author Post Creator says:
      চেষ্টা করবো,,
  9. Avatar photo ShaKil Contributor says:
    Bro kintu leaflet a to lekha ache 5-7 min ber beshi lagiye rakhben na. SO 30 MIN Lagiye Rakhle Problem Hebe NA?
    1. Avatar photo Boston Author Post Creator says:
      আমি নিজে ব্যবহার করেছি, চিন্তার কোন কারণ নেই
  10. Avatar photo Rabbany Ahmed Contributor says:
    Vai dam kto akhon?
    1. Avatar photo Boston Author Post Creator says:
      সম্পূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো

Leave a Reply