আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় trickbd এর সদস্যগণ। কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি বলে আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে।

আমরা সচরাচর সবাই বিকাশ ব্যবহার করে থাকি। বলতে গেলে দৈনন্দিন জীবনে বিকাশের ব্যবহার আমাদের বেড়েই চলেছে। বর্তমান সময়ে বিকাশ ব্যবহার করে ক্যাশ আউট সেন্ড মানি এমনকি মোবাইল রিচার্জ করা যায়।

বিকাশ বরাবরই তার গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসে। বরাবরের মতো আবারও ঈদ অফার হিসেবে বিকাশ গ্রামীণফোন গ্রাহকদের জন্য নিয়ে আসলো ৯৯ টাকা রিচার্জ করলে ৯৯ টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ 😮😮(প্রতি মিনিটে প্রথম জন ক্যাশব্যাক পাবেন)

তো চলুন জেনে নেয়া যাক কিভাবে 99 টাকা রিচার্জ করে ৯৯ টাকা ক্যাশব্যাক পাবেন।

প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন তারপরে মোবাইল রিচার্জ লেখাটিতে ক্লিক করুন।

এবার এখানে আপনি আপনার গ্রামীণফোন মোবাইল নাম্বারটি দিবেন এবং ৯৯ টাকার রিচার্জ সিলেক্ট করুন।

এবারে এখানে আপনি আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে ট্যাপ করে ধরে থাকলে রিচার্জ হয়ে যাবে।


যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন 99 টাকা ক্যাশব্যাক।

অফারটি আগামীকালকে পর্যন্ত চলবে। ( দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ছয়টা এর মধ্যে রিচার্জ করবেন) তাহলে ক্যাশব্যাক পেতে পারেন। আমার পরামর্শ থাকবে আপনারা ইফতারের কিছু সময় আগে রিচার্জ করার চেষ্টা করবেন।

সে সময় সার্ভারে চাপ কম থাকে এবং সবাই ইফতার এর জন্য তৈরি হতে থাকে সেই জন্য জেতার সম্ভাবনা বেশি থাকে।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিক বিডি এর সাথেই থাকবেন।

আমার ছোট্ট একটা ওয়েবসাইট রয়েছে।
ভিজিট করে দেখে আসতে পারেন আমার ওয়েবসাইটটি এখানে থেকে

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন আমার ফেসবুকে এখানে👈👈

4 thoughts on "বিকাশ থেকে গ্রামীণফোন নাম্বারে ৯৯ টাকা রিচার্জ করে ৯৯ টাকা ক্যাশব্যাক!!😮😮 (শর্ত প্রযোজ্য) বিস্তারিত পোস্টে"

  1. Fujelahmed Contributor says:
    kew paile.janaio
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      চেষ্টা করুন পেলেও পেতে পারেন
  2. sakibhes Contributor says:
    99taka রিচার্জ করলে তো মিনিট আসবে
    কিন্তু আমার তো balance লাগবে
  3. Omar Faruk Contributor says:
    কি আজব ভাই ট্রিকবিডিতে ভাগ্য খুঁজতে আসে মানুষজন?

Leave a Reply