Be a Trainer! Share your knowledge.
Home » Mobile Banking » বিকাশ ও রকেট একাউন্ট এ বিনিময় রেজিস্ট্রেশন করুন খুব সহজেই বিস্তারিত পোস্ট এ.!

বিকাশ ও রকেট একাউন্ট এ বিনিময় রেজিস্ট্রেশন করুন খুব সহজেই বিস্তারিত পোস্ট এ.!

বাংলাদেশে যখন থেকে মোবাইল ব্যাংকিং চালু হওয়ার তখন থেকে বেশ ও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যাংক একাউন্ট গুলোতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যাই কিন্তু মোবাইল ব্যাংকিং গুলোতে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানো যাই না..! এই কারণে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের একের অধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখতে হতো এবং নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্ট থেকে টাকা লেনদেন করতে হয়।

এখন এই ভোগান্তি দিন শেষ এখন খুব সহজেই এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন যেমনঃ বিকাশ টূ রকেট, রকেট টু বিকাশ এবং সাথে আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট এ আর এই সিবা টি নাম হচ্ছেঃ বিনিময়

চলুন আগে জেনে নেয়া যাক বিনিময় টা কি.?

মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানিগুলোর মধ্যে আন্তঃলেনদেনের পাশাপাশি ব্যাংক হিসাবে সহজে টাকা পাঠানোর নতুন সেবা নাম হচ্ছে বিনিময়। মোবাইল ব্যাংকিং হিসেবে পরিচিত মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) কোম্পানিগুলোর একটির সঙ্গে আরেকটির পারস্পরিক লেনদেন করা যাবে। অর্থাৎ বিকাশ থেকে রকেট, এম ক্যাশ এর মধ্যে যেমন লেনদেন করা যাবে তেমনি ব্যাংক হিসাবে আরও সহজে অর্থ স্থানান্তর করা যাবে।

বিনিময়’ প্ল্যাটফর্মে একটি আইডি খুলে এমএফএস, ব্যাংক ও পিএসপি হিসাবে সহজেই লেনদেন করা যাবে; পৃথকভাবে ব্যাংক অ্যাকাউন্ট লেখার দরকার পড়বে না। পর্যায়ক্রমে বিভিন্ন পরিষেবার ফি ও বিল পরিশোধ করা যাবে

প্রাথমিকভাবে ১১টি ব্যাংক, এমএফএস ও পিএসপি আন্তঃলেনদেন সংযুক্ত হবে এরমধ্যে আট ব্যাংক হল- রাষ্ট্রায়ত্ত সোনালী, বেসরকারি ব্র্যাক, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, আল-আরাফাহ ইসলামী, ইউসিবি ও মিডল্যান্ড ব্যাংক।

তিন এমএফএস কোম্পানি- বিকাশ, ডাচ্‌-বাংলা ব্যাংকের রকেট ও ইসলামী ব্যাংক বাংলাদেশের এম ক্যাশ।

বিনিময় চালু করতে হবে কি ভাবে.?

বিনিময় এর মাধ্যমে অর্থ লেনদেন করতে বিনিময় প্ল্যাটফর্মে একটি হিসাব খুলতে হবে গ্রাহককে। আগে থেকেই অনুমোদিত এমএফএস, ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এতে যুক্ত থাকবে।

গ্রাহক হিসাব খোলার পর তার একটি গ্রাহক পরিচিতি নাম বা আইডি তৈরি হবে। তাহলেই তিনি ‘বিনিময়’ এর মাধ্যমে তার সংশ্লিষ্ট এমএফএস বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেনের জন্য যোগ্য বিবেচিত হবেন।

আবার যে গ্রাহককে অর্থ পাঠাবেন তারও বিনিময় সেবায় হিসাব থাকতে হবে। যার কাছে টাকা পাঠানো হবে প্রেরকের পক্ষ থেকে শুধু আইডি লিখলেই হবে। অর্থ স্থানান্তরের ক্ষেত্রে কোনো হিসাব নাম্বার বা কোনো পরিচিতি সংক্রান্ত অতিরিক্ত তথ্য দেওয়া লাগবে না।

বিকাশ ও রকেট একাউন্ট এ বিনিময় সেবা চালু করুন.!

যেভাবে বিকাশ অ্যাপ থেকে বিনিময়-এ রেজিস্ট্রেশন করবেনঃ

 

 

যেভাবে রকেট অ্যাপ থেকে বিনিময়-এ রেজিস্ট্রেশন করবেনঃ

রকেট অ্যাপ এ ঢুকে বিনিময় অপশন সিলেষ্ট করুন।

তার পর এখানে কম বেশি সব তথ্য দিয়াই থাকবে

১. নাম্বার এ আপনার জি-মেইল অ্যাকাউন্ট প্রদান করুন
২. নাম্বার বিনিময় এ লেনদেন এর জন্য ইউজার আইডি লিখুন (যেমনঃ Trickbd2012)
৩. নাম্বার এ আপনার ফার্স্ট নাম বা লাস্ট নাম প্রদান করুন

চিহ্নিত স্থান গুলোতে Yes দিয়ে দিন এবং Submit এ ক্লিক করুন।

বিনিময় এ লেনদেন এর জন্য ৬ সংখ্যা একটি পিন প্রদান করুন এবং Submit এ ক্লিক করুন।

আপনার রকেট একাউন্ট এ একটি ওটিপি কোড যাবে তা এখানে প্রদান করুন।

এখন Go Home এ ক্লিক করুন।

আপনার রকেট একাউন্ট এ বিনিময় রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে।

 

 

পরবর্তী পোস্ট এ দেখানো হবে বিনিময় এর মাধ্যমে বিকাশ টু রকেট এবং রকেট টু বিকাশ এ কি ভাবে লেনদেন করবেন.!

 

 

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

2 years ago (Nov 15, 2022)

About Author (765)

Uzzal Mahamud
Pro author

চলো সবাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলি....!!

Trickbd Official Telegram

44 responses to “বিকাশ ও রকেট একাউন্ট এ বিনিময় রেজিস্ট্রেশন করুন খুব সহজেই বিস্তারিত পোস্ট এ.!”

  1. MD Musabbir Kabir Ovi Author says:

    ধন্যবাদ,এত সুন্দর করে উপস্থাপন এর জন্য

  2. Sohel Rana Contributor says:

    bkash e to hocche na

  3. Leo Nazmul Contributor says:

    পোস্ট টা খুবই সুন্দর ছিল। তার জন্য ধন্যবাদ। তবে আমার রকেট অ্যাপস এ বিনিময় অপশন এখনো আসে নাই??

  4. tutul4321 Contributor says:

    Charge besi kate

  5. nov 8 e registration complete koresi bro.

  6. Fahim Sarkar Contributor says:

    বিকাশ খুলা এক নাম্বারে,রকেট খুলা অন্য নাম্বারে। এখন বিকাশে বিনিময় খুলার পর রকেটে বিনিময় খুলতে গেলে ইনভ্যালিড নাম্বার দেখায় এইটা কিভাবে ঠিক করবো ?

  7. Azim Contributor says:

    Amar number e bKash e kholsi, ekhon rocket e khulte gele mobile number already exist dekhai. ki korbo?

  8. bappy555@binimoy Contributor says:

    আমার একই নাম্বারে বিকাশ এবং রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করা আছে। আমি প্রথমে সফলভাবে রকেট অ্যাপ থেকে বিনিময় রেজিস্ট্রেশন করতে পেরেছি। কিন্তু এখন আর বিকাশ অ্যাপ থেকে বিনিময় রেজিস্ট্রেশন করতে পারছি না। এমনকি রকেট বিনিময় থেকে সম্পূর্ণ ভিন্ন ইউজার আইডি এবং ভিন্ন ইমেইল এড্রেস ব্যবহার করার পরেও বিকাশে বিনিময় রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আর সামনে আগাচ্ছে না। বারবার “something went wrong” নোটিফিকেশন দেখায়। যেসকল গ্রাহকের একই নাম্বারে বিকাশ এবং রকেট অ্যাকাউন্ট রয়েছে তাদের প্রায় সবার ক্ষেত্রেই এই সমস্যাটি হচ্ছে। প্রথমে যে অ্যাপ থেকে বিনিময় রেজিস্ট্রেশন করা হচ্ছে সেটি সফল হয়ে যাচ্ছে কিন্তু দ্বিতীয় অ্যাপ এর ক্ষেত্রে বিনিময় রেজিস্ট্রেশন ব্যর্থ হচ্ছে। একই নাম্বারে দুইটি আলাদা আলাদা একাউন্ট থাকার কারণে সৃষ্ট টেকনিক্যাল সমস্যাটি যেমন হাস্যকর তার থেকে বেশী হাস্যকর এখনো পর্যন্ত সমস্যাটির সমাধান করতে না পারা। আমরা কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত এই সমস্যার সমাধান আশা করছি।

    • bappy555@binimoy Contributor says:

      উজ্জ্বল ভাই বলেছেন প্রযুক্তির সাথে যেন আমরা তাল মিলিয়ে চলি কিন্তু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রযুক্তি আমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারছে না।
      “আগে যদি জানতাম, তবে প্রথমে বিকাশে বিনিময় খুলতাম… এই জ্বালা আর প্রানে সহেনা” ?

Leave a Reply

Switch To Desktop Version