বাংলাদেশে যখন থেকে মোবাইল ব্যাংকিং চালু হওয়ার তখন থেকে বেশ ও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের ব্যাংক একাউন্ট গুলোতে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানো যাই কিন্তু মোবাইল ব্যাংকিং গুলোতে এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠানো যাই না..! এই কারণে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের একের অধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালু রাখতে হতো এবং নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্ট থেকে টাকা লেনদেন করতে হয়।

এখন এই ভোগান্তি দিন শেষ এখন খুব সহজেই এক মোবাইল ব্যাংকিং থেকে অন্য মোবাইল ব্যাংকিং একাউন্ট এ টাকা পাঠাতে পারবেন যেমনঃ বিকাশ টূ রকেট, রকেট টু বিকাশ এবং সাথে আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং একাউন্ট এ আর এই সিবা টি নাম হচ্ছেঃ বিনিময়

যারা এখনো বিনিময় এ রেজিস্ট্রেশন করেননি তাড়া এই পোস্ট টি দেখুন এবং রেজিস্ট্রেশন করে নিন বিনিময় এ.!

বিঃদ্রঃ বিনিময় এর মাধ্যমে লেনদেন করার আগে বিনিময় এ রেজিস্ট্রেশন করে নিতে হবে তা না হলে লেনদেন করতে পারবেন।

আছকে আমি দেখাবো বিনিময় এর মাধ্যমে কি ভাবে Bkash To Rocket এবং Rocket To Bkash এ টাকা জন্য রিকোয়েস্ট পাঠাবেন অর্থাৎ রিকোয়েস্ট মানি পাঠাবেন।

রিকোয়েস্ট মানি পাঠানো ফ্রি কিন্তু রকেট একাউন্ট থেকে বিকাশ এ রিকোয়েস্ট মানি পাঠালে তা বিকাশ গ্রাহক গ্রহণ করে টাকা লেনদেন করলে তা হলে হাজার এ চার্জ কাটবে ১০ টাকা আর অপরদিকে বিকাশ একাউন্ট থেকে রকেট এ রিকোয়েস্ট মানি পাঠালে তা রকেট গ্রাহক গ্রহণ করে টাকা লেনদেন করে তা হলে কোনো ধরনের চার্জ কাটবে না আপাতত.?

বিনিময় এর মাধ্যমে Bkash To Rocket এ রিকোয়েস্ট মানি!

প্রথমে এ বিকাশ অ্যাপ এ ঢুকে বিনিময় অপশন সিলেক্ট করে বিনিময় এ ঢুকে  Request To pay তে ক্লিক করুন।

  • ১. এ কত টাকার রিকোয়েস্ট পাঠাবেন তার পরিমাণ দিয়ে দিন
  • ২. এ যাকে রিকোয়েস্ট পাঠাবেন তার User Id প্রদান করুন।
  • ৩. এ যে কোনো কিছু লিখে দিন।

তার পর Send Request এ ক্লিক করুন।

আপনার রিকোয়েস্ট সম্পূর্ণভাবে পাঠানো হয়েছে.?

এখন যাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সে যে ভাবে রিকোয়েস্ট টি গ্রহণ করবে।

রকেট অ্যাপ এ ঢুকে বিনিময় অপশন সিলেক্ট করে Pending RTP তে ক্লিক করুন।

তার পর রিকোয়েস্টটি দেখা যাবে এবং রিকোয়েস্টটি উপর ক্লিক করুন।

এখন ACCEPT এ ক্লিক করুন।

আপনার বিনিময় এর পিন প্রদান করুন।

আপনার রকেট একাউন্ট নাম্বার এ একটা কোড যাবে তা প্রদান করুন।

তার পর যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার বিকাশ একাউন্ট এ টাকা চলে আসবে.!

বিনিময় এর মাধ্যমে Rocket To BKash এ রিকোয়েস্ট মানি!

প্রথম এ রকেট অ্যাপ এ ঢুকে বিনিময় অপশন সিলেক্ট করুন এবং Request To pay (RTP) তে ক্লিক করুন।

  • ১. এ কত টাকার রিকোয়েস্ট পাঠাবেন তার পরিমাণ দিয়ে দিন
  • ২. এ যাবে রিকোয়েস্ট পাঠাবেন তার User Id প্রদান করুন।
  • ৩. এ যে কোনো কিছু লিখে দিন।

Request To pay (RTP) তে ক্লিক করুন

তার পর আপনার বিনিময় এর পিন প্রদান করুন।

আপনার রিকোয়েস্ট সফলভাবে চলে গিয়েছে.!

এখন যাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সে যে ভাবে রিকোয়েস্ট টি গ্রহণ করবে।

বিকাশ অ্যাপ এ ঢুকে বিনিময় অপশন সিলেক্ট করে request notification তে ক্লিক করুন।

ACCEPT এ ক্লিক করুন।

Purpose এ যে কোনো কিছু লিখে দিন এবং Proceed এ ক্লিক করুন

আপনার বিকাশ একাউন্ট এর পিন প্রদান করুন।

বিনিময় এর পিন প্রদান করুন।

তার পর যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার রকেট একাউন্ট এ টাকা চলে আসবে.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

15 thoughts on "বিনিময় এর মাধ্যমে কি ভাবে Bkash To Rocket এবং Rocket To Bkash এ টাকা জন্য রিকোয়েস্ট পাঠাবেন .!"

  1. Avatar photo Unlimited Fun Author says:
    ভালো তবে আমি এটা যানি।
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    কিছু মনে করবেন না,, এই টপিকে বহুত পোস্ট দেখলাম TRICKBD তে সুতরাং এই নিয়ে পোস্ট না করলেই ভালো হয়
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      এই রকম বিস্তারিত পোস্ট আছে। থাকলে লিংক দিন
    2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
      আছে মোটামুটি
    3. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      লিংক দিন তো
  3. Mahbub Pathan Author says:
    বিভিন্ন স্থানে বাক্য গঠনে ভুল রয়েছে এছাড়াও বানানতো রয়েছেই। তাই আমি বলব এগুলোর দিকে একটু খেয়াল রাখা উচিৎ।
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      voice দিয়ে কিছু স্থানে লেখা হয়েছে তো এই কারণে কিছু বানান ভুল হয়েছে.!
  4. Abdus Sabur abdus sabur Contributor says:
    ভাই! এম ক্যাশে কাজ করতেছে৷ আলহামদুলিল্লাহ
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      good
    2. Avatar photo Alimul Islam Author says:
      Mcash e kivabe korbo
    3. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      #Alimul_Islam পরবর্তীতে পোস্ট করা হবে ইনশাআল্লাহ
    4. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      #Alimul_Islam Mcash niye
  5. Avatar photo MD Shakib Hasan Author says:
    অনেক সুন্দর লিখেছেন
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ধন্যবাদ

Leave a Reply