আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বাংলাদেশের জনগণের কাছে টাকা লেনদেন করার আস্থা এর এক নাম হলো বিকাশ।

যা, গ্রাম এর প্রত্যন্ত অঞ্চল থেকে শহর পর্যন্ত বিস্তৃত। আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে এটার ব্যাবহার অনেক বেশি।

এছাড়াও আমরা বিভিন্ন কাজে ব্যাংক এর ক্রেডিট কার্ড/ভিসা কার্ড ইউজ করি যার মাধ্যমে বিভিন্ন শপিং মলে পেমেন্ট করি বা অন্যান্য কাজে ব্যাবহার করি।

কিন্তু হঠাৎ করেই দেখা যায় আমাদের ক্রেডিট কার্ডের / ভিসা কার্ডের ব্যালেন্স শেষ হয়ে যায় যার জন্য আমাদের বিড়ম্বনায় পড়তে হয়।

এমন বিড়ম্বনায় আমি নিজেও গতকাল পড়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে শপিং করতে গিয়ে ।

কিন্তু ইনস্ট্যান্ট আমি আমার বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে আমার কার্ডে টাকা ট্রান্সফার করে পেমেন্ট কমপ্লিট করি।

আপনাদেরও এমন বিড়ম্বনায় পড়তে যেনো না হয় এই জন্য আমি আপনাদের আজকে শিখিয়ে দিবো

তো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সরাসরি আপনার ডেবিট কার্ড/ভিসা কার্ডে টাকা ট্রান্সফার করবেন।

প্রথমেই আপনি বিকাশ অ্যাপ ওপেন করবেন । তারপর “বিকাশ টু ব্যাংক” সিলেক্ট করবেন।

এইবার এইখানে আপনি ভিসা ডেবিট কার্ড সিলেক্ট করবেন।

ভিসা কার্ডের ওপর আপনার কার্ড নাম্বার লেখা থাকবে এমন

এইবার আপনি আপনার ভিসা ডেবিট কার্ডের 16 ডিজিটের কোডটি এইখানে লিখুন। এগিয়ে যান লিখাতে ক্লিক করুন

এইবার আপনি কত টাকা পাঠাবেন সেই এমাউন্ট এইখানে লিখুন।

তারপর পিন নাম্বার টি এইখানে দিন।

এইবার ট্যাপ করে ধরে থাকুন।

আপনার কাজ শেষ এক মিনিটের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা চলে যাবে ।

টাকা গেলে এমন কনফার্মেশন এসএমএস পাবেন।

কিছু ব্যাংকে টাকা অ্যাড হতে 30 মিনিটের মত সময় লাগতে পারে।

এছাড়াও বিকাশ থেকে যদি প্রথমবার টাকা ট্রান্সফার করেন ইনস্ট্যান্ট 100 টাকা এর মত ক্যাশব্যাক পেয়ে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে।

তো আপনারা এইভাবেই খুব সহজেই ব্যাংকের ঝামেলা না করে সরাসরি বিকাশ থেকে আপনার একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্ট টি পড়ার জন্য।

দেখা হবে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

22 thoughts on "ব্যাংকে না গিয়ে বিকাশ থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন যেভাবে জেনে নিন!!"

  1. Ashraful Author says:
    Jana chilo age thekei
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি জানার জন্য ধন্যবাদ
    2. Ashraful Author says:
      Welcome ?
  2. Levi Author says:
    সহজ টিপস।কিন্তু পোস্ট সুন্দর হয়েছে।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সুন্দর মন্তব্য এর জন্য ধন্যবাদ আপনাকে
    2. Levi Author says:
      স্বাগত।
  3. অসাধারণ ট্রি।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      মন্তব্য করার জন্য ধন্যবাদ
    2. ওয়েলকাম।
  4. Sohel Khan Contributor says:
    100 taka cashback er source ki??
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      প্রথম বার যদি আপনি ব্যাংকে পাঠান তাহলে পাবেন
  5. MD Shakib Hasan Author says:
    কাজের পোস্ট । গুড
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ
  6. Md Abdus Sabur Legend Author says:
    প্রথম বার কোন ক্যাশব্যাক দেইনা এটা সঠিক না।
    1. Md Abdus Sabur Legend Author says:
      মাঝে মাঝে ওরা অফার দেই তখন পাওয়া যায়
    2. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      এটা বিকাশ অফিসিয়াল ভাবে বলছে ভাই আমার কথা ন তো
    3. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি বিকাশ সব সময় অফার দেই
  7. abdus sabur Contributor says:
    এভাবে কি ইসলামি ব্যাংকেও ট্রান্সফার করা যাবে?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বাংলাদেশের সব ব্যাংকে টাকা পাঠাতে পারবেন

Leave a Reply