বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর সেবাদানকারী একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সবচাইতে বড় অর্থায়ন প্রতিষ্ঠান। এটি ব্যাঙ্ক হিসাববিহীন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে চালু করা হয়েছে.!

যাদের হাতে একটি করে মোবাইল ফোন আছে তাদের প্রত্যেকের কম বেশি একটি করে বিকাশ একাউন্ট খুলা আছে। আমরা বিভিন্ন কারণে বা অনেক দিন ধরে বিকাশ একাউন্ট ব্যবহার না করে বিকাশ একাউন্ট এর পিন ভুলে যায় আর সেই পিন রিসেট করার জন্য বিকাশ এর কাস্টমার কেয়ার এ যেতে হয় বা কাস্টমার কেয়ার এ ফোন দিতে হয় এবং একাউন্ট এর বিভিন্ন ধরনের তথ্য দিয়ে পিন রিসেট করে নিতে হয় অনেক এক ঝামেলার কাজ

কিন্তু এখন খুব সহজে বিকাশ অ্যাপ দিয়ে মাত্র কয়েকটি ধাপেই পিন রিসেট করে নিতে পারবেন। লাগবে আর কাস্টমার কেয়ার এ যেতে বা কাস্টমার কেয়ার এ ফোন দিতে এবং লাগবে কোনো ধরনের তথ্য দিতে

বিকাশ একাউন্ট এর পিন রিসেট করতে প্রথম এ বিকাশ এ ঢুকেন এবং পিন ভুলে গিয়েছেন.? এই অপশন এ ক্লিক করুন।

পিন রিসেট করুন এই অপশন এ ক্লিক করুন।

একটি ভেরিফিকেশন কোড যাবে তা অটোমেটিক নিয়ে নেবে এবং নিশ্চিত করুন এই অপশন এ ক্লিক করুন।

চেহারা স্ক্যান করুন এই অপশন এ ক্লিক করুন।

যার নামে বিকাশ একাউন্ট খুলা আছে তার চেহারা স্ক্যান করে নিন

এখন অস্থায়ী পিন দিন এই অপশন এ ক্লিক করুন।

তার পর আপনার বিকাশ একাউন্ট নাম্বার এ ৫ সংখ্যা একটি পিন যাবে তা প্রদান করে দিয়ে নিশ্চিত করুন এ ক্লিক করুন।

তার পর আপনার মন মত ৫ সংখ্যা নতুন পিন দিয়ে নিশ্চিত করুন এ ক্লিক করুন।

এখন আপনার নতুন পিন দিয়ে বিকাশ একাউন্ট এ লগইন করুন.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

8 thoughts on "বিকাশ একাউন্টের পিন রিসেট করুন এখন নিজে নিজে খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই.!"

  1. Avatar photo MD Hasan Xhmed Author says:
    ভালো সিষ্টেম দিয়েছে বিকাশ দেখে ভালো লাগলো।
  2. Avatar photo MD Musabbir Kabir Ovi Author says:
    এই সিস্টেম টা ভালো লেগেছে বিকাশের
  3. Avatar photo mdmamunrahman Contributor says:
    যার নামে বিকাশ একাউন্ট খুলা আছে তার চেহারা স্ক্যান করে নিন
    Se jodi mara jay tokhon ki bhabe hobe
    1. Avatar photo Uzzal Mahamud Pro Author Post Creator says:
      কাস্টমার কেয়ার এ ফোন দিয়ে রিসেট করে নিতে হবে.!
  4. Avatar photo ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    ধন্যবাদ ভাই অত্যন্ত দরকারি পোস্টটি করার জন্যে।
  5. Asif Contributor says:
    সবাই বিকাশের পিন শেয়ার করা থেকে বিরত থাকবেন ।

Leave a Reply