Cellfin to Nagad Fund Transfer. সেলফিন থেকে নগদে টাকা পাঠান খুব সহজেই। এখন সরাসরি সেলফিন থেকে যেকোন নগদ নাম্বারে টাকা পাঠাতে পারবেন।

Cellfin to Nagad Fund Transfer ।। সেলফিন থেকে নগদে টাকা পাঠান খুব সহজেই।
Cellfin to Nagad Fund Transfer ।। সেলফিন থেকে নগদে টাকা পাঠান খুব সহজেই।
আসসালামু আলাইকুম ? কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আমি মোঃ রজ্জব আলী আছি আপনাদের সাথে।
সম্প্রতি ইতিমধ্যে সেলফিন তাদের অ্যাপটি আপডেট করেছে। ফলে এখন খুব সহজেই সেলফিন থেকে যেকোনো নগদ নাম্বারেই টাকা পাঠানো যাবে। সেলফিন বাংলাদেশ ইসলামী ব্যাংকের একটা ডিজিটাল ওয়ালেট সেবা। সেলফিন অনেক জনপ্রিয় একটি ডিজিটাল ওয়ালেট। সেলফিন রেজিষ্ট্রেশন করলেই ফ্রি একটি ভার্চুয়াল ভিসা এবং মাস্টার কার্ড পাওয়া যায়।

প্রথমেই আপনার সেলফিন অ্যাপটি আপডেট করে নিন। Cellfin লগইন করে তারপর Fund Transfer এ ক্লিক করুন।

এখানে এসে আপনি নগদ সিলেক্ট করুন। বিকাশে পাঠাতে চাইলে বিকাশ সিলেক্ট করতে হবে। এখান যা যা দেখতে পারছেন সবগুলোতেই টাকা পাঠাতে পারবেন।
নগদ সিলেক্ট করে। এখানে আপনার নগদ নাম্বার দিন। যেটাতে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন। নাম্বার দেওয়ার পরে Next বাটন ক্লিক করুন।

 

Next বাটন ক্লিক করে এখানে আসলে। তারপরে কোন মাধ্যম থেকে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করুন। সেলফিন অ্যাকাউন্ট, ইসলামী বাংকের অ্যাকাউন্ট, অথবা ইসলামী বাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড টি ক্লিক করুন।
কতো টাকা পাঠাতে চান? টাকার সংখ্যাটি দিন। নগদ নাম্বার দেওয়ার পরে অটোমেটিক যার নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার NID এর রেজিষ্ট্রেশন কৃত নামটি উঠবে। যে NID দিয়ে তার অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন করেছে। সে নাম টি উঠবে। তারপরে আপনি কি জন্য টাকা পাঠাবেন তার একটি নোট লিখুন। একটা কিছু লিখে দিলেই হলো। পরে আপনার ৬ সংখ্যার সেলফিন পিন নাম্বার টি দিন। তারপরে Submit বাটনে ক্লিক করুন।

সাবমিন বাটন ক্লিক করা পরে এখানে দেখবেন সবকিছু ঠিক আছে নাকি। পরে কনফার্ম করবেন। দেখবেন টাকা চলে গেছে।

 

পোস্টি সর্বপ্রথম technicalknowledge.me তে প্রকাশ হয়েছে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন ফেইসবুক পেইজে।আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

7 thoughts on "Cellfin to Nagad Fund Transfer ।। সেলফিন থেকে নগদে টাকা পাঠান খুব সহজেই।"

  1. Asif Contributor says:
    অসাধারণ
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      ধন্যবাদ!

      ট্রিকবিডির সাথেই থাকুন।

    2. Asif Contributor says:
      Welcome
  2. MD Hasan Xhmed Author says:
    এটা জানানোর জন্য ধন্যবাদ।
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      ধন্যবাদ!

      ট্রিকবিডির সাথেই থাকুন।

  3. Saidul Islam Contributor says:
    এটা জানা ছিলো না। এটা জানানোর জন্য ধন্যবাদ।
    1. Md Rajjab Ali Author Post Creator says:
      ট্রিকবিডির সাথেই থাকুন। দেখা হচ্ছে নতুন কোন ট্রিক নিয়ে ?

Leave a Reply