আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের বাংলাদেশের প্রায় 65 শতাংশ বৈদেশিক মুদ্রা আসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে।

যার ফলে বাংলাদেশ তার অর্থনৈতিক অবস্থা সাবলীল ভাবে বজায় রাখতে পারে, এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সংপৃক্ত হতে পারে।

কিন্তু তবুও দেখা যায় আমাদের অনেক প্রবাসী ভাই আছেন যারা ব্যাংকিং চ্যানেল দিয়ে টাকা না পাঠিয়ে হুন্ডি করে টাকা পাঠান।

যার ফলে বাংলাদেশ সরকার তার প্রাপ্য রেমিটেন্স পান না, এবং দেশের ভারসাম্য নস্ট হয়।

এই সমস্যা এর সমাধানে বাংলাদেশ সরকার এর উদ্যোগে বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে প্রণোদনা প্যাকেজ প্রদান করছে।

বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর একটি সহজ মাধ্যম হলো western union

যার মাধ্যমে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো যায়। এবং সেটি রেমিটেন্স হিসেবে গ্রহণ করা হয়।

এইবার সরকার এবং বিকাশ এর উদ্যোগে western union দারুণ একটা সুবিধা নিয়ে এসেছে।

বিদেশ থেকে বাংলাদেশে western union এর মাধ্যমে টাকা পাঠানো হলে এবং সেটি যদি বিকাশে পাঠানো হয় তাহলে প্রতি হাজারে ২৫ টাকা বোনাস পাবেন

এবং বিকাশ থেকে ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন

এই জন্য western union থেকে ১০ হাজার টাকা সমপরিমাণ টাকা রেমিটেন্স পাঠাতে হবে।

এবং যেকোনো এজেন্ট পয়েন্ট থেকে টাকা তুললে এই বোনাস পাওয়া যাবে।

অফারটি ৯ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে।

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে পোস্ট টি পড়ার জন্য। TRICKBD এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

4 thoughts on "বিকাশে রেমিটেন্স আনলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নিয়ে নিন!!"

  1. Avatar photo Arfat Edward Contributor says:
    Payoneer teke tu pelam na jeta age dito
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সেটা অফ
  2. Avatar photo Rasel islam Contributor says:
    বিকাশ থেকে ক্যাশ আউট দিতে হবেনা?
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      দিতে হবে তবে বোনাস পাবেন

Leave a Reply