আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমরা প্রায় সবাই আছি যারা,,বাইরে থেকে কেনাকাটা বা শপিং করতে পছন্দ করি,, তাই আমরা ক্যাশ এর পাশাপাশি কার্ড বা অন্য কিছু ইউজ করি পেমেন্ট এর জন্য।

যা, আমাদের জীবনকে সহজ করে দিয়েছে,, বিভিন্ন বড়ো বড়ো সুপার শপ গুলোতে বা রেস্টুরেন্ট গুলোতে পেমেন্ট এর জন্য কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হয়।

কিন্তু এই জন্য বিভিন্ন ফাইন্যান্সিয়াল সার্ভিস এর একাউন্ট থেকে পেমেন্ট করতে হয়,, কারণ সব মার্চেন্ট এর কাছে আপনার ব্যবহৃত সার্ভিস নাও থাকতে পারে।

যা, আপনার জন্য ঝামেলা, এই সমাধান এনেছে বাংলা কিউআর, যা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে উদ্ভাবিত এক ডিজিটাল ওয়ালেট।

যার মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন কিউআর কোড ব্যবহার করেই,

আর এই বাংলা কিউআর এর বড় সুবিধা হলো বাংলাদেশের সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এটাই সাপোর্ট করে,, যা গ্রাহকদের জন্য বেশ সুবিধা জনক।

এই কিউআর কোড স্ক্যান করে আপনার ব্যবহৃত সার্ভিস এর মাধ্যমে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট করতে পারবেন অনায়াসে।

আর এটার বড়ো সুবিধা হলো আলাদা করে সার্ভিস চার্জ প্রদান করতে হবে না, সরাসরি পেমেন্ট করা যাবে।

বর্তমানে ঢাকার বিভিন্ন সুপার শপ গুলোতে এই বাংলা কিউআর এর ব্যাবহার শুরু হয়েছে।

ধীরে ধীরে সারা বাংলাদেশে এটি চালু হবে,, তাহলে গ্রাহকরা পেমেন্ট এর সময় নিশ্চিন্তে নিজের ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন।

তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য trickbd এর সাথেই থাকুন।

4 thoughts on "বাংলা কিউআর কি? এটার সুবিধা কি জেনে নিন বিস্তারিত!!"

    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ
  1. Avatar photo Alif Islam Contributor says:
    অনেক হেল্পফুল পোষ্ট করেছেন । আশা করি সামনে আরো ভালো পোষ্ট পাবো।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      জ্বি অবশ্যই

Leave a Reply