আসসালামু আলাইকুম ট্রিক বিডিতে সবাইকে স্বাগতম আমি অভি আছি আপনাদের সাথে।

সবাইকে জানাই রমজানুল মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে ?

বাংলাদেশ দিন দিন উন্নতি এর চরম শিখরে পৌঁছে যাচ্ছে, উন্নয়ন ঘটছে নিত্য নতুন ভাবে প্রতিদিন।

একটা সময় ছিল যখন দেশের এক কোণে থেকে অন্য কোণে টাকা পয়সা লেনদেন করতে হলে অনেক সময় লাগতো।

বলতে গেলে টাকা পাঠালে সেটা গ্রাহকের কাছে পৌঁছাতে সময় লাগতো প্রায় ১ সপ্তাহ বা ১ মাস এর মত।

কিন্তু ২০১০ সালে বাংলাদেশে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চালু হওয়ার পর থেকে মানুষ এর এক জায়গা থেকে অন্য জায়গা তে টাকা পাঠানোর সমস্যা এর সমাধান হয়েছে।

২০১০ সালে ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশে বিকাশ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করে।

এবং বিকাশে লেনদেন এর মাধ্যমে মানুষ মুহুর্তের মধ্যে কয়েক সেকেন্ড এর ব্যাবধানে টাকা লেনদেন করতে পারছে।

ব্যাবসা বাণিজ্য সব কিছুর প্রসার ঘটেছে, মানুষ অর্থনীতি এর দিক দিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছে।

বিদেশ থেকে মুহূর্তে রেমিটেন্স প্রবাহ আনতে সাহায্য করছে বিকাশ, যার ফলে দেশ এর অগ্রগতি বৃদ্ধি পাচ্ছে প্রবাসীদের প্রাপ্ত রেমিটেন্স থেকে।

বিকাশ বরাবরই তার গ্রাহকদের জন্য বিভিন্ন অফার দিয়ে থাকে, এইবারও এর ব্যতিক্রম ঘটেনি।

রমজান মাস উপলক্ষে অনেক টাকা পয়সা লেনদেন হয় কেনাকাটা সহ অন্যান্য কাজে, এই সময় বিকাশ দিচ্ছে ক্যাশ আউটে ক্যাশব্যাক অফার।

১০ হাজার থেকে ১৫ হাজার টাকা ক্যাশ আউট করলে ইনস্ট্যান্ট ৫ টাকা ক্যাশ ব্যাক।

১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করলে ইনস্ট্যান্ট ১০ টাকা ক্যাশ ব্যাক।

এবং পুরো ২৫ হাজার টাকা ক্যাশ আউট করলে দিচ্ছে ২০ টাকা ক্যাশ ব্যাক।

অফারটি সকল বিকাশ গ্রাহক প্রথম রমজান থেকে ২২ এপ্রিল ২০২৩ পর্যন্ত আনলিমিটেড বার নিতে পারবেন।

অফারটি চাইলে অ্যাপ থেকে অথবা ইউএসডি কোড ব্যবহার করে নিতে পারবেন যেকোনো বিকাশ গ্রাহক।

উৎসব অনুষ্ঠান এর এই সময় বলা যায় এটা বিকাশ অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য

10 thoughts on "বিকাশ থেকে ক্যাশ আউট করে নিয়ে নিন ক্যাশ ব্যাক!! সবাই পাবেন"

  1. Rasedul Hasan Contributor says:
    টাইটেল দেখে ভাবছিলাম অন্য কিছু। মানে আমার নগদে রিচার্জেও এর থেকে বেশী ক্যাশব্যাক
  2. ZoRD Erin Contributor says:
    ????????????????
  3. All Razik Contributor says:
    ??????????
  4. All Razik Contributor says:
    25k takar cash out charge nibe 25*18=450 taka and cash back dibe 20 taka????????????????
  5. All Razik Contributor says:
    tar mane 430 taka cash out charge
  6. Lolipop Boy Contributor says:
    বড্ড উপকার করলেন ভাই?
  7. bappakhan Contributor says:
    এরে কেউ চুল ফাঁক করে টোকা মার….।
  8. J ì J Ltd. Contributor says:
    Bikash re ganja dei keda buji na
  9. J ì J Ltd. Contributor says:
    Ei gajakhuri post dewa bondho koren

Leave a Reply