গুঞ্জন উঠেছে এপেল তার পরবর্তী প্রজন্মের

iphone14

সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

প্রযুক্তিভিত্তিক সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে

আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে সংস্থাটি আলোচ্য সিরিজের ঘোষণা করতে পারে। আই ফোনে নতুন সিরিয়াল ট্রাইল প্রোডাকশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

এক মাসের মধ্যেই শুরু হবে বিপুল পরিমাণ উৎপাদন! লক্ষ্যমাত্রায় পৌঁছালে সেপ্টেম্বরেই ফোনটি উন্মোচন করা হবে।

ধারণা করা হচ্ছে আগামী

১৩ সেপ্টেম্বর

আনুষ্ঠানিকভাবে বাজারে আসার ঘোষণা দেওয়া হতে পারে। প্রতিবছর ঠিক এই দিনে সংস্থাটি তাদের iphone সিরিস উন্মোচন করে থাকে তাই এই বছরও তার ব্যতিক্রম ঘটবে না বলে মনে করা হচ্ছে।

অ্যাপেল কর্তৃপক্ষ এসব বিষয় নিয়ে অফিসিয়াল ভাবে এখনো কিছুই জানায়নি, তবে ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে বাজারে আসতে যাওয়া নতুন মডেলের স্পেসিফিকেশন।

এবারও আইফোন ১৪ সিরিজের চারটি ভেরিয়েশন দেখতে পাবেন গ্রাহকরা

এগুলো হলো আইফোন ১৪, আইফোন ফোরটিন ম্যাক্স, আইফোন ফোরটিন প্রো, এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স।


এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স, এবং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স, এর ডিসপ্লের আকার বড় হবে।  তুলনামূলকভাবে ছোট ডিসপ্লে থাকবে! আইফোন ফোরটিন এবং আইফোন প্র মডেল এ।

ম্যাক্স এবং প্রো মেক্স এর ডিসপ্লের আকার হবে ৬.৭ ইঞ্চি! অপরদিকে iphone ১৪ এবং ১৪ প্র তে ৬.১ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হতে পারে।

ইতিমধ্যে ১৪ সিরিজের মডেলের দাম ও প্রকাশ্যে এসেছে!

সবগুলো ভার্সন ই পূর্বের চেয়ে বেশি অর্থ দিয়ে কিনতে হবে গ্রাহকদের।

iPhone 14 & iPhone 14 Max নির্ধারণ করা হয়েছে যথাক্রমে

৮৯৯ এবং ৯৯৯ ডলার

আর বাকি দুইটা ভার্সন কিনতে চাইলে গ্রাহকদের ব্যয় করতে হবে ১০৯৯ এবং ১১৯৯ ডলার।

প্রতিটি নতুন সিরিজেই গ্রাহকদের জন্য চমক রাখে আপেল সংযুক্ত করা হয় সর্বাধুনিক প্রযুক্তি এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।

দুইটা ভেরিয়ান্টের ডিসপ্লের সেপে আনা হচ্ছে পরিবর্তন!

১৪ প্রো এবং ফোরটিন প্রো ম্যাক্সে মডেলে দুটিতে তিল শেপ ডিজাইনের ডিসপ্লে দেখা যাবে।
যেটি পূর্ববর্তী কোন iphone সিরিজে দেখা যায়নি।

তবে বাকি দুটি মডেলের ডিসপ্লেতে কোন পরিবর্তন আসবে না, সেগুলো পূর্বের মতোই হোয়াইট নস স্টাইলে ডিসপ্লে ডিজাইনের সঙ্গে বাজারে আসবে।


ধারণ করা হচ্ছে সবগুলোতে লাগানো হবে লেটেস্ট

a16 bionic chipset

অনেকে আবার বেস মডেল দুটিতে পুরোনো a15 bionic chipset দেওয়া হবে বলে দাবি করছেন।

নতুন সিরিজের চারটি ভেরিয়েশনেই দেওয়া হবে ৬ গিগাবাইট র্যাম।

ব্যাটারির সক্ষমতা আসতে পারে পরিবর্তন। এগুলোতে থাকবে ২০ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং সাপোর্ট।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বড় চমক আসতে চলেছে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স এর ক্যামেরায়।

এগুলোতে থাকবে

ট্রিপল ক্যামেরা সেটআপ

যার মধ্যে একটি হবে পূর্বের মডেল আইফোন থার্টিন প্রো ম্যাক্স এর চাইতেও ৬৭% বড় সেন্সর যুক্ত ৪৮ মেগাপিক্সেল।
এছাড়াও থাকবে

১২ মেগাপিক্সেলের

একটি করে আল্ট্রা অয়াইড এবং টেলি ফটো ক্যামেরা।

অপরদিকে আইফোন ১৪ এবং iphone ১৪ ম্যাক্স এ থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ! যার মধ্যে

১২ মেগাপিক্সেলের

একটি প্রধান ক্যামেরা এবং আরেকটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট ক্যামেরা।

সেলফি ক্যামেরায় থাকছে অটো ফোকাস প্রযুক্তি ফাইভ এলিমেন্টের পরিবর্তে থাকবে ৬ এলিমেন্ট লেফট এর ফলে সেলফি ক্যামেরায় আগের চাইতে অনেক ভালো মানের ছবি তুলতে পারবেন গ্রাহকরা।

১৩ সেপ্টেম্বর লঞ্চ করা হলে

এর তিনদিন পর থেকে শুরু হবে ডিভাইস গুলোর জন্য প্রি অর্ডারের কার্যক্রম! আর শিপমেন্ট শুরু হতে হবে ২৩ সেপ্টেম্বর থেকে।

Contract Facebook: facebook.com/imran.sameya

আজকের মত এখানে ই শেষ করছি আশা করছি খুব শিগগিরই নতুন কিছু নিয়ে হাজির হচ্ছি সেই পর্যন্ত সাথেই থাকুন ট্রিকবিডির ধন্যবাদ।❤️

3 thoughts on "সামনের মাসেই আসছে আইফোন ১৪ সিরিজ! কি নতুন চমক থাকছে এবারে সিরিজে?"

  1. holoin Subscriber says:
    হেডার আইফোন ১৪
  2. xD Abubokor Contributor says:
    হেডার আইফোন ১৪
  3. Levi Author says:
    সুন্দর।

Leave a Reply