price

৳20,599 4/64 GB
৳21,499 4/128 GB
৳23,499 6/128 GB
৳24,499 8/128 GB

Shakil Ahmed Ovi

এক নজরে স্পেসিফিকেশন


Xiaomi Redmi Note 11 এ থাকছে 6.43 ইঞ্চি full HD+ super amoled ডিসপ্লে। ফ্রন্ট ক্যামেরা ডিজাইন হিসেবে punch hole middle camera ডিজাইন । পিছনের ক্যামেরাটি কোয়াড 50+8+2+2 মেগাপিক্সেল । সামনের ক্যামেরাটি 13 মেগাপিক্সেল। এটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 এম্পিয়ার ব্যাটারী সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার  এবং ram হিসেবে থাকছে 4/6/8 জিবি ও ইন্টার্নাল স্টোরেজ হিসেবে পাবেন ৬৪/১২৮ জিবি, 2.4 GHz অক্টা-কোর CPU । চিপসেট থাকছে Qualcomm Snapdragon 680 4G (6 nm) chipset । আরো থাকছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।

একনজরে ফোনটির ভালো কিছু দিক

ফোনটির ইউনিট লুক অবশ্যই মন কারতে বাধ্য ।
ফোন দিতে ব্যবহার করা হয়েছে ৯০ গিগা হর্স এর ফুল এইচডি প্লাস সুপার এমোলেড ডিসপ্লে । সাথে থাকবে গরিলা গ্লাস 3 এবং স্প্ল্যাশ প্রোটেকশন বডি । ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমার কোন অভিযোগ নাই ক্যামেরা কোয়ালিটি জাস্ট অসাম ছিল । এন্ড্রয়েড ভার্সন ১১ সাথে একটি সবচেয়ে স্মুথ এবং অপটিমাইজড ইউ আই পেয়ে যাবেন আমার মনে হয় এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন নেই

ফোনটির কমতি দিকগুলো

কোনটি দিকগুলোর মধ্যে আমার চোখে পড়েছে এতে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে না, আমার মনে হয় এই বাজেটে 4k ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল । একটি বিষয় সেটি হচ্ছে প্লাস্টিক বডি ব্যবহার করার চেয়ে আমার মনে মনে হয় এই বাজেটে আমরা মেটেরিয়াল গ্লাস আশা করতে পারি বাট মোবাইলটিতে গ্লাস বডি নেই।

Full Specifications


Colors

Graphite Gray, Pearl White, Star Blue

Connectivity

dual sim
2g,3g,4g।
wifi hotspot
wifi direct

Body

Punch-hole design
Material Gorilla Glass 3 front, plastic body

Display

6.43 inches display
Resolution: Full HD+ 1080 x 2400 pixels (409 ppi)
AMOLED Touchscreen Corning Gorilla Glass 3Features and 90Hz refresh rate

Back Camera

Quad 50+8+2+2 Megapixel
Full HD (1080p)

Front Camera

13 mp

BatteryType and Capacity

Lithium-polymer 5000 mAh (non-removable) with 33w fast charger

Performance, Ram & Processor

Android 11 (MIUI 13)
Chipset Qualcomm Snapdragon 680 4G (6 nm)
RAM 4 / 6 / 8 GB
Processor Octa core, up to 2.4 GHz

Storage

64/128 gb with micro sd slot upto 512gb

Security

pattern, pin, password,
fingerprint and face unlock etc

Other Features

USB Type-C ✅Bluetooth v5.3

ব্যক্তিগত মতামত:

8/128 ভেরিয়েন্টের দাম হচ্ছে প্রায় 24 হাজার টাকার কাছাকাছি, সুতরাং আমরা এর থেকে ৬৪ ক্যামেরা আশা করতে পারি কিন্তু ক্যামেরা কোয়ালিটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই । মোবাইলটির একটি সুবিধা হচ্ছে এখানে আপনি 4gb থেকে শুরু করে 8 পর্যন্ত নিজের সুবিধা অনুযায়ী বেছে নিতে পারবেন । এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা অনেক শক্তিশালী হয়তবা এই প্রসেসর টি র সাথে অনেকে পরিচিত । এখান থেকে বেটার এবং স্মার্ট পারফরম্যান্স পাবেন । ৫০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এতে অনায়াসে দুই তিন দিনের মতো ব্যাকআপ পাবেন, যারা গেমার রয়েছেন এক চার্জে 1 দিনের মত ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন সাথে তো 33 ওয়াটার ফাস্ট চার্জার থাকছেই । তবে ফোনটিতে প্লাস্টিক বডি ব্যবহার করাটা মোটেই ভালো লাগেনি ।

এই রিভিউ টি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পোস্টে একটি লাইক করে দিবেন এবং একটি সুন্দর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন খোদা হাফেজ

14 thoughts on "এই মাসে গুগলে সর্বোচ্চ সার্চ হওয়া ফোন Xiaomi Redmi Note 11 নিয়ে আমার মতামত ।"

  1. Levi Author says:
    সুন্দর রিভিউ।
  2. TAHER Author says:
    ভালোই লিখেছেন।
  3. Abir Contributor says:
    এ ফোনের বেশিরভাগ ইউজারদের রিভিউ খারাপ,, আর ক্যামেরাও তো ভালো না
    1. Roksana Ovi Author Post Creator says:
      Apni sothik info pannai mone hoi
    2. Sadaq Contributor says:
      ক্যামেরাটা বাজেট হিসেবে একটু কম লাগে। আর অন্য কোন সমস্যা তো পেলাম না ১ মাসের কিছু বেশি ব্যবহারে।
  4. Bokul Serker Contributor says:
    hmm valoi phone ta ami use korsi 4-5 month holo
  5. Tishat Ahmed Author says:
    Realme narzo 50 নিয়ে একটা রিভিউ দেন ভাই..!? আরেকটা কথা ভাই Redmi note 11 বনাম Realme narzo 50 কোনটা ভালো হবে আমি কিনবো..!❤️?
    1. Roksana Ovi Author Post Creator says:
      3-4 mas agei korechilam bro. Profile check koro
  6. Shakib Contributor says:
    ami user camera er jonno gcam best ….
  7. Shakib Expert Author says:
    splendid review
  8. Md Sihab Ali Contributor says:
    ৩-৪টি ভালে গেমিং ফোন রিভিউ দেন
    ২৫K এর মধ্যে & ৭০০০mAh Battery??
  9. Sadaq Contributor says:
    “আরো থাকছে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট এর সুবিধা ।”

    ভাই, এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো পাওয়ার বাটনে

  10. Rakib Contributor says:
    Full Geo phone copy
    faltu phone

Leave a Reply