অবশেষে চলে আসলো Itel Vision 5 Plus । প্রতিবারের মতোই এবারো Itel নিয়ে আসলো কমদামে Best ফোন

ফোনটির Specifications জেনে নেয়া যাক:

Display: 6.6inch IPS Full HD+ display

Thickness: 8.42mm

Processor: UniSOC T606

Ram:4GB

Storage: 128GB

Camera: 16MP Triple Camera

Battery: 5000mAH

Fast Charing: 18W

Fingerprint: Side Mounted

এই ফোনটি পাওয়া যাবে দুইটি Colour Variant এ।নিচে এগুলো দেওয়া হলো:

 

Specifications শুনেই হয়তো বুঝতে পেরেছেন ফোনটি কেমন

এবার কথা বলা যাক ফোনটি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত

ফোনটির Price অনুযায়ী বলতে গেলে এর Specification অসাধারণ।অনেকেই আছেন যারা ১০-১৫হাজারের মধ্যে ফোন খুঁজেন। কিন্তু দেখা যায় কোনো ফোন এ Full HD+ display আছে কিন্তু Fingerprint Rare mounted আবার কোনোটিতে সবই ঠিকঠাক কিন্তু Processor ভালো না।তবে এই ফোনটিতে সবই একদম Perfect।

অনেকের মনে প্রশ্ন আসতে পারে UniSOC T606 Processor কেমন?তবে এই Processor টি থেকে আপনি Halio G70 এর মত Performance পাবেন।অর্থাৎ ফোনটি দিয়ে আপনি PUBG,FREE FIRE,COD এর মত গেম গুলো খেলতে পারবেন

কারা কিনবেন এই ফোন?

যাদের Budget ১০-১৫হাজার টাকার মধ্যে এবং যারা এই বাজেটে Full HD+ Display,Stylish Design, Slim, ভালো Camera, ভালো Battery, বেশি Storage,Fast Charging,Side Mounted Fingerprint চান তারা এই ফোনটি কিনতে পারেন।

এই ফোনটি দিয়ে আপনি Youtube,Facebook কোনো সমস্যা ছাড়াই চালাতে পারবেন। এছাড়া টুকটাক Gaming ও করতে পারবেন এই ফোন দিয়ে।এছাড়া 16MP Camera থাকায় টুকটাক photography করতে পারবেন।এছাড়া 5000mAH Battery থাকায় ১দিনের মত Backup পাবেন আর 18W এর Fast Charing তো আছেই।তাছাড়া ফোনটির  thickness কম থাকায় হাতে নিয়েও Comfort Feel করবেন।

ফোনটির Price: 4/128 – 13,690 BDT.

 

 

 

9 thoughts on "বাজার কাপাতে চলে এলো Itel Vision 5 Plus"

  1. MD Shakib Hasan Author says:
    মোটামুটি সব ঠিক আছে
  2. Sohag21 Author says:
    দাম অনুযায়ী ঠিক‌ই আছে।
    1. Shakil Ahmed Ovi Author says:
      Bro phone somporke valo na janle seta niye kotha na bolai valo. T606 ei processorg35 er ceyeu koma, 10k tei paua jai jemon realme c30 te ace.

      T606 vs g35 eta likhe google search kore dekhen

    2. Shakil Ahmed Ovi Author says:
      R e vai tai bole g70 er sathe tulona korchen? ???
  3. Shakil Ahmed Ovi Author says:
    Bro phone somporke valo na janle seta niye kotha na bolai valo. T606 ei processorg35 er ceyeu koma, 10k tei paua jai jemon realme c30 te ace.

    T606 vs g35 eta likhe google search kore dekhen

    1. Zubayer Ahmed Author Post Creator says:
      g35 er antutu benchmark score 111752 r onnodike t606 er score 167740
    2. Zubayer Ahmed Author Post Creator says:
      r realme c30 te t612 use kora hoyeche
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    খুব একটা ভালো না এই ফোন টা
  5. Limon Sarkar Contributor says:
    এসব না কিনে চাইনিজ ফোন কেনা বেটার।
    প্রসেসর এর স্কোর ১৭৯কে
    হেলিও জি৭০ এর গেমিং স্কোর ১৪ আর এটার স্কোর ৯

Leave a Reply