হোপ মুভিটির বাংলা সাবটাইটেল (Hope/So-won Bangla Subtitle) বানিয়েছেন আসিফ নেওয়াজ। হোপ মুভিটি পরিচালনা করেছেন লি জুন। এবং গল্পের লেখক ছিলেন জো জোং-হুন এবং কিম জি-হাই। ২০১৩ সালে হোপ মুক্তি পায় । ইন্টারনেট মুভি ডাটাবেজে এখন পর্যন্ত ৪,৩৩৫ টি ভোটের মাধ্যেমে ৮.৩ রেটিং প্রাপ্ত হয়েছে মুভিটি। হোপ মুভিটি বক্স অফিসে ১৭.১ মিলিয়ন আয় করে।
সাবটাইটেল এর বিবরণ
- মুভির নামঃ হোপ
- পরিচালকঃ লি জুন
- গল্পের লেখকঃ জো জোং-হুন এবং কিম জি-হাই
- মুভির ধরণঃ ড্রামা
- ভাষাঃ কোরিয়ান
- অনুবাদকঃ Asif Newaze
- মুক্তির তারিখঃ ২ অক্টোবর ২০১৩
- আইএমডিবি রেটিংঃ ৮.৩/১০
- রান টাইমঃ ১২২ মিনি
Title: So-Won
English Title : Wish/Hope
Release : 2013
Director: Joon-ik Lee
Writer: Ji-hye Kim
Stars: Lee Re, Hae-suk Kim, Sang-ho Kim
_______________________________________________________
বাংলা রিভিউ:
বানিজ্যিকভাবে আগের মুভিটা হিট না হওয়ার পর, ২ বছর স্বেচ্ছায় ফিল্মমেকিং থেকে সরে ছিলেন তিনি, ফিরলেন ২০১৩ তে, বানালেন এমন ফিল্ম যা কমার্শিয়ালি যেমন হিট হলো, ঠিক সমানতালে ক্রিটিকস সাক্সেসও পেলো, ঘরে তুললো সম্মানজনক ব্লু ড্রাগন ফিল্ম এওয়ার্ডসে ২০১৩ এর সেরা ফিল্মের খেতাব ।
নাহ , এটা ছবির কাহিনী নয়, Jo Joong-hoon আর Kim Ji-hye এর লেখা কাহিনীটা আরও অনেক বেশীই আকর্ষনীয়, Lee Joon-ik এর পরিচালনা আর অসাধারন অভিনেতা Sol Kyung-gu এর অনবদ্য অভিনয় শুধু ফিল্মটাকে করেছে আরও টাচিং । মুভির প্রধান চরিত্রে অবশ্য এই জনপ্রিয় অভিনেতা নন বরঞ্চ তার ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করা Lee Re, কিংবা মুভির নামেই ডাকি, So Won । মুভিতে আমার চোখে সেরা অভিনয় এই কিউট বাচ্চাটাই করেছে ।
গল্পটা এক টিপিক্যাল চাইল্ড এবিউস নিয়ে, পুলিস যার আসামীকে খুজে বের করতে পারবে কিংবা পারবে না তা নিয়ে । হ্যা, তাই ভেবেছিলাম শুরুটা দেখে । কিন্তু না, গতানুগতিক কোরিয়ান মুভিতে অভ্যস্ত আমাকে বিস্মিত করে কাহিনীটা মোড় নেয় এক বাবার আকুতিতে, মেয়ের প্রিয় কিংবা ভালো লাগার মানুষ হওয়ার জন্য এক বাবার প্রচেষ্টায় । কিংবা, মেয়েটার বাকী জীবন কিভাবে যাবে, সেই দিকে । স্কুলের সবাই কি তারপরও এই বাচ্চা মেয়েটিকে আগের চোখেই দেখবে? কিভাবে সারাজীবন যাবে এই মেয়েটির এই অপবাদ ঘাড়ে নিয়ে?
সবচেয়ে খারাপ লেগেছিলো, বাবার সার্চ কিওয়ার্ডটা, যেখানে তিনি লিখছেন “How to talk with your daughter”, কিংবা বাচ্চা মেয়েটির কথা “Why did i born?”
কিংবা বাচ্চা মেয়েটির মায়ের বলা “Of all the kids in this world, why’d this happen to our little girl?”
মুভিটা দেখে কাঁদতে হবে সেটা মাথায় রেখেই মুভি দেখবেন ।
মনে হবে এত কিউট একটা বাচ্চা আপনার থাকলে কি ভালোই না হতো!
কিংবা মনে হবে, এরকম যেনো আর কোন বাচ্চার সাথে না হয়!
হয়তোবা নতুন করে ভাবতে শিখবেন একজন বাবা কিংবা একটি ছোট্ট মেয়ের মনস্তত্ব !
এত কিছুর পর একটা কথাই বাকি, ইটস আ মাস্টারপিস, আ মাস্ট ওয়াচ মুভি ।
যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality
https://drive.google.com/uc?id=10iConuS6L_eNgIcoK8aYYOijy5p4BFj7&export=download