চলচ্চিত্রের নামঃ
তুমি আসবে বলে (২০২১) মুক্তিঃ 22 জানুয়ারী,২০২১
অভিনয়েঃবনি সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, কৌশিক বন্দ্যোপাধ্যায়, বুধদেব ভট্টাচার্য, পলাশ গাঙ্গুলি প্রমুখ।
সংগীত: জিত গাঙুলি
পরিচালনাঃ সুজিত মণ্ডল
গল্প, চিত্রনাট্য ও সংলাপ: অঙ্কুশান প্রত্যুষ ও প্রমিত
কাহিনী :প্রেমের গল্পে এবার একটু অন্যরকম টুইস্ট রয়েছে। আর এটাই তাঁর হাতে তুরুপের তাস হয়ে উঠেছে।কাশী ঘাটের (বারাণসী) ছেলে নন্দ (বনি সেনগুপ্ত) কলকাতার কলেজে পড়তে এসে কেন যে প্রথম দর্শনেই আঁখি (কৌশানি মুখোপাধ্যায়) নামের ধনীর দুলালীর প্রেমে প্রায় হাড়গোড় ভেঙে ফেলবে? তার কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। সিনেমায় তো এমনটাই হয়, হলও! প্রাথমিক বিরোধের পর বাবা রাজি বিয়েতে। কিন্তু বিয়ের আসরে নন্দ হাজির না হওয়ায় আঁখি হয়ে পড়ে লগ্নভ্রষ্টা। বিয়ে ভাঙার পর বিশ্বাসঘাতক নন্দর খোঁজে বেরোয় আঁখি। পৌঁছে যায় বারাণসীতে। নতুন নাটক, নতুন চমক, নতুন প্রতিশোধের সে গল্প এখানে না হয় নাইবা বলা হল। তার বদলে ছবির গান ও রোমান্টিক মুহূর্তের কথা বলা যাক। তাতে কোনও খামতি রাখেননি পরিচালক।পুরো ছবির কাঠামো, নাট্যের বিস্তার, গঠন, চূড়ান্ত মুহূর্ত তৈরি সবটাই গোলগাল সুন্দর সুন্দর করে বানানো। কোনও চরিত্রের মধ্যে ধূসর দাগ নেই, যেমনটা ফর্মুলজাত ছবি হয় আর কি! অভিনয়েও সেই একই ধারা অনুসরণ করেছেন শিল্পীরা। নন্দ ও আঁখির ভূমিকায় বনি (Bonny Sengupta) এবং কৌশানি (Koushani Mukherjee) রিয়াল লাইফ যুগলের মতোই জীবন্ত। বনির অভিনয়ে কমেডির একটু আলগা ছোঁয়া থাকায় ওঁকে বিশ্বাস্য লাগে। কিন্তু কৌশানি মডেল পুতুলের মত সুন্দরী, কিন্তু তেমন আবেগ নেই। জাঁদরেল বাবার চরিত্রে কৌশিক বন্দ্যোপাধ্যায় (Kaushik Banerjee) দাপট ও স্নেহ দু’টো জিনিসই তুলে এনেছেন|
কিভাবে দেখবেন : সিনেমাটি কিছু দিন আগে স্টার জলসায় Premire হয়,সেখান থেকে কপি করা হয়েছে।
যারা এখনো দেখেনি তাদের জন্য ডাউনলোড লিংক দিলামঃ Download In 720P Quality Google Drive
https://drive.google.com/file/d/1q4ENaFaYTt5SSPaQb2TIZeQQ7ZJTm0h-/view