মুভি রিভিউ- হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী
—————————-

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী- সদ্য মুক্তি পেয়েছে সরাসরি টেলিভিশনে, জলসা মুভিজে। কোভিডকালীন পরিস্থিতিতে একটি ভাল উদ্যোগ। ছবিটি শুধুমাত্র রূপকথার সিনেমার নয়,বরং অনেক বেশি রাজনৈতিক আখ্যান। অবশ্যই সমসাময়িক। ছবিটি দেখলেই সহজেই বোঝা যায়এটি আসলে রূপকথার মোড়কে সমকালীন রাজনৈতিক পরিবেশকে তুলে ধরতে চাওয়ার প্রচেষ্টা।এই প্রচেষ্টা পুরোপুরি সফল। তা সত্ত্বেও কিছু কিছু জায়গা আছে,ভালোর দাবি রাখে।

সিনেমাটি ছোটোদের জন্য বানানো হয়েছে। বোম্বাগড় একটি দেশ বা রাজ্য যেখানে সবাই সুখে থাকে। রাজা হবুচন্দ্র দয়ালু। মন্ত্রীও ভাল মনের মানুষ। এই রাজ্যে কেউ নিজের মত পোষণে ভয় পায় না। এই ভাবেই বোম্বাগড় নিজ মহিমায় বিরাজ করছে। গবুচন্দ্র সেখানে আসে, নানান কায়দায়, ছলে মন্ত্রী হয়। রাজ্যে বিষাদ ছড়িয়ে পড়ে। গবুর নেত্রীত্বে লুট শুরু হয়। শেষমেশ এর থেকে মুক্তিও ঘটে। এক্কেবারে সাদামাঠা একটা স্টোরিলাইন। গল্প হিসেবে দেখলে ঘটনার পুনরাবৃত্তি পরপর, একটু ফ্যাকাসে করছে।

গল্পের প্রতিটি চরিত্র অন্ত্যমিল রেখে কথা বলে। অবশ্যই বাংলাতে কথা বলে। কিন্তু গবুচন্দ্র মাঝে মাঝে তার নিজের ভাষা হিন্দি বলে ফেলে। এবং হিন্দিকে উৎকৃষ্ট ভাষা বলে দাবি করে। এই অবধি বুঝে নিতে অসুবিধে হবে না কারও পরিচালক কী বোঝাতে চাইছেন। তবে সেদিকে নজর রাখা উচিত ছিল দু -তিনটে ইংরেজী শব্দের প্রয়োগ। এর কারনে বুঝতে পারলাম না।রাজনৈতিক বিষয়টা অনেকবেশি ফুটে উঠেছে। সহজে বোঝা যাবে।

Vai akta help korben please
…screen shot o add korchi but screen shot dekay na