Movie name : Kurup(2021)

Genre : Thriller/mystery

Imdb : 8.7/10

P.R : 8.5/10

প্রথমেই বলে দেই মুভিটি হল প্রিন্টের সাথে অফিসিয়াল ডাবিং তবে ডাবিং কোয়ালিটি ভালো

–It’s a pure classical thriller

গ্যাংস্টার থ্রিলার মুভির মতো একটু পরপরই ফাইট সিন নাই। এবং সবচেয়ে বড় কথা এইটা বায়োগ্রাফিকাল সিনেমা।

কিন্তু পুরো মুভিটা দেখার পর আমার মুখ থেকে জাস্ট একটা কথাই হয়েছে “দুর্দান্ত”

মুভির শুরুতে কুরুপ চরিত্রটি বিল্ড আপ হতে কিছুটা সময় নিয়েছে।

কিন্তু কিছু সময় পর থেকেই খেলা শুরু।

মুভির ২য় হাফ তো চরম ;

বিশেষ করে Climax!!! হল প্রিন্ট দেখেছি তাই – এর থেকে বেশি বলা ঠিক হবেনা।

★★তবে আমার কিছু বিষয় ভালো লেগেছে। তা তুলে ধরলামঃ–

1. No glorification of Kurup….. কুরুপ চরিত্রকে বড় করে দেখানো হয় নাই, অর্থাৎ সে ক্রিমিনাল মানে ক্রিমিনাল….

2. মুভির bgm অন্য লেভেলের ছিল….

3. ক্রিমিনাল চরিত্রে দুলকার সালমান ছিল দুর্দান্ত ।

আর শাইন টম চ্যাকোর কথা কি বলব – জাস্ট আগুনে অভিনয়…

4. Story telling ভালো ছিল…..

5. মুভিটির প্রথম দিনের কালেকশন ২৩ কোটি রুপি

Link: Click Here

Screenshot



3 thoughts on "দুল্কার সালমানের নতুন ব্লকবাস্টার মুভি Kurup রিভিউ + লিংক (হিন্দি ডাবড)"

  1. H. M. Mozammal Hoque Contributor says:
    Clear ta ashbe Kobe???
    1. Rider Author Post Creator says:
      1 or 2 month pore
    2. H. M. Mozammal Hoque Contributor says:
      Voice ta kirokom vai???
      Mane voice bujha jayni??
      R clear kirokom??

Leave a Reply