আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই। আশা করি সকলেই ভাল আছেন। আল্লাহ তায়ালার রহমতে আমিও ভালো আছি। আজকে আবার নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমানে জনপ্রিয় হাইপ তোলা কোরিয়ান ওয়েব সিরিজ নিয়ে। যার নাম All of us are Dead। এটি মূলত প্রকাশিত হয়েছে নেটফ্লিক্সে।
সেখানে বিজ্ঞান শিক্ষকের ছেলের সঙ্গে সেই স্কুলের কিছু দুষ্টু ছেলে মেয়ে সব সময় ঝামেলা করতো। এবং টর্চার করত। একটা সময় এটার জন্য অনেক বিচার করা হলেও সমাধান পাওয়া যায়নি। তারপরে সেই বিজ্ঞানি শিক্ষক একটি ভাইরাস সৃষ্টি করে তারপর এটি তার ছেলের দেহে প্রবেশ করেন। তারপর তার ছেলে জম্বি হয়ে যায়।
মূলত এটি ইঁদুরের দেহ থেকে নেওয়া হয়েছিল।

যেই ইঁদুরের দেহ থেকে ভাইরাসটি তৈরি করা হয় সেই ইঁদুরটিকে সেই বিজ্ঞানী সাইন্সল্যাবে রেখে আসে। হঠাৎ করে উসাইন স্কুলের একজন শিক্ষার্থী সেই রুমে প্রবেশ করে তারপরে একটি ইঁদুর তাকে কামড় দেয়। তারপরে সেই শিক্ষার্থী আক্রান্ত হয়ে যায় । এটি বুঝতে পেরে যায় সেই বিজ্ঞানী।


এবং একে অপরকে কামড়াতে থাকে এবং এই ভাইরাসটি ছড়িয়ে পড়তে থাকে। এই করে গোটা দেশে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ধন্যবাদ সবাইকে ,যদি আমার লেখায় কোন ভুল ত্রুটি থাকে কমেন্ট করে জানাবেন। আমি সেটা ঠিক করে নেব।
ভালো থাকবেন সুস্থ থাকবেন । এবং ট্রিকবিডি এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।
8 thoughts on "? বর্তমানের সবচাইতে জনপ্রিয় কোরিয়ান সিরিজ All of us are Dead Hindi dubbed নিয়ে নিন জলদি ??"