পাঁচটি জেল পালানো মুভি যা আপনার অবশ্যই একবার হলেও দেখা উচিত। কারণ এই মুভিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এদের মধ্যে 4টি মুভি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি, সুতরাং অবশ্যই আপনার জীবনে একবার হলেও এই মুভিগুলো দেখা উচিত জীবনে।
মানুষ মুভি দেখে বিনোদন পাওয়ার জন্য, কল্পনার জগতে বেঁচে থাকার জন্য। কিন্তু এই পাঁচটি মুভিগুলোতে আপনি বাস্তবে আপনার জীবন উপলব্ধি করতে পারবেন এবং কখনও যদি কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হয়, তাহলে তার শিখতে পারবেন।
গুরুত্বপূর্ণ: আমি সবগুলোর মুভি নিচে লিংক সহকারে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা তা সহজেই খুঁজে পেয়ে দেখতে পারেন
প্রথম মুভিটি হচ্ছে The Shawshank Redemption বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। কিভাবে কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করতে হয়? কিভাবে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে তা থেকে বের হয়ে আসা যায়? এবং একজন মানুষের কতটুকু ধৈর্য এবং ইচ্ছাশক্তি হওয়া উচিত?
The Shawshank Redemption মুভিতে আপনি দেখতে পারবেন। আপনি যদি আপনার জীবন নিয়ে হতাশ হয়ে থাকেন, তাহলে এই মুভিটি দেখুন। কারণ এই মুভিটি দেখার পরে আপনি জীবনের মানে বুঝতে পারবেন। এই মুভিটি সবথেকে বেশি imdb Rating: 9.3/10 রেটিং পাওয়া মুভি
দ্বিতীয় মুভিটি Papillon. 1973 সালের মুভি। আপনার অবশ্যই এটা একবার হলেও দেখা উচিত। কারণ একজন স্বাধীন মানুষকে কখনোই বন্দি করে রাখা সম্ভব নয়, এই মুভিটা দেখা থেকেই আপনি বুঝতে পারবেন।
এমন একজন ব্যক্তিকে হত্যার অপরাধে তারা বন্দী করে রাখে যে কোন হত্যা করিনি। তার অবশ্যই সেখানে মুক্ত হওয়া উচিত এবং সেখান থেকে যেভাবে হোক সে বাহির হতে চাই। এবং অবশেষে সফল হয়। কতটুকু আত্মবিশ্বাস থাকলে একজন ব্যক্তি অসম্ভবকে এভাবে সম্ভব করতে পারে? আপনার অবশ্যই এটা দেখা উচিৎ
আর তৃতীয় মুভিটার কথা যেটা আমি বলব এটা অধিকার আদায়ের জন্য তারা জেলে বন্দী হয় এবং তাদেরকে যাবজ্জীবন সাতাইশ সাজা শোনানো হয় এবং তাদেরকে একটি কঠিন জেলে বন্দী করা হয়।
Escape From Pretoria এই মুভিটি 2020 সালে মুক্তি পায় এবং এই ঘটনাটির 1979 সালে ঘটেছিল, আপনার অবশ্যই এটা দেখা উচিৎ কারণ এখান থেকে আপনি কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শিখতে পারবেন
Escape plan 2013 এটা একটি অ্যাকশন থ্রিলার মুভি। এটা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি নয়, তবে এই মুভি দেখলে আপনি ফাইটিং দক্ষতা ইত্যাদি দেখতে পারবেন। এবং আমি অবশ্যই বলবো এই মুভিটি আপনার দেখা উচিত
আর সর্বশেষ যে মুভিটি সেটা হচ্ছে Son of a Gun 2014. এটাও একটি বাস্তব ঘটনা অবলম্বনে তবে এখানে অনেক অবাস্তব বিষয় রয়েছে। একজন কিশোর অপরাধী কিভাবে জেল থেকে মুক্তি পাওয়ার জন্য বিশাল একটি গ্যাং এর সাথে যুক্ত হয়! এই ঘটনাটি এই মুভিতে বিস্তারিত ভাবে দেখানো হয়েছে। আপনার অবশ্যই এই মুভিটি দেখা উচিত
6 thoughts on "৫টি জেল পালানো মুভি – যা জীবনে একবার হলেও দেখা উচিত"