আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

গত ১৫ সেপ্টেম্বর চরকি অ্যাপ এ নির্মাতা রায়হান রাফি এর নতুন একটি ওয়েবসিরিজ “নিঃশ্বাস” মুক্তি পেয়েছে, রিলিজের কিছুক্ষণ এর মধ্যে ঝড়ের মতো তুমুল আলোচনায় চলে এসেছে।

কি আছে এই ওয়েব সিরিজে যে, মানুষ এর এত বেশি আকর্শন:

আমরা প্রায় সকলেই জানি, রায়হান রাফি একজন গুণী নির্মাতা যা তার কাজ এর মাধ্যমেই প্রকাশ পায় যেমন কিছুদিন আগেই তার পরান সিনেমা নিয়ে তুলনামূলক ভাবে ব্যাপক জনপ্রিয়তা পান রায়হান রাফি। এইবার তিনি নিঃশ্বাস ওয়েব সিরিজ এর মাধ্যমে সেই জনপ্রিয়তা কে আরো বাড়িয়ে তুললেন।

কি আছে এই নিঃশ্বাস ওয়েব সিরিজে:

এই সিরিজে আমরা নার্স চরিত্রে দেখতে পায় তাসনিয়া ফারিন
তিনি নার্স নীপা এর চরিত্রে অভিনয় করেছেন। মূলত এই ওয়েব সিরিজটি একটি হাসপাতাল কেন্দ্রীক। যেখানে দেখা যায় একজন বাবা তার মেয়ের জন্য অপেক্ষায় আছেন, একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে আছেন দীর্ঘ অপেক্ষা নিয়ে, দেখা যায় তাদের প্রায় সকলের অবস্থায় অনেক করুন।
তাদেরকে দেখে মনে হচ্ছিল নার্স মানে তাসনিয়া ফারিন তাদের কে খুশির সংবাদ দিবেন যা শুনে তাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের আপন জন এর কাছে চলে যাবেন, কিন্তু যদি এমন হয় এই নার্স নীপা তাদের সমস্ত খুশিকে এক নিমেষে শেষ করে দিবে তখন কি হবে? মূলত এই হাসপাতাল এ দেখা যায় যে কয়েকজন মানুষ এর বেচেঁ থাকার লড়াই চলছে ডাক্তার রাও চেষ্টা করছেন তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে। কিন্তু সমস্ত ঘটনা মুহূর্তেই পরিবর্তন ঘটে যায় অতর্কিত ভাবে, কিছু মুখোষধারি হামলাকারী এসে হাসপাতালে অসংখ্য গোলাগুলি করে, এবং বিধ্বংসী হামলা চালিয়ে যায় সবাই যখন এই অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই ধ্বংসযজ্ঞ এর থেকে একজন রুখে দাঁড়ায়, এবং শত্রুর মোকাবেলা করতে থাকে, একদম শ্বাসহৃদ্ধকর পরিস্থিতি হয়ে দাড়ায়। তারা কি পারবে এই তীব্র ধ্বংস যজ্ঞের হাত থেকে নিজেদের রক্ষা করতে নাকি শত্রুর কাছে পরাজিত হবে । দেখতে হলে চরকি তে দেখতে হবে রায়হান রাফি এর নিঃশ্বাস ওয়েব সিরিজ এক প্রকার অসম্ভব থ্রিলার আর সাসপেন্সন এ ভরপুর এই নিঃশ্বাস ওয়েব সিরিজ। যা আপনার সময় টা নষ্ট করবে না। তাই, দেরি না করে চরকি অ্যাপ এ এখনি দেখে ফেলুন রায়হান রাফি এর “নিঃশ্বাস”

বি .দ্রঃ বাংলাদেশী সিনেমা, ওয়েব সিরিজ এর পাইরেসি করা সম্পূর্ন বেআইনি। যা কপিরাইট আইন লঙ্ঘন করে, সুতরাং লিংক দেওয়া সম্ভব না। আপনারা ৫০ টাকা খরচ করে চরকি অ্যাপ এ দেখুন কারণ আপনারা যদি হেল্প না করেন তাহলে বাংলাদেশী কোনো সিনেমা বা সিরিজ ঘুরে দাঁড়াতে পারবে না, তাই আসুন সবাই লিংক না খুজে চরকি অ্যাপ এ দেখি এই জনপ্রিয় সিরিজ টি

ধন্যবাদ জানাই সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,

এই যে লিংক,,

আমার ইউটিউব চ্যানেল

25 thoughts on "কেমন ছিল চরকি এর নিঃশ্বাস ওয়েবসিরিজ!!"

  1. abrno34 Author says:
    মোটামুটি
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Hmm thank you so much
    2. abir Author says:
      Welcome
    3. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আপনার মূল্যবান মতামত জানানোর জন্য ধন্যবাদ
  2. Levi Author says:
    সবগুলো টেক্সট কেনো জানি বলদ করে দিয়েছেন!!
    1. Levi Author says:
      সবগুলো টেক্সট কেনো জানি বোল্ড করে দিয়েছেন!!
  3. Uzzal Mahamud Pro Author says:
    আপনি কি নিজে সিরিজ টি দেখেছেন.?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হাঁ, দেখলাম ১ ঘণ্টা এর মত
    2. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আশা করছি আজকেই দেখে শেষ করে ফেলবো

      সময় এর অভাবে পুরোটা দেখা হয় নী

    3. Uzzal Mahamud Pro Author says:
      অহহ আচ্ছা
    4. Uzzal Mahamud Pro Author says:
      কি সে দেখতেছেন চরকি তে.?
    5. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হাঁ, চরকি অ্যাপ দিয়ে
    6. Uzzal Mahamud Pro Author says:
      অহহ আচ্ছা ঠিক আছে.!
  4. MD Tamim Ahmed Contributor says:
    অসাধারণ ভাবে উপস্থাপন করেছেন।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য
    2. MD Tamim Ahmed Contributor says:
      আপনাকে স্বাগতম।
  5. MD Tamim Ahmed Contributor says:
    আপনাকে কি ওরা সিনেমার স্পন্সার করার জন্য বলেছে না কি?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      আমাকে স্পন্সর কেউ করে নী ভাই আমার ভালো

      লেগেছে বাংলাদেশী সিরিজ তাই রিভিউ দিলাম

    2. MD Tamim Ahmed Contributor says:
      না, ঠিক আছে।
    3. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      কমেন্ট করার জন্য ধন্যবাদ
    4. MD Tamim Ahmed Contributor says:
      welcome apna k
    5. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ❣️❣️❣️
  6. MD Tamim Ahmed Contributor says:
    ভাই আরো কিছু ওয়েব সিরিজের রিভিউ দেন।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ইন শা আল্লাহ দেখা শেষ হলে আরো রিভিউ দিবো
    2. MD Tamim Ahmed Contributor says:
      ইন শা আল্লাহ।

Leave a Reply