আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

বর্তমানে ইউটিউব ফেসবুক স্ক্রোল করলেই সোশ্যাল মিডিয়া তে কেবল একটা জিনিস এর চর্চা চলছে টা হলো পুনর্জন্ম৩ সিরিজ নিয়ে।

আমি প্রথমে মজা হিসেবে নিলাম এটা কি Mame নাকি পরে বুঝলাম এটা আফরান নিশো এবং মেহেজাবিন চৌধুরী এর ক্রাইম থ্রিলার ধাঁচের একটি নাটক।

এটার আবার আরো ২ টি পর্ব ছিল, যা আমি জানতাম না তারপর কাহিনী ভালো মত বোঝার জন্য প্রথম থেকে দেখা শুরু করলাম। বলে রাখি এটার পরিচালক হচ্ছেন ভিকি জাহেদ।

আর আমার দেখা মতে ভিকি জাহেদ হচ্ছেন বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে একশন থ্রিলার ধাঁচের নাটক নির্মাণ করে জনপ্রিয়তা এর শীর্ষ স্থান ধরে
রেখেছেন।

পুনর্জন্ম এর ২ টা এপিসোড দেখার পরই বুঝে ফেলেছিলাম এটাই নিশ্চই কোনো একটা চমক থাকবে।

আপনাদের সাজেশন থাকলো শুক্লপক্ষ না দেখে কেউ এই সিরিজটি দেখতে যাবেন না, তাহলে গল্প কিছুই বুঝতে পারবেন না। কারন সুক্ল পক্ষ এর গল্প থেকে পার্ট ৩ এর শুরু আছে।

চরকি তে দেখতে পারেন শুক্লপক্ষ।

মূলত মানুষ কে কেটে টুকরো টুকরো করে রান্না করা টা হলো আফরান নিশো এর একটা নেশা এর মত। বলা যাচ্ছে এটাই নাকি এই বছর এর নাটক ইন্ডাস্ট্রি তে সর্বোচ্চ থ্রিলার একটি নাটক।

যার জনপ্রিয়তা এতই বেশি যে সোশ্যাল মিডিয়া তে ট্রেন্ডিং টপিক হিসেবে চলছে।

আফরান নিশো, মেহেজাবিন, সবার অ্যাকটিং পারফেক্ট ছিল।

মূলত সিরিয়াল কিলিং এবং সেটা কে কিভাবে আরো রহস্যজনক মৃত্যু তে নামিয়ে আনা হয় সেটা দেখতে হলে অবশ্যই পুনর্জন্ম ১/২/৩ সব গুলোই দেখতে হবে।

এটা না হলে দর্শক মূল থিম টায় বুঝতে পারবেন না ।

বাংলাদেশি কাজ হিসেবে যেহুতু ক্রাইম থ্রিলার ধাঁচের একটি কাজ সুতরাং বিজি এম টা আরেকটু উন্নতি করা দরকার ছিল।

নাটক এর প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকর। আফরান নিশো এর একটি ডায়লগ এখনো মনে পড়ছে,

“রাফসান হকের রান্না কখনো খারাপ হতে পারে না”

আর তার সাথে আফরান নিশো এর ভারী কণ্ঠস্বর এবং গম্ভীর আচরন যেনো দেখার আগ্রহ বাড়িয়ে তুলেছে। সেকেন্ডে সেকেন্ডে টুইস্ট হচ্ছিল পুনর্জন্ম৩ এ।

আমি আপনাদের দেখার মজা নষ্ট করতে চাচ্ছি না বলেই পুরো কাহিনী বললাম না, শুধু এই টুকু বলবো বাংলা নাটক ইন্ডাস্ট্রি সত্যি অনেক এগিয়ে গেছে।

এই ধারাবাহিকতা বজায় থাকুক এটাই চাই।

ভিকি জাহেদ চাইলে এইখানে গল্প শেষ করতে পারতো কিন্তু তিনি গল্পের একটা অসাধারন টুইস্ট রেখে শেষ করেছেন।

আরো একটি পর্ব আসবে খুব জলদি ।

আপনারা এই ক্রাইম থ্রিলার ধাঁচের মাস্টারপিস নাটক টি দেখে নিতে পারেন চ্যানেল আই প্রাইম এর ইউটিউব চ্যানেল থেকে।

আপনাদের সুবিধার কথা ভেবে ডাইরেক্ট লিংক দিয়ে দিলাম।

পুনর্জন্ম৩ লিংক

তাই দেরি না করে দেখে নিন এই বছরের সেরা ক্রাইম থ্রিলার ধাঁচের এই নাটক টি।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং TRICKBD এর সাথেই থাকবেন।

17 thoughts on "বাংলাদেশী ক্রাইম থ্রিলার সিরিজ পুনর্জন্ম তিন এর সংক্ষিপ্ত রিভিউ!!"

  1. ᏝᎥᏦᏂᎧᏁ Author says:
    পরিপূর্ণ রিভিউ হয় নি ভাই। পুনর্জন্ম দেখার আগে শুক্লপক্ষ দেখতে হবে সেটার কথা উল্লেখ করেন নাই।
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      সরি এটা লিখতে ভুলেই গেছিলাম
  2. Aubdulla Al Muhit Contributor says:
    ডিউরেশন কত মিনিটের?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ১ ঘণ্টা ২৬ মিনিট
  3. Aubdulla Al Muhit Contributor says:
    আরও একটি বিস্তারিত লিখলে খুশি হতাম । অনেক সুন্দর হইছে ধন্যবাদ ।
  4. Aubdulla Al Muhit Contributor says:
    টাইটেলে উল্লেখ করে দিয়েছে যে এটা সংক্ষিপ্ত রিভিউ
    1. Amit Baidya Author says:
      Hit, ar Arefin Nisho Takle to Purai Agun
  5. Sajid Blue Author says:
    অসাধারণ সিরিজ
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য
  6. Xein Ahmed Author says:
    আফরান নিশোর পাংখা আমি। দেখতে হচ্ছে?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      অবশ্যই দেখে ভালো লাগবে
  7. Najmul Nazu Author says:
    শুক্লপক্ষ দেখা বাধ্যতামূলক?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      As your wish
  8. Prantoo Contributor says:
    Shuklopokkher link hobe?
  9. 《ßHĀØÑ》 Contributor says:
    শুক্লপক্ষ ar drive link ta jodi kew diten?
    1. MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      Mlsbd তে পাবেন

Leave a Reply