টাঙ্গাইলের কৌতুক অভিনেতা ‘ভাদাইমাখ্যাত’ আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহসান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন।

মারা যাওয়ার সময় আহসান আলী দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন।

কৌতুক এ অভিনেতার শ্যালক জজ আলী জানান, ‘দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত ছিলেন আহসান আলী। এছাড়া তার লিভারেও পানি জমা ছিল। রোববার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে থেকে পরে আহসান আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান আহসান আলী।

ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন জানান, লাশ হাসপাতালে আছে। বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।

মরহুমের পারিবার সূত্র জানা গেছে, আহসান আলী এক সময়ে কৃষি কাজ করে সংসার চালাতেন। প্রায় দুই বছর আগে তিনি কৌতুক অভিনয় শুরু করেন। ২০ বছর আগে ক্যাসেটের মাধ্যমে তিনি ‘ভাদাইমা’ হিসেবে পরিচিতি লাভ করেন।’

পোষ্টটা করলাম উনি একজন বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা ভুল-ত্রুটি হলে মাফ করবেন।

9 thoughts on "‘ভাদাইমাখ্যাত’ কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই"

  1. Mahbub Pathan Author says:
    ভাই দেখি ইসলামিক জগৎ ছেড়ে মিডিয়া জগতে প্রবেশ করলেন। ভাই মনে কিছু নিবেন না। একটু কৌতুক করলাম আরকি।
    1. M.Rubel Author Post Creator says:
      না ভাই মনে কিছু নেই নাই আর কি ছোটবেলা ওনার কৌতুক দেখছিলাম অনেক এই জন্যই ভাবলাম Trickbd তে পোস্টটা শেয়ার করি কারণ ওনার কৌতুক দেখা নাই বাংলাদেশে এরকম লোক পাওয়া যাবে মনে হয় না।
    2. Mahbub Pathan Author says:
      হুম
  2. Aubdulla Al Muhit Contributor says:
    Onar kisu koutuk dekhesi.
  3. TrickBD Support Moderator says:
    বর্তমানে কপি পেস্ট করলে ট্রেইনার পদ বাতিল করা হচ্ছে। সতর্ক হোন।
    1. M.Rubel Author Post Creator says:
      ভাইয়া ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
      আর ওনার কথা মনে পড়ে গেল এ কারণে ভাইয়া পোস্ট টা করা হয়েছে
  4. MD FAYSAL Contributor says:
    উনিই ছিলেন আসল ভাদাইমা। এখন যারা আছেন তারা সবই খারাপ
  5. Abdul Kadir Rubel Contributor says:
    Khub Kharap Lagche Oni Mara Jaowate

Leave a Reply