আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের দৈন্দিন জীবনে সংবাদ পড়া একটা নিত্য দিন এর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বর্তমানে আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু পেপার পত্রিকা পড়ে জানতে পারি।

বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্থানীয় পত্রিকা প্রথম আলো অন্যতম একটি পত্রিকা।

এর পাঠক সংখ্যা ৭৬ লাখ হওয়ার কারণে পাঠকদের জন্য কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করেছে।

মাত্র ১০ মিনিটের কুইজ খেলে হয়ে যেতে পারেন আপনি লাখপতি।

প্রথম আলো প্রতিদিন সন্ধ্যা ৭.৩০ টা থেকে ৭.৪০ পর্যন্ত ১০ মিনিট এর কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করেছে।

সঠিক ২০ টি প্রশ্নের উত্তর দিয়ে ভাগ্যবান ২০ জন হয়ে যেতে পারেন লাখপতি।

কিভাবে কুইজ প্রতিযোগিতা তে অংশ নিবেন জেনে নিন।

প্রথমে এই লিংকে ক্লিক করে প্রথম আলো এর পেজে যাবেন।

এই লিংকে ক্লিক করুন

“কুইজ শুরু করতে ক্লিক করুন”
লেখাটিতে ক্লিক করুন।

পরবর্তী পেজে আসার পর আপনি “নিবন্ধন করুন” লেখায় ক্লিক করুন। এইখানে একাউন্ট করতে হবে।

পরবর্তী পৃষ্ঠা তে আসার পর আপনি আপনার যাবতীয় তথ্য দিয়ে দিন। অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন। যাতে পরবর্তী তে সমস্যা তে পড়তে না হয়।

এইবার “সাবমিট” এ ক্লিক করুন

এইবার আপনার জিমেইল এ একটা ভেরিফিকেশন লিংক যাবে। সেটাই আপনি স্ক্রিন শট এর দেখানো জায়গা তে ক্লিক করুন।

আপনার একাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এইবার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

(বি. দ্রঃ সন্ধ্যা ৭.৩০ টা এর আগে আপনারা একাউন্ট এর কাজ শেষ করবেন। নাহলে একাউন্ট করতে গিয়ে সময় শেষ হয়ে যাবে কুইজ খেলতে পারবেন না। পুরো ৭.৩০ টা তে লিংকে ক্লিক করে একাউন্ট লগ ইন করে খেলা শুরু করবেন)

এইবার “কুইজ শুরু করতে ক্লিক করুন” লেখা তে ক্লিক করুন। দেখতে পারবেন আপনার সামনে কুইজ শুরু হয়ে গেছে।

আপনি ১০ মিনিট সময় পাবেন সব উত্তর দেওয়ার জন্য। অবশ্যই ভেবে ভেবে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন কম সময়ের মধ্যে।

এইবার উত্তর দেওয়া শেষ হলে সাবমিট করুন।

উত্তর শেষ হলে এমন পেজ পাবেন। ৭.৪৫ মিনিট এ আপনারা prothomalo.com বা “ফলাফল দেখুন” লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ভাগ্যবান ২০ জন বিজয়ীদের।

এই সুযোগ থাকবে ১ নভেম্বর ২০২২ পর্যন্ত।

সুতরাং দেরি না করে সময় থাকতে লুফে নিন লাখপতি হওয়ার দারুন এই সুযোগটি।

তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ জানাই সবাইকে কষ্ট করে পড়ার জন্য। আল্লাহ হাফেজ।

11 thoughts on "প্রথম আলো কুইজ খেলে হয়ে যান লাখপতি ?? মিস করবেন না দেখুন সবাই!!"

  1. সবাই জানে এগুলা সাধারণ মানুষের ভেতর কেউই পায়না। বাংলাদেশে যত ধরণের এরকম প্রমোশনাল কুইজ বা প্রতিযোগিতা করা হয় সবই নাটক।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হতেও পারে। তবে এটা অনেক এ পেয়েছে বলে জেনেছি
  2. Avatar photo Sohag21 Author says:
    এগুলোতে যা বলা হয় তা অনেক ক্ষেত্রে হয় না। ⚡
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হ্যা তা ঠিক
  3. Avatar photo MD Shakib Hasan Author says:
    আল্লাহ ভালো জানে। এসব কুইজের মাধ্যমে সাধারণ মানুষের কাজে আসে আমার মনে হয় না
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      তাই মনে হয় আমারও
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      হ্যা ইউজ করেন
  4. Shakil khan Author says:
    রেজিষ্ট্রেশন করেছিলাম। তবে, অংশগ্রহণ করতে ভুলে গেছি।
    1. Avatar photo MD Musabbir Kabir Ovi Author Post Creator says:
      বিষয় টা খুব দুঃখজনক
  5. LIMON-- Contributor says:
    ১০০০ টাকায় ১০০ টাকা!

Leave a Reply