নগদ হচ্ছে বাংলাদেশের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল লেনদেন এর একটি মাধ্যমে। বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা। ১১ নভেম্বর ২০১৮ সালে নগদ এর যাত্রা শুরু হয়। দিন দিন নগদ এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
নগদ প্রতিনিয়ত তাদের গ্রাহকদের নানা ধরণের অফার দিয়ে যাচ্ছে.! তাই এবার রবি বা এয়ারটেল সিমে নগদ একাউন্ট থেকে ৫০ টাকা মোবাইল রিচার্জ করলে পাচ্ছে ৫১ টাকা ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) .! সাথে থাকছে আরও আকর্ষণীয় স্মার্টফোন জেতার সুযোগ.!
যেকোন রবি বা এয়ারটেল প্রিপেইড বা পোস্টপেইড নাম্বারে নগদ থেকে, ৫০ টাকা রিচার্জ করে পেতে পারেন ৫১ টাকা ক্যাশব্যাক। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি ঘণ্টায় প্রথম ৩০০ জন পাবে ৫০ টাকা মোবাইল রিচার্জ এ ৫১ টাকা ক্যাশব্যাক.!
অফারটি চলবে আগামী ২৪ জুলাই পর্যন্ত.!এবং নগদ অ্যাপ অথবা ইউএসএসডি দিয়ে ডায়াল করে রিচার্জ করা যাবে
আপনি যদি রিচার্জ এ প্রথম ৩০০ জন হয়ে থাকেন তো রিচার্জ এর ১ কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক আপনার নগর একাউন্ট এ পেয়ে যাবে.! অফার চলাকালীন ১ বার ক্যাশব্যাক পাবেন.! ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সর্বোচ্চ রিচার্জকারী পাবেন ১টি আকর্ষণীয় স্মার্টফোন.!
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
One thought on "Nagad থেকে Robi & Airtel সিম এ ৫০ মোবাইল রিচার্জ করে নিয়ে দিন ৫১ টাকা ক্যাশব্যাক.! (শর্ত প্রযোজ্য)"