বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ? পেইনিওর সম্পর্কে এইটা আমার ২য় টিউন। পুর্বের টিউনে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি পেইনিওর কার্ড এপ্লাই করবেন। আজ আমি পেইনিওর সম্পর্কে কিছু অতি প্রয়োজনীয় কথা বলব যেগুলো প্রথম অবস্থায় প্রত্যেক পেইনিওর ব্যবহার কারীর কাছে অনেক প্রশ্নের সম্মুখীন করে তোলে।

তো প্রথমেই আপনার নীচের লিঙ্ক গুলোকে একটু ক্লিক করুন। আপনাদের একটা ক্লিক আমার একাউন্টের ভিউ, ইম্প্রেশন বাড়িয়ে তুলতে সহায়তা করবে। আপনাদের কাছ থেকে কি এই সাহায্যটুকু আশা করতে পারিনা।

এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন।

 

যারা এখনো পেইনিওর একাউন্ট খুলতে পারেননি তারা আমার পুর্বের টিউন থেকে সমস্ত পদ্ধতি দেখে নিন। অথবা     এখানে ক্লিক    করে সাইন আপ করুন এবং  আমার পূর্বের টিউন দেখে পেইনিওর কার্ডের জন্য এপ্লাই করে ফেলুন।

তাহলে চলুন  কিছু প্রশ্ন এবং উত্তর জেনে নিই।

১। পেইনিওর কার্ডের এপ্লাই করে কার্ড পাইনা কেন ?

=> আপনি যদি সরাসরি পেইনিওর ওয়েবসাইট থেকে সাইন আপ করে কার্ডের এপ্লাই করে থাকেন তাহলে আপনার কার্ড পাবার সম্ভাবনা খুবই কম কিন্তু আপনি যদি অন্য কারোর রেফারেল লিঙ্ক দিয়ে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনি কার্ড পেয়ে যাবেন খুবই সহজে।

২। পেইনিওর কার্ড কিভাবে পাবো ?

=> পেইনিওর কার্ড আপনি যে টিউন অফিসের ঠিকানাই নিতে চান তার পরিপূর্ণ বর্নণা দিয়ে দিন। আপনার টিউন অফিসে কার্ড চলে আসবে।

৩। কতদিন পরে কার্ড হাতে পাবো ?

=> পেইনিওর কতৃপক্ষ আপনাকে কার্ড পাবার তারিখ ইমেইল করে জানিয়ে দিবে। অই তারিখের মধ্যে টিউন অফিসে যোগাযোগ করবেন।

৪। কার্ড এক্টিভ বোনাস কিভাবে পাবো ?

=> কার্ড এক্টিভ করার পর আপনি যদি ১০০ ডলার লোড করেন তাহলেই আপনি ২৫ ডলার বোনাস পাবেন এবং আপনার একাউন্ট অবশ্যই কারোর রেফারেল লিঙ্ক দিয়ে খুলতে হবে। তা না হলে আপনি বোনাস পাবেন না।

৫। কার্ডের চার্জ কত ?

=> আপনি পেইনিওর কার্ড বিনামূল্যে পাবেন কিন্তু কার্ড এক্টিভ করার পর আপনাকে বাতসরিক ২৯ ডলার চার্জ করা হবে। আপনি পৃথিবীর যে কোন বুথ থেকে টাকা তুলতে পারবেন। বুথ থেক টাকা তুলতে আপনাকে প্রতি বার ৩ ডলার চার্জ করা হবে। কিন্তু যদি আপনি পেইনিওর থেকে আপনার ব্যাঙ্ক একাউন্টে ডলার ট্রান্সফার করে থাকেন তাহলে আপনাকে কোন চার্জ করা হবেনা।

তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন। যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে  ফেসবুকে  আমার সাথে যোগাযোগ করবেন অথবা টিউমেন্টে জানাবেন। উত্তর দেয়ার চেস্টা করব।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

 

19 thoughts on "২৫ ডলার বোনাসের সাথে নিয়ে নিন পেইনিওর মাস্টারকার্ড একদম বিনামুল্যে।"

  1. Avatar photo Atik vai Contributor says:
    vai,,amare akta kore den??apnai khushi kore dibo
    1. Avatar photo শুভ ভাই Contributor Post Creator says:
      আপনার ইমেইল, ফার্স্ট নাম, লাস্ট নাম, জন্ম তারিখ, ন্যাশনাল আইডি কার্ডের একটা কপি এবং যে ঠিকানায় আপনার কার্ড পেতে চান সেটি প্রেরণ করুন। আমাকে খুশি করা লাগবেনা । আপনি কার্ড পেয়ে খুশি হলেই আমিও সাহায্য করতে পেরে খুশি হব।
      ধন্যবাদ।
    2. Avatar photo Atik vai Contributor says:
      vai apnar number
  2. Avatar photo Redoy Ahamed Jim Contributor says:
    =http://m.downloadwap.co.uk/java-apps/all/4/cricbuzzv1_fhy95lkf.jar [Download link]
  3. Avatar photo AhmedFardin Contributor says:
    25 dolar deya ke clash off clan er games kente parbo
    1. Avatar photo শুভ ভাই Contributor Post Creator says:
      অবশ্যই পারবেন। কিন্তু ২৫ ডলার পেতে হলে প্রথমে আপনাকে ১০০ ডলার কার্ডে লোড করতে হবে।
  4. Absolute Rakibul Contributor says:
    Apnar refferal linkta den pls
  5. Avatar photo Mamun Khan Author says:
    Lav nai vaiya,Card ene ki lav?Batsorik 29 $ e jomate parbona..
    Ami anci kintu ak $ o earn korte parinai..
    1. Avatar photo শুভ ভাই Contributor Post Creator says:
      ভাই যারা অনলাইন এ কাজ করে তাদের জন্য কার্ডটা খুবই দরকারী । তাছাড়া কার্ডের কোন দরকার হয়না।
    2. Avatar photo LokmanBT Contributor says:
      শুভ ভাই আমাকে এক্টা বানিয়ে দিবেন
    3. Avatar photo বড় ভাই Contributor Post Creator says:
      ভাই একটা পিসি দিয়ে একটার বেশি আবেদন করলে একাউন্ট ব্লক হয়ে যায়। আমি আপনাকে সব রকম সাহায্য করতে পারি একাউন্ট খুলতে ।
      আপনি যদি অনলাইন কাজের সাথে যুক্ত থাকেন তাহলেই কার্ডটী ব্যাবহার করলে ভালো হবে। অন্যথায় কার্ড নিয়ে লাভ নায়।
    4. Avatar photo LokmanBT Contributor says:
      ভাই আপ্নার ফেছবুক লিংক দেন
  6. Avatar photo mdarifkhan Contributor says:
    Vai ami card paici but active korte parcina..16 digit er card number diye submit korle wrong card number lekha ase.help me pls.

Leave a Reply