শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই ? নিত্য নতুন প্রযুক্তির সাথে থাকলে কে না ভালো থাকে বলুন।

তো যাই হোক শুরু করি আজকের টিউন।

আজ আমি  ফাইভার একাউন্ট এ কি করা উচিত আর কি করা উচিত নয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেস্টা করবো। তবে বলে রাখি যারা আমার টিউন গুলো পড়ে কাজ করবেন তারা এখন ফাইভারে একাউন্ট খুলবেন না। আমি যখন বলব তখন একাউন্ট ক্রিয়েট করবেন। আমি আগেই বলেছি যে ফাইভার কিন্তু খুবই সেন্সেটিভ মার্কেটপ্লেস।

প্রথমে চলুন কিছু উদাহরণ দেখে নিই ।

এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন।

এখানে ক্লিক করুন।

কি করা উচিত নয় ঃঃ

ফাইভারে আপনি যখনই কোন একাউন্ট খুলবেন তখন আপনার ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস সাপোর্ট টীমদের কাছে চলে যাবে।

ফাইভারে কখনই একটি অপারেটিং সিস্টেম দিয়ে একের অধিক একাউন্ট খুলবেন না। কোন কারনে যদি আপনার একাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে প্রথমে হেল্প সেন্টারে যোগাযোগ করুন যদিও তারা আপনার একাউন্ট ফিরে দেবে না কিন্তু যদি আপনার একাউন্টে কোন ব্যালেন্স থাকে তারা সেটা ৪৫ দিন পর আপনাকে ফেরত দিয়ে দেবে।

কখনই আপনার একাউন্ট এক জায়গায় লগিন থাকা অবস্থায় অন্য কোন কম্পিউটার/ফোন থেকে লগিন করবেন না তাহলে সাথে সাথে কোন সতর্কতা ছাড়াই আপনার একাউন্ট ডিসেবল হয়ে যাবে।

যারা ব্রডব্যান্ড নেট ব্যবহার করেন তারা যদি কখনো আপনার নেট কানেকশন চেঞ্জ করেন তাহলে অবশ্যঅই ফাইভার সাপোর্ট টিমকে জানাবেন তা না হলে আপনার একাউন্ট ৮০% সম্ভাবনা থাকবে ডিসেবল হয়ে যাওয়ার। মডেম ব্যবহার কারীদের ক্ষেত্রে কোন সমস্যা নায়।

নেট কানেকশন বারবার ডিস্কানেক্ট করবেন না।

চেস্টা করবেন সব সময় একটা কম্পিউটার থেকেই আপনার ফাইভার একাউন্ট লগিন করতে।

কি করা উচিৎ ঃঃ

যদি আপনার একাউন্ট ডিসেবল হয়ে যায় তাহলে প্রথমে আপনার কম্পিউটারে উইন্ডোজ দিন এবং নতুন একাউন্ট খুলুন।

সব সময় চেস্টা করুন একটা কম্পিউটার এবং একই ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে।

একই জায়গা থেকে লগিন করার চেস্টা করুন।

ফাইভার একাউন্ট খোলার সময় সম্পুর্ন নতুন ইউজার নেম ব্যবহার করুন এবং ভ্যালিড ইমেইল ব্যবহার করর চেস্টা করবেন।

আপনার একাউন্ট পিকচার যেন খুবই প্রফেশনাল হয় যেন বায়ার আপনার পিকচার দেখেই বুঝতে পারে যে হ্যা একে দিয়ে হবে।

আজ এই পর্যন্তই।

মনে করেছিলাম আজ গিগ নিয়ে আলোচনা করব কিন্তু ফাইভার সম্পর্কে এই বিষয় গুলো না জানালেই নয়। হয়তো অনেকে প্রথমেই একাউন্ট খোলার চেস্টা করতে পারেন এই জন্যই এই বিষয় গুলো নিয়ে আলোচনা করলাম।

আমার টিউন গুলো আমি প্রতিদিন অল্প করে আলাদা আলাদা টপিকস নিয়ে আলোচনা করব  । বেশি লিখলে আপনারাও ধৈর্য্য হারা হয়ে পরবেন এবং আমিও লিখতে লিখতে বোরিং হয়ে যাবো।

আপনার আপনাদের মতামত না জানালে তো লেখার আগ্রহ হারিয়ে ফেলবো। কিভাবে বুঝবো যে আপনারে কিছু শিখছেন। সো টিউমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।

আর যে কোন সাহায্যের জন্য আমি তো আছিই। আমার সাথে ফেসবুকেও যোগাযোগ করতে পারেন।

আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন।

ধন্যবাদ সাথে থাকার জন্য।

One thought on "অনলাইনের মাধ্যমে আয় করুন । (পর্ব-২)"

  1. Sami Contributor says:
    sojib1 ke rana sir block koren please please

Leave a Reply