কেমন আছেন বন্ধুরা ? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্ব খুবই গুরুত্বপুর্ণ বিশেষ করে যারা ফাইভারে প্রথম কাজ করা শুরু করেছেন তাদের জন্য। মূল আলোচনায় যাওয়ার পুর্বে সকলে আমার এই গিগ গুলোকে একটু দেখে ফেভারিট করে রাখুন।
গত পর্বে আমি ফাইভারের প্যামেন্ট মেথড পেইনিওর নিয়ে আলোচনা করেছিলাম। যারা আমার আগের টিউন মিস করেছেন তারা দেখে নিন। অনেকে আমাকে কিভাবে পেইনিওর কার্ড এক্টিভ করতে হয় সেই বিষয়ে টিউন করতে অনুরোধ করেছেন। আগামী পর্বে সেটা নিয়ে আলোচনা করব।
আসল কথায় আসি।
যারা নতুন ফাইভার মার্কেটপ্লেস এ ফ্রিল্যান্সার আছেন তারা একটা ভুল অনেকেই করে থাকেন সেটা হল বায়ার রিকুয়েস্ট। আসুন আজ জানি বায়ার রিকুয়েস্ট কি জিনিস।
বায়ার রিকুয়েস্ট ঃ
বায়ার রিকুয়েস্ট হল ফাইভার মার্কেটপ্লেসে বায়ার দের জন্য সুবিধা। শুধু বায়ারদের জন্যই নয় এটা সেলারদের জন্য সুবিধাজনক। একজন বায়ার তার যে সার্ভিস প্রয়োজন সেটা সে এই অপশনে লিখে থাকে। এই রিকুয়েস্ট দেখে সেলাররা তাদের সার্ভিস অফার করে থাকে। এখন আপনি চিন্তা করে দেখুন যে আপনি যদি সেলার হয়ে আপনার গিগ এর প্রমোট করার জন্য বায়ার রিকুয়েস্ট করে থাকেন তাহলে ফাইভার কি আপনার এই দুই নম্বরি কাজ মেনে নেবে। অবশ্যই বলবেন না। তবে আপনি বায়ার রিকুয়েস্ট করতে পারেন, কখন করবেন ? যখন আপনি ফাইভার থেকে কোন সার্ভিস কিনবেন তখন এই অপশনটি ব্যবহার করতে পারবেন।
অনেকে আমাকে ফেসবুকে জানতে চেয়েছেন যে, তারা সব কিছু ঠিক রেখেই ফাইভার একাউন্ট চালান কিন্তু তারপর ও কেনো ফাইভার তার একাউন্ট ব্যান করে দেয় ? প্রশ্ন করি ভাই আপনি কি বায়ার রিকুয়েস্ট ব্যবহার করে কিছু লিখেছেন ? কেন লিখেছেন ? উত্তরে বলে গিগ প্রমোট করার জন্য বায়ার রিকুয়েস্ট করেছেন। আরে ভাই এত সোস্যাল মিডিয়া সাইট থাকতে আপনার কি এই বায়ার রিকুয়েস্ট এই গিগ প্রমোট করার প্রয়োজন হল।
এই জন্য সবাইকে একটাই পরামর্শ দেই, কোন সার্ভিস ক্রয় করা ছাড়া বায়ার রিকুয়েস্ট এ কিছু টিউন করবেন না। যদি করেন তাহলে যে কোন মূহুর্তে আপনার মূল্যবান একাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে।
আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন। আর যে কোন সাহায্যের জন্য আমি তো আছিই। ফেসবুকে,টিউমেন্ট, ফাইভার যেখানেই প্রশ্ন করুন না কেন সাহায্য করার চেস্টা করব।
সাথে থাকার জন্য ধন্যবাদ।