আপনি কি একটি ওয়েবসাইট বা ব্লগের মালিক?

কিন্তু কোনো ভিজিটর নাই?

তাহলে কোনো সমস্যা নাই,কারণ যদি ভিজিটর নিজের ইচ্ছায় না আসে,তাহলে এক্সচেঞ্জ করে হলেও ভিজিটর আনতে পারবেন।

এইটাকে বলা হয় Manual Traffic Exchange

এই পদ্ধতি তে আপনি ইউনিক ভিজিটর পেতে পারেন একেবারে কিছুই না করে।

প্রথমে নিচের ব্যানার এ ক্লিক করেন।

Hit2Hit

এবার বাম পাশে সাইন আপ এ ক্লিক করুন,এবং আপনার ইচ্ছা মতো ইমেইল,পাসওয়ার্ড,ইউজারনেইম এবং আপনার সাইট/ব্লগের নাম দিয়ে সাইন আপ করুন।

সাইন আপ করা শেষে,আপনার দেয়া ইমেইল এ যান,এবং ঐখানে একটা ইমেইল যাবে যার মধ্যে একটা লিংক থাকবে যেইটাতে ক্লিক করে আপনার একাউন্ট চালু করে নিতে হবে।

সব কিছু ঠিকঠাক থাকলে আপনার একাউন্ট একেবারে চালু।

এখন এখানে ক্লিক করে আপনার একাউন্ট এ লগ ইন করুন।

এবার আপনার সাইট Approved হবার জন্য ৬ থেকে ১২ ঘন্টা লাগবে।

সাইট এপ্রোভ হতে হতে আপনাকে কিছু ক্রেডিট জমাতে হবে।

এইখানে আপনি প্রতি ২ টা সাইট এ সার্ফিং (ভিজিট) করে পাবেন 1 ক্রেডিট,যা একজন ভিজিটরের সমান।

অর্থাৎ ১ ক্রেডিট=১ ভিজিটর।(বুঝলেন তো?)

যখন আপনার ওয়েবসাইট বা ব্লগ Approved হয়ে যাবে,তখন আপনি এই ক্রেডিট গুলা Assain করবেন।

Assain মানে কি?

Assain মানে আপনার ক্রেডিট গুলা আপনার সাইটের ভিজিটরে রুপান্তর করার মাধ্যম।

এর মাধ্যমে আপনার ঐ জমানো ক্রেডিট গুলা আপনার সাইট/ব্লগ এর ভিজিটরে রুপান্তরিত হবে।

এই সাইটের আরো কিছু নিয়মঃ

#প্রথমে সাইন আপ করলে আপনি হবেন Green Rose Member (মানে Standard Member)।
এই অবস্থায় আপনি সর্বোচ্চ ৪ টি ওয়েবসাইট/ব্লগ Promote করতে পারবেন।

#সাইট সার্ফিং না করে আপনি চাইলে রেফারাল বানিয়েও ক্রেডিট জমাতে পারবেন।আপনার রেফারাল লিংক পেতে উপরে বাম পাশে Promote এ ক্লিক করলে আপনি আপনার রেফারাল লিংক পেয়ে যাবেন।

#কোনো Adult (18+) সাইট Promote করা যাবে না।

আশা করি আপনার কাজ সফল হবে।

আর সময় থাকলে আমার ব্লগে একবার ঘুরে আসবেন।আমন্ত্রণ রইলো।

কোনো সমস্যা হলে আমাকে Facebook এ মেসেজ দিয়েন।

ধন্যবাদ!

Leave a Reply