হাই বন্ধুরা কেমন আছেন সবাই। ভালো আছেন অবশ্যই। ভালো থাকার ই তো কথা। প্রযুক্তির সাথে থাকলে কি কেউ খারাপ থাকতে পারে ?

যাই হোক আমার আজকের টিউন শুধুমাত্র তাদের জন্য যারা কোন ধরনের কাজ পারেন না কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করতে চান।

আমি আবারো বলছি যারা কাজ পারেন তারা ইচ্ছা করলে টিউনটি পড়তে পারেন কিন্তু কোন খারাপ টিউমেন্ট করবেন না।

যারা একবারে কোন কাজ পারেন না শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করতে পারেন তারাই আমার আজকের টিউনের পাঠক।

আজ আমি যে মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করব সেটা হল রেভিনিউ শেয়ারিং সাইট বা পি টি সি সাইট।

রেভিনিউ শেয়ারিং সাইট হল যেখানে বিভিন্ন ওয়েব সাইট তাদের সাইটে ভিজিটর বাড়ানোর জন্য এড দিয়ে থাকে।

আজ আমি যে সাইটি নিয়ে আলোচনা করব সেটা হল Neobux। অনলাইনে যারা কাজ করেন তারা এই পি টি সি সাইটের কথা শুনেন নি এমন মানু ষ পাওয়া কস্টকর। এই সাইটটি ২০০৭ থেকে তাদের কর্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বর্তমানে এদের গুগল র‍্যাঙ্কিং হল ৫/১০। যেখানে আপওয়ার্ক এর গুগল র‍্যাঙ্কিং ৬/১০, ফ্রিল্যান্সার এর ৬/১০। তাহলে বুঝুন এই সাইটটিও বিশ্বস্ততার সাথে এগিয়ে যাচ্ছে।

এখন আসি আপনি কিভাবে এখান থেকে আয় করবেন।

এই সাইটে আপনাকে প্রতিদিন কিছু এড এ ক্লিক করতে হবে। প্রতিদিন এড থাকবে ২০–২৫ টি যেগুলো ক্লিক করতে আপনার সময় লাগবে ১০–২০ মিনিট। প্রতিদিন আপনার এই টুকুই কাজ।

এভাবে কাজ করলে আপনি প্রথম মাসে ১,৫ ডলার বা দেড় ডলার আয় করতে পারবেন। এছাড়াও কিছু মিনি জব আছে সেগুলো কমপ্লিট করএ আপনি আয় করতে পারবেন।

মোট কথা আপনি প্রথম মাসে ১,৫ —৩ ডলার আয় করতে পারবেন।

এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি কেন আপনাকে এই সাইটে কাজ করতে বলছি।

এই সাইটটিতে আপনি আপনার রেফারেল বৃদ্ধি করে আয় করতে পারবেন তা ছাড়া আপনি এদের কাছ থেকে রেফারেল কিনে ও আয় করতে পারবেন।

অর্থাৎ আপনি যদি ৫ ডলার দিয়ে ২৫ টি রেফারেল কিনেন তাহলে আপনার রেফারেল যদি প্রতিদিন কাজ করে থাকে তাহলে আপনি মাসে ২৫ টি রেফারেল থেকে ১০–১৫ ডলার আয় করতে পারবেন।

এবার আপনার ২য় মাসে অই ১০/১৫ ডলার দিয়ে আরো রেফারেল কিনে নেন তাহলে আপনার আয় আরো বেড়ে যাবে।

অর্থাৎ আপনাকে প্রথম ৩–৫ মাস ভালো আয়ের আশা করা ছেড়ে দিতে হবে। আপনি যদি আমার এই পদ্ধতি মেনে চলেন তাহলে আপনি ৫ মাস পর মাসে ৫০–১০০ ডলার এর বেশি আয় করতে পারবেন।

তো দেরি কেন ? শুরু করে দিন আজ থেকেই।

কাজের ধারাঃ 

প্রথমে এখান থেকে  রেজিস্ট্রেশন করে নিন। এরপর আপনার ইমেইল থেকে একাউন্ট কনফার্ম করুন। এর পর্বর্তী কাজ গুলো আপনি নিজেই বুঝে যাবেন।

তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে। আর কোন কিছু জানার থাকলে টিউমেন্ট অপশন তো আছেই। আমাকে ফেসবুকেও জানাতে পারেন।

ধন্যবাদ।

2 thoughts on "অল্প অল্প আয়ের মাধ্যমে গড়ে তুলি নিজের ক্যারিয়ার। (পর্ব-১)"

  1. Engr.Omar Faruque Contributor says:
    Withdraw kivabe korbo??
    1. বড় ভাই Contributor Post Creator says:
      skrill/ paypal/ payza/ neteller er maddhome withdraw kra jabe

Leave a Reply