কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন! আমিও আপনাদের দোয়ায় ভাল আছি, 🙂

আজকে একটি নতুন টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হল Revenuehits 😛

আমাদের সবার কম বেশী ব্লগ এবং ওয়েব সাইট আছে, ভিসিটরও আছে কিন্তু আয় নেই, 🙁

তাই আজ আমি আপনাদেরকে বলব Revenuehits এর কথা। তবে সেটাতে কাজ করার আগে কিছু জানতে হবে আর সেটা হল আপনার ব্লগ এবং ওয়েব সাইট কি ধরনের। Revenuehits আপনার যেকোনো সাইটে এড নিয়ে আয় করতে পারেন কিন্তু শর্ত হল আপনে যদি Revenuehits দিয়ে এডসেন্সে মত আয় করতে চান তাও পারবেন সে ক্ষেত্রে আপনার সাইট যদি ডাউনলোড সাইট, ফিল্ম, সফটওয়্যার এই ধরনের সাইট থাকে আর যদি সাইটে ভিসিটর থাকে আর দেরি না করে এখন একাউন্ট করে নেন।

এখান থেকে একাউন্ট করেন

একাউন করা খুবি সহজ, আর আপনার সাইট তারা 30 Second এ Approved করে দিবে। তাই এই বিষয়ে কোন চিন্তা নাই, 😉

তারপর আপনি নতুন Placement তৈরি করে নিতে হবে। সেটা হয়ে গেলেই আপনি আপনার Placement কোড পেয়ে জাবেন।

তারপর আপনি আপনার সাইটে কোডটি ব্যাবহার করুন।

যাদের From সাইটে SEO করা আছে তারা Topic এর মাঝে। যাদের Download সাইটে SEO করা আছে তারা Download Page এ Ad ব্যবাহার করতে ভলবেন না, 😀

কারন Revenuehits Visitor এবং Click এর উপর টাকা দিয়ে থাকে, যত ভিজিটর তত টাকা, যত Click তত টাকা। 😛

তাই আমার কথাটা মনে রাইখেন। আর যাদের সাইট অনেক Popular এবং Active Visitor এ ভড়া, তারা Home Page এও Ad ব্যবাহার কইরেন। 😀

এভাবেই আপনি বেশি আয় করতে পারবেন।

আর আমি নিশ্চিত সবার সাইটে কমপক্ষে প্রতিদিন ১০০০ ভিজিটর ভিজিট করে, তাই এটা নিয়ে কোন সন্দেহ নেই যে কমপক্ষে একদিনে 1$ আয় হবে না।

তারপর কথা হলো, প্রথমে অনেক এ ভাববে সাইটা Fake, কারন এই সাইটের Dashboard এ প্রথম দিন কোন Click Count হবে না।

কারন একটু ভাবে দেখলে বুঝবেন যে, গত কাল যা আয় হবে, সেটাই সেখানে দেখায়।

তাই এই বিষয়ে লাভ নাই 🙂

তারপর কথা হলো, আপনি $ হাতে কিভাবে পাবেন?

সেটা হলো Payoneer, Paypal, Bank দ্বারা।

যাদের কোনটাই নাই, তারা আমার সেথে যোগাযোগ করুন। আমি আপনার $ বের করে দিব। 🙂

তাই কোন চিন্তা ছারা আয় করতে থাকুন।

ফেসবুকে আমি 😉

Leave a Reply