জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের
তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ
আগামী ১১ জুলাই অনলাইনে শুরু হবে। এ
কার্যক্রম চলবে ৩০ জুলাই পর্যন্ত।

বুধবার (২২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়েছে।

ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

nu.edu.bd

nu.edu.bd/203

এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে
২০১৬-১৭ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাস
শিক্ষা কার্যক্রমের আওতায় মাস্টার
অব অ্যাডভান্সড স্টাডিজ
(এমএএস) প্রোগ্রামে বাংলা, ইতিহাস,
অর্থনীতি, সমাজবিজ্ঞান, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং
কম্পিউটার সায়েন্সে
ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে,
নির্বাচিত শিক্ষার্থীদের ১০ থেকে ২০
জুলাইয়ের মধ্যে ভর্তি সম্পন্ন করতে
হবে। ২১ জুলাই থেকে
বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে

ক্লাস শুরু হবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nu.edu.bdথেকে জানা যাবে

ফেছবুকে আমি

4 thoughts on "১১ জুলাই থেকে অনার্স ৩য় বর্ষের ফরম পূরণ শুরু হবে"

  1. NIKHILROY Author says:
    রানা ভাই টিউনার হতে চাই
    1. জামিল Author Post Creator says:
      😉
  2. Jahidhj Contributor says:
    রানা ভাই
    টিউনার
    হতে চাই,
    1. জামিল Author Post Creator says:
      valo post koran tai hoba ok

Leave a Reply